*পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের*
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের। পঞ্চায়েত মামলা এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট । মঙ্গলবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় ।
মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট করতে হবে। খারিজ হয়ে গেল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি। বিচারপতি বিভি নাগরত্ন মঙ্গলবার রাজ্য সরকারকে প্রশ্ন করেন ,'আপনারা ৫ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন । তাই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
এই বাহিনীর খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার । তাহলে রাজ্য সরকারের অসুবিধা কোথায় ?' এই প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানান, 'রাজ্যের পুলিশ দিয়েই নির্বাচন সম্পন্ন করা যাবে । কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই । সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে পরিকল্পনা বদল করতে হবে। ' তবে এদিন সর্বোচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে আইনজীবী ছিলেন মীনাক্ষী অরোরা। বিচারপতি নাগরত্ন এদিন তাঁর উদ্দেশে প্রশ্ন করেন, আপনাদের কাজ তো সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট করানো। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর আপনারা তা পালন করলেন না কেন? বাহিনী কোথা থেকে আসবে সেটা তো আপনাদের দেখার কথা নয়।’ প্রায় দু’ঘণ্টা ধরে শুনানি চলার পর বিচারপতি নাগরত্ন বলেন, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য নির্বাচন কমিশন যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে, তার কোনও যৌক্তিকতা রয়েছে বলে আদালত মনে করছে না। তাই তা খারিজ করে দেওয়া হল। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাই বহাল থাকবে। অন্যদিকে রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট গ্রহণ হোক সেই দাবিতে রাজ্যের বিরোধী দলগুলি সরব হয়েছিল । ইতিমধ্যেই , পঞ্চায়েত মামলা নিয়ে হাই কোর্টের বৃস্পতিবারের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ‘ক্যাভিয়েট’ দাখিল করেন শুভেন্দু এবং দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ডালু। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিজেপির হয়ে সওয়াল করছেন আইনজীবী হরিশ সালভে।
Jun 20 2023, 17:12