/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার West Bengal Bangla
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার


ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

তবে , হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সিদ্ধান্ত ইতিমধ্যেই পুনর্বিবেচনা করার আবেদন করেছে রাজ্য সরকার। সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। যা নিয়েও অমিত শাহকে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত। পাশাপাশি বীরভূমে তৃণমূলের পার্টি অফিসের পাশে থাকা এক বাড়ি থেকে বোমা উদ্ধারের কথাও এই চিঠিতে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ করেছেন ভাঙড়, চোপড়ার অশান্তির খবরও। ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের এই চিঠি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তবে , এই চিঠি নিয়ে রাজ্য সরকার কোন মন্তব্য করে নি ।

*কমিশনের তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্র*


কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্রের তালিকা-

জেলা পরিষদ: তৃণমূল- ১০৭৯, বিজেপি- ১০৫৮, সিপিএম-৮৩৪, কংগ্রেস-৭৪১,আইএসএফ-৬৩১

পঞ্চায়েত সমিতি: তৃণমূল- ১১৫২৭, বিজেপি-৮৮৮২, সিপিএম-৭৩৮৩,কংগ্রেস- ২৮০৪,আইএসএফ-১৭৫২

গ্রাম পঞ্চায়েত: তৃণমূল- ৭৩২১১,বিজেপি-৪৬৩৮১, সিপিএম-৪০৪২৯, কংগ্রেস-১৪২০৫,আইএসএফ-৭৫২৮৫

পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল।

তৃণমূলের প্রার্থী হতে মনোনয়ন জমা পড়েছে ৮৫,৮১৭টি

রাজ্যে বিজেপির মনোনয়ন ৫৬,৩২১টি

সিপিএম ৪৮,৬৪৬।

কংগ্রেস জমা দিয়েছে ১৭,৭৫০টি মনোনয়ন।

মোট নির্দল প্রার্থী ১৬,২৯৩

অন্যান্যদের ১১,৬৩৭টি মনোনয়ন জমা পড়েছে।

সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি।

"কমিশনের তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্র*

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জমা হওয়া পঞ্চায়েতের মনোনয়নপত্রের তালিকা-

জেলা পরিষদ: তৃণমূল- ১০৭৯, বিজেপি- ১০৫৮, সিপিএম-৮৩৪, কংগ্রেস-৭৪১,আইএসএফ-৬৩১

পঞ্চায়েত সমিতি: তৃণমূল- ১১৫২৭, বিজেপি-৮৮৮২, সিপিএম-৭৩৮৩,কংগ্রেস- ২৮০৪,আইএসএফ-১৭৫২

গ্রাম পঞ্চায়েত: তৃণমূল- ৭৩২১১,বিজেপি-৪৬৩৮১, সিপিএম-৪০৪২৯, কংগ্রেস-১৪২০৫,আইএসএফ-৭৫২৮৫

পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল।

তৃণমূলের প্রার্থী হতে মনোনয়ন জমা পড়েছে ৮৫,৮১৭টি

রাজ্যে বিজেপির মনোনয়ন ৫৬,৩২১টি

সিপিএম ৪৮,৬৪৬।

 কংগ্রেস জমা দিয়েছে ১৭,৭৫০টি মনোনয়ন।

 মোট নির্দল প্রার্থী ১৬,২৯৩ 

অন্যান্যদের ১১,৬৩৭টি মনোনয়ন জমা পড়েছে।

 সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি।

*এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে বাংলায় হয়নিঃ মমতা*


শুক্রবার কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচির সমাপ্তি সমাবেশে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরব হয়েছেন । দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে অভিষেকের সভায় বক্তব্য রাখেন মমতা। সেই সভা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একই বন্ধনে রেখে আক্রমণ করেছেন তিনি। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি আইএসএফ-ও। মুখ্যমন্ত্রী বলেন, ' এখন হঠাৎ করে বলা হচ্ছে সারা বাংলাতে সেন্ট্রাল ফোর্স দাও। বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুঁতো খুঁজছে কেন্দ্রীয় সরকার। কোনও রাজ্যে এত শান্তিতে কেউ মনোনয়ন জমা দিতে পারেনি। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে বাংলায় হয়নি। চারটে দল এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মনিপুরে গিয়েছিল কী হয়েছে? কোনও রাজ্য আমাকে দেখান তো এত মনোনয়ন পঞ্চায়েত নির্বাচনে দিতে পেরেছে কিনা। ভাঙড়ের ঘটনা গুন্ডারা করেছে। কী করেছে তোমার সেন্ট্রাল ফোর্স?‌ ২০০৩ সালে ৭০ জন খুন হয়েছিল। বিএসএফ গুলি করলে কোথায় থাকে তোমার সেন্ট্রাল ফোর্স?‌ কোচবিহার শীতলকুচিতে চারজনকে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী।সেন্ট্রাল ফোর্স কাঁচকলা করবে।'

মমতার বক্তব্য পরিষ্কার, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল আতঙ্কিত নয়। কারণ, তৃণমূলের জয়ের ব্যাপারে সংশয় নেই। কিন্তু অন্য রাজ্যে স্থানীয় প্রশাসনের নির্বাচন যখন সেই রাজ্যের পুলিশ পরিচালনা করে, তখন বাংলায় কেন কেন্দ্রীয় বাহিনী? শুধু নির্বাচন নিয়েও নয় মুখ্যমন্ত্রী এদিন পরিবারতন্ত্র নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তার জবাবও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

*মনোনয়ন অশান্তিতে প্রাণহানির খবরই নেই কমিশনের কাছে!*


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিয়েছিল গ্রামবাংলা । মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে । এই ভয়াবহতার জেরে প্রাণ হারিয়েছে ৫ জন । অন্যদিকে রাজ্য সরকারি সূত্রে পাঁচ জনের মৃত্যুর খবর স্বীকার করা হলেও, রাতে কমিশনের দাবি, নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা পুলিশ অন্তত তাদের জানায়নি। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে , মনোনয়ন জমা দেওয়ার ৬ দিনের মধ্যে ৯০ জন আহত হয়েছে । এছাড়াও ৩০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬টি বোমা উদ্ধার হয়েছে।

কমিশন জানিয়েছে, জামিন অযোগ্য ধারায় ১৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট আসন সংখ্যা ৭৩,৮৮৭ এবং ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ,শেষ ২ দিনে মনোনয়ন পত্র জমা দিয়ে বিরোধীদের টক্কর দিল শাসক দল । মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে বামেরা । অন্যদিকে , এই অল্প সময় শাসক দল কিভাবে এত মনোনয়ন দিল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলের একাংশ । তবে , এই নিয়ে এখনও পর্যন্ত শাসক দল কোন মন্তব্য করেনি ।

*কোন কোন জেলায় জারি হল ঝড়-বৃষ্টির সতর্কতা,জেনে নিন আজকের আবহাওয়া*


দীর্ঘ অপেক্ষার পর বঙ্গে বর্ষার দেখা মিলেছে। সোমবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপর থেকেই মাঝারি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণের বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছু দিন। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের পরেই ঢুকছে বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ১৮ থেকে ২১ জুনের মধ্যে ঢুকছে বর্ষা। আজ রাজ্যে সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১ ৬ ই জুন ( শুক্রবার) *


মেষ: কারোর প্রেমে পড়তে পারেন আজ। আপনার স্পষ্টবাদিতা আজ আপনার অনেক কাছের মানুষকে দূরে সরিয়ে দিতে পারে। তাই কথাবার্তা বলার সময় সংযত থাকুন। কাজের জায়গায় নতুন কিছু হতে পারে আজ।

বৃষ: ব্যবসায়িক লাভের দিকে নজর দিন। নিজের সমস্ত গুনগুলিকে বিকষিত করার চেষ্টা করুন। সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটান।স্ত্রী-র শরীরের যত্ন নিন। শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন।

