শর্তসাপেক্ষে "সংহতি যাত্রা"কর্মসূচী করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা: কলকাতা হাইকোর্টে মুখ পুড়লো শুভেন্দু অধিকারীর। রাম মন্দির উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষিত "সংহতি যাত্রা" র্যালির আইনি বাধা কাটলো। এই কর্মসূচী পিছিয়ে দিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন গ্রহণ না করে নির্ধারিত সূচি মেনে শর্তসাপেক্ষে কর্মসূচী করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে ওই অনুষ্ঠান থেকে ধর্মীয় আবেগে আঘাত করা কোনো বক্তব্য বা ওই ধরণের কিছু করা যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য এর ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতি মন্তব্য করেন, এই ধরনের র্যালি থেকে ট্রাফিকের সমস্যা হবে। অ্যাম্বুলেন্সের সমস্যা হয় র্যালিতে। তাই রাজ্য ও আয়োজক দলের দায়িত্ব এই ধরনের বিষয়গুলিতে কড়া অবস্থান নেওয়া। প্রধান বিচারপতির মন্তব্য, প্রতি ব্লকে যদি এই র্যালি হয় সেখানকার মানুষের সমস্যা হবে। এই র্যালির কোন অনুমতি নেওয়া হয়নি। ওই দিন আরো ৩৫টি বিভিন্ন র্যালির আবেদন জমা পড়েছে। ফলে সেগুলি অনুমতি পেলে সমস্যা আরো বাড়বে। আইনশৃঙ্খলার সমস্যা হবে।
একইসঙ্গে কর্মসূচির দিনে রাজ্যে আইনশৃঙ্খলা দেখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ানের জন্যে শুভেন্দুর আর্জি খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। শর্ত চাপিয়ে আদালত বলেছে, কোন ধর্মকে উল্লেখ করে বা আঘাত করে কিছু বক্তব্য রাখা যাবে না। অঘটন ঘটলে ওই দলের উপর দায় বর্তাবে। আদালতের রায় লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে দায়ী হবেন।
Jan 18 2024, 17:46