৭ বারের সিপিএম বিধায়কের বাড়িতে বনভোজনে অনুষ্ঠানে হাজির সাংসদ অর্জুন সিং
উত্তর ২৪ পরগনা: ভোট বড় বালাই। সামনেই লোকসভা নির্বাচন। বীজপুর কেন্দ্রের টানা ৭ বারের সিপিএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে বনভোজন অনুষ্ঠানে বুধবার সটান হাজির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বামপন্থী নেতার বাড়িতে সাংসদের আগমন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, বীজপুরের আদি কর্মীরা এক জায়গায় মিলিত হয়েছি।
তবে এমন একটা জায়গায় তারা হাজির হয়েছেন, সেটা সৌভাগ্যের। কারন, ওই বাড়ি থেকেই বীজপুরে বামপন্থী আন্দোলনের সূচনা হয়েছিল। প্রয়াত জগদীশ দাস শুধু শিল্পাঞ্চলের নয়, উত্তর ২৪ পরগনা জুড়ে তাঁর প্রভাব ছিল। সিপিএম নেতা জগদীশ দাসের বউমা সোমা দাস বলেন, সাংসদ অর্জুন সিংকে দেখেই তাঁর রাজনীতিতে পদার্পণ।
তবে আগে তিনি কোনও দল করতেন না। সাংসদ অর্জুন সিংয়ের কর্মী দরদী মনোভাব দেখেই তাঁর তৃণমূলে যোগদান। যদিও তাঁর শ্বশুর জগদীশ দাস ছিলেন বীজপুর কেন্দ্রের ৭ বারের সিপিএম বিধায়ক। প্রসঙ্গত, বীজপুর কেন্দ্রের কাঁচড়াপাড়ার মান্দারি স্কুল সংলগ্ন প্রাক্তন সিপিএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে তাঁর বউমা সোমা দাসের আমন্ত্রণে এদিন হাজির ছিলেন কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়, প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর কল্যাণী বসু বিশ্বাস, বন্ধু গোপাল সাহা ও সুজিত দাস, মন্নু সাউ, টুম্পা বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Jan 24 2024, 21:29