পুরুলিয়ায় আজ থেকে শুরু হল শ্রমিক মেলা ২০২৪
এসবি নিউজ ব্যুরো: আজ থেকে শুরু হল শ্রমিক মেলা ২০২৪ । এই শ্রমিক মেলাটি পুরুলিয়ার এ. টি.এম গ্রাউন্ড এ শুরু হয়। এই মেলা চলবে ২৭ ও ২৮ জানুয়ারি । এই মেলা থেকে এ পর্যন্ত পুরুলিয়া জেলায় ৩ লক্ষ ৭৫ হাজার অসংগঠিত শ্রমিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত হয়েছেন বলে দাবি শ্রম দপ্তরের ।
আজ এই মেলার মঞ্চ থেকে দুর্ঘটনা জনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু ১৮ জনকে মোট ১১ লক্ষ ৬১ হাজার ৩১৮ টাকা তুলে দেওয়া হল। এছাড়াও দুজন নির্মাণ কর্মী ও দুজন পরিবহন কর্মীকে পেনশন দেওয়া শুরু হল এই মেলা থেকেই । মেলার প্রাঙ্গণ থেকে মোট ১৭৫ জনকে এক লক্ষ ৪১ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হল বছরের পর বছর এই শ্রমিক মেলা হলে ও পুরুলিয়া জেলা থেকে প্রচুর অসংগঠিত শ্রমিক ভিন রাজ্যে যান কাজ করতে।
রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু অবশ্য স্বীকার করেন এই জেলা থেকে প্রচুর অসংগঠিত শ্রমিক বাইরে কাজ করতে যান ঠিকই। কিন্তু সেই পরিমাণ আস্তে আস্তে কমছে বলেও তিনি দাবি করেন । এদিনের এই মেলায় মন্ত্রী মলয় ঘটক- উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেন নি । শ্রমিক মেলায় উপস্থিত ছিলেন শান্তিরাম মাহাতো, প্রাক্তন মন্ত্রী তথা ভাইস চেয়ারপার্সন পশ্চিমবঙ্গ রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদ , উপস্থিত ছিলেন সন্ধ্যা রানী টুডু , সুকান্ত মাহাতো বিধায়ক বাগমুন্ডি বিধানসভা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Jan 27 2024, 17:49