*টবের মধ্যেই বিশ্বের সব থেকে দামি প্রজাতির মিয়াজাকি আম*
বিশ্বের সব থেকে দামি প্রজাতির মধ্যে একটি আমের নাম হল মিয়াজাকি আম। এই আমের আন্তর্জাতিক বাজারের মূল্য কয়েক লক্ষেরও বেশি। সম্প্রতি এই আমের ফলন মালদহে শুরু হয়েছে। তবে বাগানে নয় একজনের বাড়ির ছাদের টবে। ইতিমধ্যেই টবে ওই আম গাছ লাগিয়ে ফলও পেয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী প্রবীর রঞ্জন দাস তার বাড়ির ছাদে জাপানি আম মিয়াজাকি লাগিয়েছিলেন। তিনি মালদা শহরের ইংরেজ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা।
পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও জাপানি মিয়াজাকি আম চাষ যে সম্ভব তার উদাহরণ প্রবীর রঞ্জন দাসের বাড়িতে বেড়ে ওঠা এই মিয়াজাকি আম। বর্তমানে ওই ব্যবসায়ীর বাড়িতে দুটি মিয়াজাকি গাছ রয়েছে। তিনি জানান গত বছর ৮০০ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে একটি চারা গাছ কিনে বাড়ির ছাদে টবে লাগিয়েছিলাম। আরেকটি এবছরই লাগিয়েছি। গত বছরের লাগানো গাছটি এক বছরের মধ্যেই অনেকটাই বেড়ে উঠেছে। এবছর ফলন হয়েছে তিনটি মিয়াজাকি আমের। তার মধ্যে এখনো দুটি রয়েছে গাছে এবং একটি খেয়েছি। স্বাদ মাখনের মত। এক বছরের মধ্যে অনেকটাই বেড়ে উঠেছে গাছটি। এবছর তিনটি ফলন হয়েছে। এক একটি মিয়াজাকি আমের ওজন প্রায় ৫০০ গ্রাম। আন্তর্জাতিক বাজার মুল্য প্রতি কেজি প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা।
শুধুমাত্র গোবর সার দিয়েই তিনি মিয়াজাকি আমের ফলন হয়েছে। তার পাশাপাশি তিনি জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন এই আম চাষ করে অনেকটাই লাভবান হওয়া সম্ভব তাই মিয়াজাকি আমের চাষ করার আহ্বান জানান। যদিও তিনি মিয়াজাকি আম বিক্রির উদ্দেশ্যে নয় বাড়িতে সপরিবারে খাবার উদ্দেশ্যেই চাষ করেছেন।
![]()







Jun 17 2023, 12:39
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
5.8k