/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান* West Bengal Bangla
*৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান*

বাঁকুড়াঃ আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে শাসক শিবিরে ভাঙ্গন অব্যাহত বাঁকুড়ায়। এবার সোনামুখীর পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের আশুদি গ্রামের তৃণমূল কর্মী, সমর্থক ৫০ টি পরিবার তাদের দলে যোগ দিলেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। ঐ গ্রামে দলত্যাগী তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী।

প্রসঙ্গত, বিষ্ণুপুর মহকুমা এলাকার জয়পুর, কোতুলপুর, পাত্রসায়র ও ইন্দাস ব্লকের সিংহভাগ আসনে তৃণমূল বিনাপ্রতিদ্বন্দিতায় জয়ী হলেও সোনামুখীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরী হয়েছে। এই অবস্থায় শাসক দলে ভাঙ্গন ধরিয়ে নিজেদের পায়ের তলার মাটি আরো বেশী শক্ত করলো বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামি বলেন, আশুদি গ্রামে আমাদের এক সভায় ৫০ টি পরিবার তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগ দিলেন। শাসক দলের লাগামহীন সন্ত্রাস, বিরোধীদের মনোনয়নপত্র জমা না দিতে দেওয়া সহ বেশ কিছু কারণে বীতশ্রদ্ধ হয়ে মানুষ ঐ দল ছাড়ছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে তৃণমূল নেতা শুভাশীষ বটব্যালের দাবি বিজেপি অধিকাংশ জায়গায় প্রার্থীই দিতে পারছেনা। সেখানে মানুষ এতো বোকা নয় যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে। পুরো বিষয়টি সাজানো। আর এভাবেই মানুষকে ওঁরা বিভ্রান্ত করতে চাইছেন বলে তিনি দাবি করেন।

মঙ্গলবার সুপ্রিমে রাজ্য-কমিশনের বাহিনী আবেদনের শুনানি

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির চিত্র ফুটে উঠেছে । এই অবস্থায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে , হাইকোর্টের এই নির্দেশকে মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টের মামলা দায় করেছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন । রাজ্য সরকার ও কমিশনের সেই আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এর আগে হাই কোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যের সর্বত্র জওয়ানদের মোতায়েন করতে হবে।

তবে সেই সময়সীমা পার করে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী চায়নি কমিশন। এই আবহে শীর্ষ আদালতে কমিশনের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্য সরকারের। সেই দায়িত্ব আমাদের নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ এই মামলাটি ওঠে বলে জানা গেছে । অন্যদিকে সোমবার সকালে রাজ্য নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত শুনানির আবেদন পেশ করা হয়।

তবে কমিশনের আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ‘‘৪৮ ঘণ্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাই কোর্টে গিয়ে বলুন। সেখানে সময় চান।’’ উল্লেখ্য , এই পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে পুলিশ এনে ভোট করাতে রাজি নির্বাচন কমিশন ।তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। এই নিয়ে এবার সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই নজর সবার।

নওসাদ সিদ্দিকিকে 'Z' ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের

ভাঙড়ের আইএসএফ নেতা ও বিধায়ক নওসাদ সিদ্দিকিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে লিখিত আবেদন করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আটচল্লিশ ঘণ্টার মধ্যেই তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বঙ্গ বিজেপি নেতৃত্বের সুপারিশেই তড়িঘড়ি নৌশাদকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলেই বিজেপি বিধায়কদের মতোই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবেন রাজ্যের একমাত্র বাম সমর্থিত আইএসএফ বিধায়ক নৌশাদ। অন্যদিকে ভাঙড়ে অশান্তির পর রাজ্যের পক্ষ থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে পারেন বিধায়ক শওকত মোল্লাও। গত শনিবারই নওসাদ বলেছেন, “পঞ্চায়েত ভোট চলছে। তৃণমূল এই সময়ে আমার মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু আমি এখন এসবের দিকে তাকাচ্ছি না। ভোটের পর আইনজীবীদের পরামর্শ নিয়ে যা করার তা করব।”এই ঘটনার পরই বাম, কংগ্রেস, বিজেপি ও আইএসএফ জোট আরও স্পষ্ট হচ্ছে বলেও দাবি জোড়াফুল শিবিরের। তবে , নৌশাদ সিদ্দিকি যদি কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পান তাহলে বাংলায় বিজেপি বিধায়কদের মতোই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবেন রাজ্যের একমাত্র বাম সমর্থিত আইএসএফ বিধায়ক নৌশাদ। এই নিরাপত্তার পর এখন প্রশ্ন তাহলে কি বাংলায় প্রকাশ্যেই দু’দলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে ?

