*পূর্বে মনোনয়নে শাসকদল তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে বিজেপি,বিরোধীদের করা অভিযোগকে কটাক্ষ তৃণমূলের*
পূর্ব মেদিনীপুর: ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমাকে ঘিরে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ জমা হয় শাসকদল তৃণমূল তাদের প্রার্থীদের মনোনয়ন করতে দিচ্ছে হ না, বাধা দেওয়া হচ্ছে। গত ১৫ ই জুলাই মনোনয়ন জমা শেষ হয়েছে। দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদল তৃণমূল থেকে বেশি মনোনয়ন জমা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মনোনয়ন জমার পরিসংখ্যান
গ্রাম পঞ্চায়েত:-
মোট- ১৪৫৬৬ টি যার মধ্যে-
বিজেপি- ৪৮৪৩টি।
সিপিআইএম- ২৮৮৮টি।
কংগ্রেস -৩০৩ টি।
তৃণমূল -৪৮০৭টি।
তৃণমূলের থেকে ৩৬ টি বেশি জমা করেছে।
পঞ্চায়েত সমিতি:-
মোট- ২৮২২ টি যার মধ্যে-
বিজেপি- ৮৯৩টি।
সিপিআইএম- ৫৮২টি।
কংগ্রেস -৩০৩ টি।
তৃণমূল -৮০৫টি।
তৃণমূলের থেকে ৮৮টি বেশি জমা করেছে।
জেলা পরিষদ:-
মোট- ৪০৩টি যার মধ্যে-
বিজেপি- ৯৫টি।
সিপিআইএম- ৬২টি।
কংগ্রেস - ৫৭টি।
তৃণমূল -৭৬টি।
তৃণমূলের থেকে ১৯ টি বেশি জমা করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি জানান, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন জমা করার বাধা দেওয়া চেস্টা করে সেই বাধা টোপকে আমরা মনোনয়ন জমা করেছি। তার জন্য আমাদের মনোনীত প্রার্থী,নেতৃত্ব ও কর্মীদের আহত হতে হয়েছে।
বিজেপির করা অভিযোকে কটাক্ষ করে তৃণমূলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, বিজেপি যে অভিযোগ, বা বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি করে দেখানো চেস্টা করছে সবটাই দেখানোর জন্য। যদি বাধা দেওয়া হতো তাহলে প্রয়োজনের থেকে অনেক বেশি মনোনয়ন জমা করলো কিভাবে? মানুষ ওদের সাথে নেই। যে কয়েকজন আছে তাদের দিয়ে অভিনয় করে নির্বাচনের প্রক্রিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করার চেস্টা ছাড়া কিছু না।
Jun 18 2023, 17:50