পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বীরভূমের রতন কাহার
এসবি নিউজ ব্যুরো: "গ্রামবাংলার লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে", আক্ষেপ পদ্মশ্রী সম্মানের তালিকাভুক্ত লালমাটির শিল্পী রতন কাহারের৷ সিউড়ির নগরী পাড়ায় একটি কুঁড়ে ঘরে বাস 'বড়লোকের বেটি লো ,লম্বা লম্বা চুল' গানের স্রষ্টার৷ এক সময় বিড়ি বেঁধে জীবন-জীবিকা নির্বাহ করেছেন৷ এখনও দারিদ্রতাই সঙ্গী৷ 'পদ্মশ্রী' সম্মানের তালিকায় নাম উঠতেই আপ্লুত ৮৮ বছরের এই শিল্পী। খুশি পাড়া পড়শিরাও৷
১৯৩৬ সালে বীরভূমের সিউড়ির কেন্দুলী গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার ৷
বর্তমানে সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের নগরী পাড়ায় বসবাস করেন৷ স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাকে নিয়ে তাঁর সংসার৷ রয়েছে নাতি-নাতনি৷ কুঁড়ে ঘরেই দিন কাটান শিল্পী৷ ঘরের দেওয়াল জুড়ে রয়েছেন বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র, সারক, ছবি৷ লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে৷ এক সময় বীরভূমের লালমাটির গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়েছেন৷ সুর সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ 'বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল', জনপ্রিয় গানটির স্রষ্টা তিনি৷ যে গানে বলিউডের বাদশা ও জ্যাকলিন র্যাপ করেছে৷ গানের রচয়িতার কথা জানতে পেরে লকডাইনের সময় শিল্পীকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন বাদশা।
এছাড়াও, শিল্পী রতন কাহারের কলমে ও কন্ঠে আরও বহু লোকগান উঠে এসেছে৷ ৮৮ বছরের এই লোকসঙ্গীত শিল্পী পেলেন পদ্মশ্রী সম্মান৷ ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পাবেন এই সম্মাননা৷
Jan 27 2024, 17:45