*চরম গরমে হাঁসফাঁস করবে বঙ্গবাসী! জেনে নিন আজকের আবহাওয়া*


গত সপ্তাহ থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাংশ। শনিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরের অনেক জায়গায়। তবে অন্যদিকে চরম গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গবাসীর। সপ্তাহের শুরুতেই উত্তরে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপর থেকেই মাঝারি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে সূর্য। দেখা নেই বর্ষার। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের বিলম্ব, এবার কারণ জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গের মালদায় আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও ধরা দিল না। তবে খুব শীঘ্রই পরস্থিতির বদল হতে চলেছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২১ জুনের মধ্যে ঢুকছে বর্ষা। তারপর থেকে আস্তে আস্তে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দুদিন থেকে কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষও। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৯শে জুন ( সোমবার)*


মেষ রাশি: আপনি আজ কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পেয়ে যাবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ মাথা ঠান্ডা রেখে কথা বলুন। সময়ের সঠিক ব্যবহার আজ থেকেই করতে শিখুন। আপনি আজ কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হবেন।

বৃষ রাশি: আজ কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি, যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। আজ আপনার কোনো অকপট এবং নির্ভীক মতামত আপনার একজন বন্ধুর অহঙ্কারে সরাসরি আঘাত করতে পারে। অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া আজ বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আপনি আজ পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি পারিবারিক কোনো চিন্তার কারণে মানসিক চাপের মধ্যে থাকতে পারেন। কর্মক্ষেত্রে আজ প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। বহুদিন পর আজ আপনার এমন কোনো ব্যক্তির সাথে দেখা হবে যাঁর সাথে আপনি অতীতের স্মৃতি রোমন্থন করতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। বাড়িতে আজ কিছু ভালো খাবার রান্না হতে পারে।

কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ সবাইকে আকৃষ্ট করবে। ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ নিরাপদ জায়গায় রাখতে হবে। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। অফিসের কাজ দ্রুত শেষ করে আপনি আজ তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। আজ কোনো পারিবারিক উত্তেজনায় মাথা গরম করে ফেলবেন না। বরং বিষয়টিকে সমাধানের চেষ্টা করুন। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যে নাগাদ কোনো কারণবশত আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারেন। কেউ কেউ আজ লাইব্রেরিতে গিয়ে পড়াশোনাও করতে পারেন।

কন্যা রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং গোপনীয়তা বজায় রাখুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দিন। প্রেমের জীবনে আজ আপনি কোনো অবিশ্বাস্য চমকের সম্মুখীন হবেন। এই রাশির প্রবীণ ব্যক্তিরা আজ তাঁদের পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করলে আপনার আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে।

তুলা রাশি: বন্ধুরা সন্ধ্যে নাগাদ কোনো আকর্ষণীয় পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবেন। আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। কোনো অপরিচিত ব্যক্তির কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। আজ আপনি শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। অর্ধাঙ্গিনীর কাছ থেকে আজ আপনি কোনো চমক পেতে পারেন।

বৃশ্চিক রাশি: আজ যদি আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে সতর্কতার সাথে অর্থব্যয় করুন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বন্ধুরা আপনার প্রশংসা করবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাগুলিকে আজ অবশ্যই অগ্রাধিকার দিন। শিশুদের সাথে আজ কিছু সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত সেটিকে কাজে লাগাতে পারবেন না।

ধনু রাশি: আজ কাউকে প্রভাবিত করার জন্য অত্যধিক খরচ করবেন না। শরীর সুস্থ রাখতে খাওয়াদাওয়ার প্রতি সতর্ক থাকুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো চমক বা উপহার পেতে পারেন। বন্ধুদের সাথে আজ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: নিজের স্বাস্থ্যের প্রতি আজ যত্নশীল হন। এমনকি, কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার ভালোবাসার মানুষটি আজ তাঁর কোনো পারিবারিক সমস্যার কারণে অত্যন্ত রেগে থাকতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। আপনি আজ কোনো আত্মীয়ের বাড়িতে গেলেও সেখানে কোনো কথা আপনার খারাপ লাগায় আপনি দ্রুত বাড়ি ফিরে আসতে পারেন।

কুম্ভ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। আপনি আজ কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সবার সাথে আজ সংযত হয়ে কথা বলুন। আজ আপনি কোনো বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে।