মিথুন: নতুন প্রযুক্তি তাড়াতাড়ি শিখে নেওয়া দরকার। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়া থাকবে। পরিবারের শান্তি বজায় থাকবে। অসুস্থতা নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না। চারিদিকে বিরোধিতা থাকলেও আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।

কর্কট: কর্মক্ষেত্রে নতুন ধারণা প্রয়োগ করতে পারেন। চারিদিকে বিভিন্ন ঘটনার উত্তেজনা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে। ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার আলাপ হতে পারে।

সিংহ: অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ আপনার কাজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কাজের শেষে একান্তে কিছু সময় কাটান। আপনার রসিক মনোভাব সকলকে খুশি করবে। কিছু জরুরি সিদ্ধান্ত নিতে মানসিক চাপে থাকবেন।

কন্যা: কর্মক্ষেত্রে সতর্ক হয়ে কাজ করুন। না হলে সমস্যায় পড়বেন। অবসর সময় শিশুদের সাথে কাটিয়ে মনে শান্তি পাবেন। ধার নেওয়া টাকা আজ ফেরত দিতে হবে। নেশা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এর ফলে আপনার শক্তি বাড়বে।

তুলা: অধৈর্য হয়ে কাউকে খারাপ কথা বলবেন না। পরিবারের সমর্থনে কাজে সাফল্য আসবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ভাগ্যের হাতে ছেড়ে দিলে খারাপ পরিস্থিতিতে পড়তে হতে পারে। পারিবারিক ও পেশাগত ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন।

বৃশ্চিক: আপনার যোগাযোগের দক্ষতায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুরোনো মানুষদের সঙ্গে দেখা করুন। ভালোবাসার মানুষের থেকে উপহার পাবেন।- না মেটা সমস্যাতে আজ প্রচুর টাকা খরচ হয়ে যাবে।

ধনু: বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানেরা অবাধ্য হওয়ায় মানসিক ভাবে উদ্বেগে থাকবেন। ভালবাসার সঙ্গীর সাথে আপনার ভালো সময় কাটবে। প্রকৃত প্রেমের অভাবে আজ আপনি হতাশ বোধ করবেন।

মকর: পরিশ্রমের সুফল পাবেন। শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা দুর্বল করে দিতে পারে। দায়িত্ব পালনে সমস্যার মুখে পড়তে পারেন। প্রেমিকা খারাপ কথা বললেও সংযত থাকুন। মামার বাড়ির থেকে আজ আর্থিক সাহায্য পেতে পারেন।

কুম্ভ: ব্যয় নিয়ন্ত্রণ করায় সঞ্চয় বাড়বে। ধ্যানের মধ্যে দিয়ে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। অকারণ অর্থ ব্যয় রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনার জীবনের সমস্যাগুলি নিয়ে পরিবারের সকলের সাথে আলোচনা করুন।

মীন: কাজের মধ্যে ডুবে থাকুন। শরীর মন ভালো থাকবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে মাদকের প্রতি আসক্ত হতে পড়বেন না। ঘৃণার মনোভাব পরিত্যাগ করুন। গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিন। ভালো কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে।

*চোপড়ার ঘটনায় তৃণমূলের যোগ নেই, বললেন মুখ্যমন্ত্রী*


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড় । এবার এই ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এক আইএসএফ কর্মী খুনের ঘটনাও ঘটে গিয়েছে।এদিন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মমতা বলেন, “ভাঙড়ে যারা বিরোধী, নতুন জিতেছে, তারাই ভাঙচুর করেছে প্রথম।আজকের ঘটনা প্রসঙ্গে পুরোটা জানি না। কিন্তু, যতটা শুনেছি তার উপর ভিত্তি করে প্রশাসনকে বলেছি শক্তহাতে ব্যবস্থা নিতে।” পাশাপাশি সংখ্যালঘুদের ‘ভাই-বোন’ সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তাঁদের একাংশকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।”

