*কবিতা*
"পথিক তুমি ক্লান্ত কেন!"
গোপাল মাঝি
থাকলে বাধা পথে কাঁটা
দূর করতে হয়,
দেশের শত্রু বিনাশ করতে
রুখে দাঁড়াতে হয় |
জন্মিয়াছো যখন দেশে তুমি
মাতৃ - গর্ভ থেকে,
সমাজ থেকে নিয়েছো যা'
দিও তা' ফিরিয়ে |
আজও কেন দেখি বস্তিবাসী
আছে ঝুপড়ি বেঁধে,
লুঠ করছে কিছু মানুষ
বিদেশ পাচার করে |
ভিক্ষাবৃত্তি করছে কেন মানুষ
রাস্তার পাশে বসে,
ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা
মেলেকি ভোট শেষে?
ভাগ্যের দোহাই দিয়ে কেন
থাকছো ঘরের কোনে,
প্রতিবাদের ভাষা হারিয়ে যাবে
জাগবেনা কি মনে?
দেশ গঠন সমাজ সংস্কারে
এসো উঠে দাঁড়াই,
যারা করছে দেশটাকে লুঠ
তাদের আগে তাড়াই |
পথিক তুমি ক্লান্ত কেন
ঊর্ধ কর শির,
নতুন করে দেশ গড়তে
হতে হবে বীর |
Jan 29 2024, 12:07