*শহরে শীতের আমেজ ,জেনে নিন আজকের আবহাওয়া*
শীতের আগমনী। ঠান্ডা বাতাস। বর্তমানে বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। গুটিগুটি পায়ে এগিয়ে আসছে শীত-শীত আমেজ। গতকালের মত আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার উঁকি দিচ্ছে রোদ। অক্টোবরের শেষে মেঘ-রোদের খেলা চললেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতাতেও তাপমাত্রা কিছুটা নামবে। উত্তরেও একই অবস্থা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দু-তিন দিন কলকাতা সহ দুই বঙ্গেরই তাপমাত্রা কিছুটা কম থাকবে।
বুধবার পর্যন্ত রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে অনেকটাই শীত অনুভূত হচ্ছে রাতের দিকে। যদিও পাকাপাকিভাবে বাংলায় কবে শীত রাজ্যে ঢুকবে, তা নিয়ে এখনও কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস।
Oct 31 2023, 08:17