উত্তর ২৪ পরগনা জেলা শ্রমিক মেলার উদ্বোধন
![]()
উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মতো আজ দুপুরে সোদপুরের ঘোলার নেতাজী সঙ্ঘ ময়দান শুভ উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা শ্রমিক মেলার।দুইদিনব্যাপী এই শ্রমিক মেলার আনুষ্ঠানিক শুভসূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।" বাংলার মাটির ,বাংলার জল.. সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় মেলার উদ্বোধন।


নদীয়ার ফুলিয়ার জাতীয় সড়কে ফুলিয়ার স্টেশন পাড়া কালি বাড়ি বারোয়ারি সংঘের উদ্যোগে জাতীয় সড়কের ওভার ব্রিজের পাঁচিল ঘেঁষে এই পতাকা উত্তোলন হয়। প্রথমে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পথ পরিক্রমা করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক। এই পতাকা স্থায়ীভাবে রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।



Jan 23 2024, 19:01
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
6.9k