একদিকে প্রাণের ভয় অন্যদিকে পেটের তাগিদে, ভয়ংকর বাঁশের ব্রিজের উপর দিয়েই চলাচল গ্রামবাসীদের
এসবি নিউজ ব্যুরো: প্রাণ হাতে পেটের তাগিদে বিপদজনক ভয়ংকর ব্রিজের উপর দিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। উদাসীন প্রশাসন, এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের। নদীয়ার ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত কালিঙ্গ নদী, আর এই নদীর উপরে দীর্ঘ কয়েক বছর আগে তৈরি হয় একটি বাঁশের ব্রিজ। যদিও ব্রিজটি তৈরি করে গ্রামের মানুষেরাই, কারণ উপায় তো নেই। রুটি রোজগার এবং পেটের তাগিদের জন্য এই ব্রিজই একমাত্র সহজ রাস্তা তাদের। এখন ব্রিজটির পরিস্থিতি অতি ভয়ংকর।
কোথাও ভেঙে পড়েছে বাসের অংশ, কোথাও আবার চলাচলের পরিস্থিতি নেই। এর আগেও একাধিকবার গ্রামের বাসিন্দারাই বাসের ব্রিজটি মেরামত করেছিলেন, কিন্তু এভাবে কতদিন। পাকাপোক্ত একটি ব্রিজের আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন গ্রামের মানুষ। কিন্তু ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মিললেও পরবর্তীতে তা বাস্তবায়িত হয় না। গ্রামের একাংশ মানুষের দাবী, এই ব্রিজ পারাপার করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন, কিন্তু কিছুতো করার নেই কর্মস্থানে পৌঁছতে গেলে এই ব্রিজ তাদের একমাত্র সম্বল।
গ্রামের মানুষের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে তারা একাধিক বার জানিয়েছিলেন, কিন্তু কোন সুরাহা মেলেনি। এ বিষয়ে নদিয়া জেলাশাসক জানান, "তার কাছে কোন তথ্য নেই, গ্রামের মানুষ তাকে যদি জানান তাহলে তিনি এই বিষয়টি নিয়ে এগোবেন।" অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা জানান, "বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। তবে এখন দেখার, এই ব্রিজ কবে নির্মাণ হয়, নাকি এখনো ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে বাঁশের ব্রিজ পারাপার করতে হবে গ্রামবাসীদের। কবে হতে পারবেন তারা আতঙ্ক মুক্ত, আর ফুটবে মুখে হাসি।"
Jan 27 2024, 17:51