বোল্ডার ফেলেই গঙ্গার ভাঙন আটকানো সম্ভব, গারুলিয়ার কাঙালি ঘাট পরিদর্শন করে বললেন অর্জুন সিং
উত্তর ২৪ পরগনা: গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাট এলাকায় অনেক ঘরবাড়ি গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে। সম্প্রতি ভাঙন রুখতে সেচ দপ্তরের উদ্যোগে শালবোল্লি পুঁতে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। তবুও ঘরবাড়ি গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে। সোমবার গারুলিয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে যান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন পুরসভার সিআইসি গৌতম বসু।
কাঙালি ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, "শালবোল্লি দিয়ে আগেও ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভাঙন রোধ করা যায়নি। সাংসদের পরামর্শ, নেটের মধ্যে বোল্ডার দিয়ে গঙ্গাবক্ষে ফেললে ভাঙন রোধ করা সম্ভব হবে। সেক্ষেত্রে যদি অর্থের প্রয়োজন লাগে, তার সাংসদ তহবিল থেকে সেই অর্থ তিনি প্রদান করবেন।"
কাঙালি ঘাটের ভাঙন দেখার পর পুরসভায় গিয়ে পুরপ্রধান রমেন দাসের সঙ্গে তিনি কথা বলেন। পুরপ্রধান রমেন দাস বলেন, "সাংসদের পরামর্শ বোল্ডার ছাড়া ভাঙন আটকানো সম্ভব নয়। এক্ষেত্রে তিনি সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন এবং অন্যান্য কাউন্সিলারদের সঙ্গে আলোচনা করবেন। তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।"
Jan 29 2024, 16:11