অন্যদিকে বুধবার যখন ভাঙড় তপ্ত তখন নবান্নে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নওসাদ। কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি। তা নিয়েও বৃহস্পতিবার মমতা বলেন, ‘আজ কী হয়েছে আমি জানি না। আমি রাস্তায় ছিলাম। যাই হয়ে থাক, পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।’ উল্লেখ্য , মনোনয়নের শেষ দিনে শুধু ভাঙড় নয়। মনোনয়নের শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়াও রক্তে ভেসেছে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গিয়েছে এক সিপিএম কর্মীর। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিন বাম-কংগ্রেসকর্মী। এদিন চোপড়ার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

*বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়,জেনে নিন আজকের আবহাওয়া*


বঙ্গে বর্ষা এল। গত সোমবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সোম, মঙ্গল দুদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। বৃহস্পতিবার ও অনেক জায়গায় মেঘলা আকাশ। সূর্যের দাপটও অনেকটাই কম। আর এবার দক্ষিণবঙ্গের পালা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিকেলে দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।

এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে দক্ষিণের বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছু দিন। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের পরেই ঢুকছে বর্ষা। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১ ৫ ই জুন ( বৃহস্পতিবার) *


মেষ: আজ সঞ্চয় বাড়বে। আদালতে মামলায় জয় হবে আপনার। নিরর্থক বিরোধে জড়াবেন না। অন্যের কথায় বিনিয়োগে ক্ষতি হতে পারে। উদ্ভাবনী চিন্তায় কিছু বাড়তি রোজগার হতে পারেl

বৃষ: গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। কর্মক্ষত্রে সুফল পাবেন। প্রবীণদের পরামর্শে উপকার হবে। কাছের মানুষের বিরুদ্ধে মামলায় খরচ হতে পারেl

মিথুন: বাড়িতে পরিজনদের আমন্ত্রণ করতে পারেন। সকলের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিন। যোগ ব্যয়াম ও ধ্যান আপনার মনে শান্তি আনবে । জমি বা বাড়িতে বিনিয়োগ করতে পারেনl

কর্কট: জমানো টাকা খরচ হবে পরিবারের বিপদে। কারও সঙ্গে কথা বলে সময় নষ্ট করবেন না। প্রবীণদের আশীর্বাদে পরিস্থিতি অনুকূল। কর্মক্ষেত্রে সাফল্য। ব্যয় নিয়ন্ত্রণ করুনl

সিংহ: বেহিসেবি চালচলন বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হবে। আজ ভালো কাজের সুযোগ আসবে। কোনও বড় অর্ডার পেতে পারেন। সমাজের কাজে যুক্ত হন। সকলের জন্য কিছু করলে খুশি হবেনl

কন্যা: অকারণ দুশ্চিন্তায় শরীর খারাপ হতে পারে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে আজ ভালো দিন। বাড়িতে নতুন কিছু করার আগে সকলের অনুমতি নিন। নেশার দ্রব্য থেকে দূরে থাকুনl

তুলা: আনন্দময় সময় কাটবে। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। সামাজিক কাজে যুক্ত থাকতে পারেনl

বৃশ্চিক: আর্থিক সমস্যা মিটে যাবে। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনার জ্ঞান এবং রসিক মনোভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবেl

ধনু: আপনার কিছু বদঅভ্যাসের জন্য আজ খেসারত দিতে হতে পারে। সঠিক পদ্ধতিতে সঞ্চয়ের উপায় শিখুন। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন। কারওকে টাকা ধার দিলে পরে ক্ষতি হতে পারেl

মকর: পরিবারের চিকিৎসার জন্য খরচ বাড়বে। বিনিয়োগ থেকে আজ লাভ আসবে। বন্ধুদের সাথে কোথাও খেলতে যেতে পারেন। ব্যায়াম এবং ধ্যান আনন্দের উৎস হবে। অসুস্থতা কাটিয়ে উঠবেন।

কুম্ভ: আপনার চিন্তাভাবনার স্রোত বদলে দিতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। ভয়কে জয় করার চেষ্টা করুন। আজ বন্ধুদের সূত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে আলাপ হতে পারেl

মীন: ক্লান্তিবোধ করবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হতে পারে। আপনার কাজ সকলের নজর কাড়বে। নিজের আবেগকে সামলে রাখুনl