সিকিমে কাজে যাওয়া শ্রমিকরা বাড়ি ফেরায় খুশী পরিবার
এসবি নিউজ ব্যুরো: পরিবার ভেবেছিলেন মৃত। কিন্তু অবশেষে বাড়ি ফিরে এলো সিকিমে কাজ করতে যাওয়া দক্ষিণ দিনাজপুরের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের শ্রমিকরা। হাসি ফুটলো পরিবারের মুখে। সিকিম বিপর্যয়ের পর থেকে পরিবারের সদস্যরা তাদের সাথে যোগাযোগ করতে না পারায়, পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরীও করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে ৫ জন বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কৃষ্ণপুরের বাসিন্দা ও একজন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ছিলেন। সিকিম বিপর্যয়ের পর থেকেই উৎকন্ঠায় ছিল পরিবারের সদস্যরা। অবশেষে বাড়ি ফিরে আসায় উৎকণ্ঠার অবসান। আজ ওই পরিবারগুলির সঙ্গে দেখা করতে আসেন তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফিরে আসা শ্রমিকরা জানান, সিকিমে ভারত চীন সীমান্তে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন নি। গত শুক্রবার সীমান্ত এলাকা থেকে নীচে নেমে আসার পর ফোনে যোগাযোগ করতে পারেন।এদিকে, সিকিম বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিলেন। এদিন শ্রমিকরা ফিরে আসায় হাসি ফুটেছে সদস্যদের মুখে।
Oct 31 2023, 08:16