রাজবংশী স্কুলকে সরকারি স্কুলের স্বীকৃতি দেওয়ার ঘোষণা মমতার
কোচবিহারে ২১০ টি রাজবংশী স্কুলকে সরকারি স্কুলের স্বীকৃতি দেওয়ার ঘোষণা আজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে ওই স্কুলগুলি সমস্ত সরকারি সুবিধা পাবে বলে ঘোষণা করলেন তিনি। মমতা দাবি করেন যে এতদিন ওই স্কুলগুলি ব্যক্তিগত চেষ্টায় চলত। বিশেষ সুযোগ-সুবিধা পেত না। একইসঙ্গে ঘোষণা করে দেন যে দার্জিলিংয়ে নানা ভাষার স্কুল বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে।
লোকসভা ভোটের প্রচারে একের পর এক জেলায় পরপর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি রয়েছেন কোচবিহারে। সেখান থেকেই বিজেপিকে একের পর এক আক্রমণ করলেন নাম না করে। এবার বলেন, 'কাল রাস্তা দিয়ে আসছিলাম টাকা দিয়ে কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছিল। ওরা সীতা, কৌশল্যার নাম বলে না'।
Jan 29 2024, 14:41