পানিহাটিতে বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগেও সম্প্রীতির পদযাত্রা
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২২শে জানুয়ারি রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে আয়োজন করা হয়েছে সম্প্রীতির পদযাত্রা। তেমনি পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগেও সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হল পানিহাটিতে। পানিহাটি গান্ধী স্মৃতি বিজড়িত খাদি আশ্রম থেকে শুরু হয় এই পদযাত্রা শেষ হয় পানিহাটি গঙ্গা তীরবর্তী অঞ্চল পাঠ বাড়িতে। নির্মল ঘোষ ছাড়াও এই পথে যাত্রায় পানিহাটির সমস্ত স্তরের নেতা-নেত্রী সহ দলীয় কর্মীরা পা মেলান।দলনেত্রী নির্দেশে সম্প্রীতির এই পদযাত্রা অঞ্চলের সমস্ত স্তরের মানুষ সম্প্রীতি বজায় রাখবে এমনটাই জানালেন বিধায়ক নির্মল ঘোষ।



জনজোয়ার দেখা গেল মমতার এই পদযাত্রায়।তার সঙ্গে রয়েছেন সর্ব ধর্মের ধর্মগুরুরা, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে মিছিল শুরুতে তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।পরে অবশ্য তিনি মিছিল মধ্যে চলে যান।এই সংহতি যাত্রা শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। সেখানেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।



Jan 22 2024, 19:06
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k