চাষীকে জমি মাফিয়াদের হুমকি চাষের জমির চাষ বন্ধ না করলে গুলি করে দেওয়া হবে, চাষী চাষবাস ফেলে নিজের প্রাণ বাঁচাতে শরণাপন্ন হয়েছে থানার
উত্তর ২৪ পরগনা: টিটাগড় পৌরসভার অধীন ২৩ নম্বর ওয়ার্ডে রয়েছে ৩৫০ বিঘারও বেশি জমি। আর পৌরসভা সেই জমি কয়েক পুরুষ ধরে চাষবাস করেন কয়েকশো চাষী। আর সেই জমিতেই নজর পড়েছে জমি মাফিয়াদের। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার চাষের জমির সমস্ত সবজি নষ্ট করে দিয়েছিল এলাকার দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল পাম্প, ভেঙে ফেলা হয়েছিল ইলেকট্রিক মিটার বক্স। ঘটনাস্থলে এসেছিল রহড়া থানার পুলিশ। হস্তক্ষেপ করেছিল টিটাগড় পৌরসভা। কিন্তু জমি মাফিয়াদের নজর ওখানেই আটকে আছে ।তারা এবার ফসল নষ্ট করে নয় প্রাণ নালাশের হুমকি দিয়ে চাষবাস বন্ধ করে দিচ্ছে। রবি কুর্মী নামে এলাকার দুষ্কৃতী এই হুমকি গুলো দিচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।এক চাষী তার ৬বিঘা জমির একটি ফসল ফলাতে পারেননি কারণ তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। শুধু ফোনে নয় সামনাসামনিও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে চাষীদের। চাষের জমির জল যেখান দিয়ে আসে সেই বড় নলটিতে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে।ভয়ে চাষবাস বন্ধ করে দিচ্ছে এলাকার চাষিরা। শরণাপন্ন হচ্ছে রহড়া থানার। অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। টিটাগড় পৌরসভা জমির পাশ দিয়ে বড় করে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে এই জমি কেনাবেচা করা যাবে না। তা সত্ত্বেও তৈরি হয়ে যাচ্ছে বাড়ি যেখানে বোর্ড লাগানো হয়েছে ঠিক তার পাশেই বাউন্ডারি দিয়ে ঘিরে ফেলা হচ্ছে জমি কে। আতঙ্কে আছে এলাকার চাষীরা।
টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ চাষীদের কাছ থেকে শোনার পর তিনিও একটি অভিযোগ দায়ের করেছেন রহড়া থানার। তিনি বলেন, কোনভাবে পৌরসভার এই জমি জমি মাফিয়া দের হাতে দেওয়া যাবে না। চাষিরা যেভাবে চাষ করছিল সেভাবেই করবে।
Jan 20 2024, 19:07