বারাসাত রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল স্মার্ট কার্ড
উত্তর ২৪ পরগনা: বারাসাত পৌরসভার ১৩ নং ওয়ার্ড রামকৃষ্ণপুর এলাকায় রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল স্মার্ট কার্ড মাধ্যমে উপস্থিতি । আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
ক্লাসের একঘেয়েমি কাটাতে এই উদ্যোগ নিল পৌরসভার ১৩ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাক্তার সুমিত সাহা।তারই উদ্যোগে এই বিদ্যালয়ে চালু হ স্মার্ট ক্লাসরুম।এখানে ডিজিটাল ক্লাসরুম,পরিশ্রুত পানীয় জল,স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি নির্ধারণ থেকে বাতানুকুল ক্লাসরুমের ব্যাবস্থা করা হয়েছে।ফলে ছাত্র ছাত্রীদের আজ থেকে আরও বেশি আগ্রহ বাড়তে চলেছে এই বিদ্যালয়ে আসার প্রবণতা।এই বিদ্যালয়ের অভিভাবক থেকে পড়ুয়া সকলে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।
Jan 27 2024, 18:02