*জাতিবিদ্বেষী মামলায় আদালত থেকে নিস্তার পেলেন না বিদ্যুৎ*
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে না থাকলেও নিস্তার পেলেন না বিদ্যুৎ। শুক্রবার জাতিবিদ্বেষী সংক্রান্ত মামলায় তাঁকে নিস্তার দিল না আদালত। এই বর্ণবিদ্বেষী মামলা থেকে বিদ্যুৎ যাতে নিস্তার পান সেইজন্যই সিউড়ি আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। তবে দুঃখের বিষয় তিনি আদালত থেকে নিস্তার পেলনা।
বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময় বিদ্যুতের নামে জাতি বিদ্বেষী মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মী প্রশান্ত মেশরাম। তবে বিদ্যুতের বিরুদ্ধেই নয় বর্ণবিদ্বেষী মামলা প্রশান্ত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্টার তন্ময় নাগ, জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার এই জাতি বিদ্বেষী মামলার শুনানি ছিল সিউড়ি আদালতে। এদিন মামলা চলাকালীন সময় বিদ্যুতের আইনজীবী বলেন, বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন সময় এই মামলাটি দায়ের হয়। তবে তিনি তো এখন উপাচার্য নেই তাই যেন এই মামলা থেকে নিস্পত্তি করা হয়। কিন্তু আদালত বিদ্যুতের আইনজীবীর আর্জি খারিজ করে দেয়।
Jan 19 2024, 19:29