মীন রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের কোনো সদস্যের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন।

*কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ*

 পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিচালিত হওয়া উচিত , এবার এই দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ । কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন সদস্যরা। ভোটকেন্দ্রের কর্মীরা তাদের অবস্থানের রূপরেখা দিয়ে নির্বাচন কমিশনে একটি ইমেল পাঠানোর পরিকল্পনা করছেন। কয়েক হাজার ইমেল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্য পুলিশের আস্থা নেই। আর সেই কথাই তারা কমিশনের দফতরে জানিয়ে মেল করতে চলেছেন। গণস্বাক্ষর নেওয়ার পর দেওয়া হবে ডেপুটেশন। জানা গিয়েছে ,নির্বাচন নিয়ে তারা রাজ্যপালেরও দারস্থ হতে চলেছেন। 

অন্যদিকে বিভিন্ন জেলার প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতেই প্রতিবাদ করবেন যৌথ মঞ্চের প্রতিবাদীরা। গণস্বাক্ষরও নেওয়া হবে। তাদের দাবি, শুধু ভোটার নয়, যাঁরা ভোট দিতে যাবেন, তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে , বিভিন্ন জেলার প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতেই প্রতিবাদ করবেন যৌথ মঞ্চের প্রতিবাদীরা। গণস্বাক্ষরও নেওয়া হবে। তাদের দাবি, শুধু ভোটার নয়, যাঁরা ভোট দিতে যাবেন, তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যৌথ মঞ্চের এক সদস্য বলেছেন, “ইতিমধ্যেই ৬ জনের প্রাণ গিয়েছে। তাই আমাদের স্পষ্ট দাবি ভোট কেন্দ্রে এবং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাচ্ছি না। আগামী ২৫ জুন এর জন্য আমরা মহামিছিলের ডাক দিয়েছি।”

*শিলিগুড়ির বাগডোগরায় 'মন কি বাত' অনুষ্ঠানের আয়োজন বিজেপির*


রবিবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরায় 'মন কি বাত' অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন,দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা,জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়,বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস সহ একাধিক বিজেপির নেতা কর্মী। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সাংবাদিকদের বলেন," মন কি বাত" অনুষ্ঠান শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই শোনা যায়"।

*নির্বাচনী প্রচারে নামলেন তেঁতুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী*

মথুরাপুর এক নম্বর ব্লকের তেঁতুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমির হোসেন লস্কর। রবিবার সকাল থেকেই তিনি মানুষের বাড়িতে বাড়িতে যান মানুষের সাথে কথা বলেন জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। দীর্ঘ দশ বছর ধরে তিনি এই পঞ্চায়েতের জয়ী প্রার্থী। আর এবারেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী।

*প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে সরব বিজেপি বিধায়ক সহ কর্মী সংগঠকরা*



নদীয়ার গাংনাপুর থানা এলাকার দেবগ্রাম পঞ্চায়েতে পাঁচ বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়ক সহ কর্মী সংগঠকদের।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হিংসার রাজনীতি গোটা রাজ্যে অভিযোগ রাজ্যের বিরোধীদল বিজেপির ।বিরোধীদের নমিনেশন তোলার হুমকি ও ভাঙচুর রাজ্যজুড়ে শাসক দলের বিরুদ্ধে ।নদীয়ার গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত বিরোধী বিজেপি প্রার্থীদের বাড়িতে ভাঙচুর ও নমিনেশন তুলতে বলে প্রাণনাশের হুমকি দেয় রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আতঙ্কে বিরোধী প্রার্থীরা,পুলিশকে জানিয়েও দেখা নেই পুলিশের । তারই প্রতিবাদে গাংনাপুর থানার কাছে অবরোধ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ রাস্তা অবরোধ উপস্থিত আছে বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জী। অভিযোগ যতক্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার বা দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে বলে জানালেন।

*মৃত তৃণমূল নেতার বাড়িতে আব্দুর রহিম বক্সী*

মালদা:- মৃত তৃণমূল নেতার বাড়িতে গেলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন ২৪ ঘণ্টার মধ্যে কালিয়াচকের খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা না হলে দ্বিতীয় পথ গ্রহণ করতে বাধ্য থাকবে তৃণমূল, হুঁশিয়ারী জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। বিরোধীরা ভেবেছে তৃণমূল দুর্বল হয়ে গেছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করানোর চেষ্টা করছি।