*পঞ্চায়েত ভোটের কী বিজেপিকে চাপে ফেলবে বাম-কংগ্রেস!*
বৃহস্পতিবার শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি পরিসংখ্যা পেশ করেছে । পরিসংখ্যায় দেখা গেছে , জেলা পরিষদে তৃণমূলের ১০৭৯, বিজেপির ১০৫৮, সিপিএমের ৮৩৪, কংগ্রেসের ৭৪১ এবং আইএসএফের ৬৩১ জন মনোনয়ন জমা দিয়েছে । অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১১৫২৭, বিজেপি ৮৮৮২, সিপিএম ৭৩৮৩,কংগ্রেস ২৮০৪ এবং আইএসএফের ১৭৫২ জন মনোনয়ন জমা করেছে । অন্যদিকে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৭৩২১১,বিজেপি ৪৬৩৮১, সিপিএম ৪০৪২৯, কংগ্রেস ১৪২০৫ এবং আইএসএফের ৭৫২৮৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে ।
পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে , তৃণমূলের থেকে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে ৮৫,৮১৭ জন , বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছে ৫৬,৩২১জন , কংগ্রেসের তরফে মনোনয়ন জমা দিয়েছে ১৭,৭৫০জন এবং সিপিএমের তরফ থেকে মনোনয়ন জমা পড়েছে ৪৮,৬৪৬জন । সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি । কমিশন জানিয়েছ, এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। ফাইনাল ফিগারে এর সামান্য হেরফের হতে পারে। প্রাথমিকভাবে এই তথ্য থেকে বোঝা যাচ্ছে , বাম-কংগ্রেস জোটবদ্ধ হলে বিজেপির পক্ষে পঞ্চায়েত নির্বাচনে বেশ চাপে পড়তে হবে । মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে রয়েছে তৃণমূল , দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিএম ।
Jun 17 2023, 09:17