*টার্গেট শুভেন্দুর জেলা,চাটাই বৈঠক করে,জোড়া ফুলে জোড়া আসনের আহ্বান কুণালের*
রাজ্য
তমলুক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের সরকার পরিবর্তনে মরিয়া তৃণমূল। ইন্ডিয়া জোটের মধ্যদিয়ে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার লড়াই শুরু হয়ে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভার আসনের মধ্যে তৃণমূলের টার্গেটে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন। তমলুক ও কাঁথি লোকসভার দুটি আসন যাতে কোনো ভাবেই বিজেপি না পায় তার জন্য এখন থেকেই লোকসভা নির্বাচনে প্রস্তুতি এক প্রকার শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস।
সোম পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তমলুকের নিমতৌড়িতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে পাড়ায় পাড়ায় চাটাই বৈঠক করে সুফল পেয়েছি। তাই আগামী লোকসভা নির্বাচনে চাটাই বৈঠকের মধ্যদিয়ে জেলার দুটি লোকসভা আসন গাদ্দার কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষা দিতে হবে। এদিন তিনি একটি স্লোগানও ঠিক করে দেন। " পূর্ব মেদিনীপুর জোড়া ফুলে জোড়া আসন চাই"
এদিন শুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ঘটনাস্থলে না গিয়ে বিশ্বকাপে মেতেছেন। " মাঠে গেলেন নরেন,কাপ গেলো ফরেন" প্রধানমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কুণালের কটাক্ষ।
পাশাপাশি কলকাতায় ২৯ তারিখে বিজেপি যে সমাবেশের আয়োজন করেছে তা নিয়ে তিনি বলেন, আমরা শহীদ মিনারে সভা করি শহীদদের শ্রদ্ধা জানাতে। কিন্তু ওরাতো কিছুতেই ছিলো না। তৃণমূল করে বলে প্রতিহিংসায় ভুগিছে।
এদিনের সভায় কুণালবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, বিধায়ক ফিরোজা বিবি, সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি, সভাপতি অসীত ব্যানার্জি সহ অন্যান্যরা।
এদিন বক্তাদের মুখে বারবার ধরে একটাই কথা শোনা যায় লোকসভা নির্বাচনে আগে দলের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। তাহলে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ রয়েছে যার জন্য এই ধরনে কথা উঠে আসছে।
এদিনের বৈঠক থেকে একপ্রকার লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলো।
Nov 27 2023, 17:52