/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কেশপুরে তৃণমূলের সংহতি যাত্রা* West Bengal Bangla
*কেশপুরে তৃণমূলের সংহতি যাত্রা*

এসবি নিউজ ব্যুরো: সারা দেশের রাম মন্দির উদ্বোধন নিয়ে উন্মাদনার মধ্যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাম মন্দির উদ্বোধনের দিনে রাজ্যজুড়ে সমস্ত ধর্মীয় গুরুদের নিয়ে সংহতি যাত্রার আয়োজন হবে। সেই মতো সোমবার বিকেলেও পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে কয়েক হাজার মানুষের নিয়ে এক বিশাল সংহতি যাত্রার ব্লকের। সমস্ত স্থানীয় পদাধিকারী নেতৃত্ব সহ মন্ত্রীরা উপস্থিত ছিলেন এই মিছিলে।

*বাংলা বনাম ছত্তিশগড়ের মধ্যে রঞ্জি ট্রফির চতুর্থ দিনের খেলায় কার্যত ড্র হওয়ার ফলে ১ পয়েন্ট করে পেল দুই দল*

খেলা

নিজস্ব প্রতিনিধি: আজ কলকাতার ইডেন গার্ডেন্স বাংলা বনাম ছত্তিশগড়ের মধ্যে চলা রঞ্জি ট্রফির চতুর্থ দিনের খেলায় কার্যত ড্র হওয়ার ফলে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিতে হল দুই দলকে। বাংলা বলে সুরজ সিন্ধু জয়সাওয়াল মাত্র ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। অপরদিকে ছত্তিশগড়ের হয়ে আশুতোষ সিং (৮৮) এবং সঞ্জিত দেশাই (৩৭) চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে দলকে ২০০-এর কাছাকাছি নিয়ে যান।

লক্ষ্মী রতন শুক্লা-প্রশিক্ষিত দলটি শুক্রবার আসামের বিরুদ্ধে গৌহাটিতে যাত্রা করবে।ম্যাচের পর বাংলার প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা জানালেন,"পুরো ম্যাচ জুড়ে কম আলো আমাদের জন্য কঠিন করে তুলেছিল। সুরজ বল হাতে দুর্দান্ত ছিল, অন্যদিকে কাউফ এবং ইশানও তাদের সেরা চেষ্টা করেছিল। আসন্ন ম্যাচগুলিতে, আমরা সর্বোচ্চ পয়েন্ট অর্জনের চেষ্টা করব। আমরা একটি দল হিসাবে আত্মবিশ্বাসী"। তবে অধিনায়ক মনোজ তিওয়ারিও আশাবাদী। তিনি বলেন,"কম আলোর কারণে আমাদের ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট খরচ হয়েছে। পরের ম্যাচে আমরা ভালো করতে পরবো এবং পুরো পয়েন্ট নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের বোলাররা ফাইনালের দিনে তাদের সব দিয়েছিল, কিন্তু ম্যাচের হারানো সময়টা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।"

ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

পানিহাটিতে বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগেও সম্প্রীতির পদযাত্রা

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২২শে জানুয়ারি রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে আয়োজন করা হয়েছে সম্প্রীতির পদযাত্রা। তেমনি পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগেও সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হল পানিহাটিতে। পানিহাটি গান্ধী স্মৃতি বিজড়িত খাদি আশ্রম থেকে শুরু হয় এই পদযাত্রা শেষ হয় পানিহাটি গঙ্গা তীরবর্তী অঞ্চল পাঠ বাড়িতে। নির্মল ঘোষ ছাড়াও এই পথে যাত্রায় পানিহাটির সমস্ত স্তরের নেতা-নেত্রী সহ দলীয় কর্মীরা পা মেলান।দলনেত্রী নির্দেশে সম্প্রীতির এই পদযাত্রা অঞ্চলের সমস্ত স্তরের মানুষ সম্প্রীতি বজায় রাখবে এমনটাই জানালেন বিধায়ক নির্মল ঘোষ।

তৃণমূলের পক্ষে বিশাল সংহতি মিছিল সংগঠিত হল বারাসাতে

উত্তর ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিকের নেতৃত্বে সোমবার বিশাল সংহতি মিছিল সংগঠিত হল বারাসাতে। এদিন ওই মিছিল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় হেলাবটতলায়। এদিন ওই মিছিলে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

