*দক্ষিণে বইবে উত্তুরে হাওয়া, জেনে নিন আজকের আবহাওয়া*
রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ারদাপট। দক্ষিণবঙ্গে আপাতত হাড় কাঁপানো শীত না থাকলেও বজায় রয়েছে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশায় অচ্ছন্ন থাকছে একাধিক জায়গা। তবে এবার তাপমাত্রা বাড়বে। ফের একবার বৃষ্টি, এবং তার পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর।
ওদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। এই সপ্তাহেই দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা।২৯,৩০, ৩১ জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলা গুলিতে। বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী দু দিন রাজ্যে তাপমাত্রায় খুব একটা বদল দেখা যাবে না।
Jan 29 2024, 08:06