বনগাঁ আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিচারপতি সহ প্রশাসনিক কর্তারা
উত্তর ২৪ পরগনা: বনগাঁ আদালত চত্বরে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকান পাট থেকে শুরু করে ছড়িয়ে ছিটিয়ে থাকা যানবাহনের কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা। যার ফলে সমস্যায় পড়ছেন আদালতে আসা মানুষেরা। এ ছাড়াও আদালতের নিরাপত্তাজনিত বিষয় শুক্রবার সকালে ঘুরে দেখলেন বনগাঁ আদালতের বিচারপতি সহ প্রশাসনিক কর্তারা। মাঝে মধ্যেই শোনা যায় আদালত চত্বর থেকে মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনা।
পাশাপাশি বনগাঁ পৌরসভার পুর প্রধান গোপাল শেঠ কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন আদালত চত্বরে জাল জন্ম শংসাপত্র থেকে বিভিন্ন জাল নথি তৈরি করা হচ্ছে। এই সমস্ত দিক মাথায় রেখে বনগাঁ আদালতের নিরাপত্তা যাতে আরো বেশি কঠোর হয় সেই নিয়েও আলোচনা করা হয় এদিন।
বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাসের কথায় ,বনগাঁ আদালত চত্বরে বিক্ষিপ্ত ভাবে দোকান পাট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পার্কিংয়ের ব্যবস্থা না থানার কারণে যানবাহনগুলো ও ছড়িয়ে ছিটিয়ে থাকে। যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এ ছাড়াও আদালতের নিরাপত্তা যাতে আরো কঠোর করে সিসিটিভি ক্যামেরা বসানো ও একজন নিরাপত্তারক্ষী কর্মীকে রাখা যায় তাহলে আদালত চত্বর সুরক্ষিত থাকবে। তিনি এও বলেন, এই সমস্ত দাবি আমরা জানিয়েছিলাম পৌরসভা কে এবং পৌরসভা সেই কথাই সাড়া দিয়ে উদ্যোগী হয়েছে।
এনিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, "আমরা পৌরসভার পক্ষ থেকে দোকানদারদের এক জায়গায় করে পুনর্বাসন দেব। পাশাপাশি, যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও করবো। আদালতের নিরাপত্তার বিষয়ে তিনি জানান আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। এতে করে যারা আদালতে আসবেন গেট থেকে প্রবেশ করার আগেই তাদের নাম এবং তাদের যেকোনো পরিচয় পত্র জমা দিয়ে ভেতরে ঢুকবেন। এবং সিসিটিভি লাগানোরও ব্যবস্থা করা হবে।"
Jan 19 2024, 17:40