*ফটো গ্যালারী* *অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা* ছবি: ANI.
*কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী,* *মমতার সংহতি যাত্রায় হাজরায় জনজোয়ার**


রাম মন্দিরে আজ সুসম্পন্ন হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এই উদ্বোধনে যাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কেউ। বরং এর আগেই তৃণমূল ঘোষণা করেছিল যে এই দিনেই সংহতি মিছিল হবে। তার আগে কালীঘাট মন্দিরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা। মায়ের কাছে পুজো দিচ্ছেন তিনি। নিজেই করছেন মন্ত্র উচ্চারণ।

এই মুহূর্তে তিনি অংশগ্রহণ করেছেন সংহতি যাত্রায়। জনজোয়ার দেখা গেল মমতার এই পদযাত্রায়।তার সঙ্গে রয়েছেন সর্ব ধর্মের ধর্মগুরুরা, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে মিছিল শুরুতে তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।পরে অবশ্য তিনি মিছিল মধ্যে চলে যান।এই সংহতি যাত্রা শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। সেখানেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ৫০০০ মানুষের মধ্যে বিতরণ করা হল লাড্ডূ

কলকাতা: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে উঠেছেন রাম ভক্তরা।তেমনি কলকাতার বেলঘরিয়ার রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জির নেতৃত্বে রামলাল প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ৫০০০ মানুষের মধ্যে বিতরণ করা হল লাড্ডূ। এদিনের অনুষ্ঠানে রাজু ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত সহ আঞ্চলিক নেতৃবৃন্দ।

রামলালার প্রাণ প্রতিষ্ঠায় খুশি দেশবাসী এমনই জানালেন শীল ভদ্র দত্ত। তিনি রাজ্য সরকারকেও কটাক্ষ করে বলেন দেশের বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সরকারি ছুটি ঘোষণা করা হলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার উল্টো পথেই হাটলেন।

রাজু ব্যানার্জি বলেন শুধু রাজ্যে নয় দেশের সমস্ত মানুষ রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা অপেক্ষায় ছিলেন আজ তাদের মনের ইচ্ছা পূর্ণ হল।

রাম মন্দির উদ্বোধনের আগেই টুইট অভিষেকের

রাম মন্দির উদ্বোধনের আগে টুইট করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয়কে গ্রহণ করতে এবং আলিঙ্গন করতে শেখায়নি, সেটা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই হোক না কেন, যেখানে ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের ওপর নির্মিত হয়েছে।’

রাম মন্দির উদ্বোধনের আগেই এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের ওপর আক্রমণ, রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের মামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো একাধিক বিতর্কিত বিষয় জুড়ে রয়েছে। সেই কথা মাথায় রেখেই অভিষেক এই বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে ।

শহরের রাস্তায় রাম, লক্ষণ ও সীতা, সাথে গদা হাতে হনুমান, রামনগরী অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দমদম হনুমান মন্দির থেকে

কলকাতা: সোমবার রামনগরী অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গোটা দেশ মেতেছে উৎসবে। পিছিয়ে নেই এই রাজ্য। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রাম বন্দনা। তারই অংশ হিসেবে এদিন সকালে দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত এক কলস যাত্রার আয়োজন করা হয়। বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার নেতৃত্বে এই যাত্রা দমদম হনুমান মন্দির থেকে শুরু হয় দমদম রোড নাগেরবাজার হয়ে যশোর রোড ধরে পৌছায় দমদম পার্কে।মিছিলে অংশ দেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা। এছাড়াও যাত্রায় কলস ও পতাকা হাতে নিয়ে অংশ নেয় কয়েকশো মহিলা ও পুরুষ। তাদের এই কলস যাত্রায় অংশ নেয় রাম, লক্ষণ ও সীতা। সাথে গদা হাতে হনুমান। ঘোড়ার গাড়ি চেপে ভক্তদের সঙ্গে কলস যাত্রায় অংশ নেয় তারা।
রাম মন্দিরের উদ্বোধনের আগে কলকাতায় মিছিল শুভেন্দুর

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে কলকাতায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হল। দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করবে বিজেপি।

গণেশ টকিজ-চিত্তরঞ্জন অ্যাভিউনিয়র রাম মন্দির মিছিল হবে। বিজেপির এই মিছিলের মূল ভাবনা অকালবোধন। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে সর্বধর্মসমন্বয় পদযাত্রা করবেন।