/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *खून देंगे नंदीग्राम में चोरों को जगह नहीं देंगे, नंदीग्राम में जुलूस में शुभेंदुर की टिप्पणी* West Bengal Bangla
*खून देंगे नंदीग्राम में चोरों को जगह नहीं देंगे, नंदीग्राम में जुलूस में शुभेंदुर की टिप्पणी*


नंदीग्राम: नंदीग्राम के विधायक और राज्य के विपक्ष के नेता शुवेंदु अधिकारी ने "ममता को वोट नहीं" के नारे के साथ ही "रक्त देबो नंदीग्राम तृणमूल चोर देर जायगा देवो ना" कहकर नंदीग्राम में आंदोलन का सुर तेज कर दिया. शुभवेंदु अधिकारी ने मंगलवार को पंचायत चुनाव के चौथे दिन नंदीग्राम-द्वितीय ब्लॉक के भाजपा प्रत्याशियों के साथ एक रैली के दौरान यह टिप्पणी की।

उन्होंने कहा कि वे नंदीग्राम की 17 ग्राम पंचायतों में से 12 पर कब्जा कर लेंगे. शेष 5 त्रिशंकु होंगे। हम इसे बाद में लेंगे। इस दिन, वाद्य यंत्रों के साथ कारों का एक जुलूस नंदीग्राम-2 ब्लॉक कार्यालय तक जाता था। उसके बाद नियमानुसार भाजपा के प्रत्याशी का नामांकन होता है।

इस दिन सुभेंदु ने यह भी कहा कि जहां भी वोट होगा, ममता बनर्जी हार जाएंगी । आम जनता ममता को नो वोट पर भरोसा जता रही है।

৭০ হাজার যুবককে সরকারি চাকরির উপহার দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাকরি মেলায থেকে ৭০ হাজার যুবককে নিয়োগপত্র বিতরণ করেছেন। এই যুবকদের সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে।

দেশের ৪৩টি স্থানে আয়োজিত এই কর্মসংস্থান মেলার আওতায় এই চাকরি বিতরণ করা হয়েছে। রোজগার মেলা হল কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার অধীনে দ্রুত এবং কোনও ঝামেলা ছাড়াই নিয়োগপত্র দেওয়া হয়। আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে এ কর্মসংস্থান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। একই সাথে, এটি যুবদের তাদের ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ দেবে।

*অস্থায়ী উপাচার্যদের বেতন বন্ধ করে রাজভবনকে কড়া বার্তা রাজ্যের*


ফের শুরু রাজ্য এবং রাজ্যপালের সংঘাত । বর্তমানে রাজ্যে কল্যাণী , যাদবপুর সহ ১৪টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগকে 'বেআইনি' ঘোষণা করে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিল রাজ্য। এই নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, রাজ্য সরকার তাঁদের স্বীকৃতি দিচ্ছে না।

এবার আরও একধাপ এগিয়ে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিল শিক্ষা দফতর। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব রেজিস্ট্রারের কাছে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজভবনের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিক্ষামন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, রাজভবন সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছিলেন ব্রাত্য। উল্লেখ্য , বর্তমানে ১৪ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছে রাজভবন ।

রাজ্যপালের নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের দায়িত্বভার না নেওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। কিন্তু, ব্রাত্যর অনুরোধের তোয়াক্কা না করে একজন ছাড়া বাকি সকলেই উপাচার্য পদের দায়িত্ব নেন। তা নিয়েই বর্তমানে শুরু হয়েছে তরজা । তাই , রাজ্যপালের এই অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে ।

*ভারী থেকে অতি বৃষ্টিতে সম্ভাবনা রাজ্যে! জেনে নিন আজকের আবহাওয়া*


দুদিন থেকে কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে রাজ্যের মানুষ। শুক্রবার থেকে শুরু করে বহু প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলা। তবে এবার রাজ্যে স্থায়ী ভাবে ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকছে ৷

আবহাওয়া সূত্রে খবর, আজ থেকে রাজ্যের ৩ জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দুদিন থেকে দক্ষিণবঙ্গেও দেখা মিলেছে বর্ষণের। তবে সেখানে এখনই কমেনি দহনজ্বালা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও বেশ কিছুদিন। দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না।

রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৩দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস।

*আজকের রাশিফল ১৩ ই জুন ( মঙ্গলবার) *


মেষ : পরিবারের সাথে সমস্যা বাড়তে পারে। নিজের কথায় সংযম রাখুন। কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বুঝেশুনে খরচ করুন। আজ সমস্ত কাজে বিরক্তি থাকবে এবং দেরিও হবে।

বৃষ : স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে আজ। মানসিক চাপে থাকায় সিদ্ধান্ত গ্রহনে অসুবিধা হবে। নতুন প্রকল্প গুলির কাজ কিছুদিনের জন্য স্থগিত রাখাই ভালো। নিজের উপর আস্থা রাখুন।

মিথুন : আজ আপনার অতিরিক্ত খরচ বেড়ে যাবে। খরচ নিয়ন্ত্রণে না এলে আর্থিক সমস্যায় পড়বেন। কোনও ভিড় জায়গায় যাবেননা। তাড়াহুড়ো করে কিছু করবেননা। আজ ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

কর্কট : আজ আপনার পক্ষে শুভ দিন। বাসস্থান বদলানোর প্রয়োজন হতে পারে। কিছু আটকে থাকা টাকা আজ পেয়ে যাবেন। নতুন উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা। সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন।

সিংহ : আজ চাকরির ক্ষেত্রে পদন্নোতি এবং যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজে খুশি হয়ে প্রশংসা করবে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন।

কন্যা : আজ কঠোর পরিশ্রমের পরে সাফল্য পেতে পারেন। বন্ধুদের সাথে অথবা কর্মক্ষেত্রে মতবিরোধ হতে পারে। সংযত থাকুন। পারিবারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখুন। শান্তি পাবেন।

তুলা: আজ চালু থাকা কাজ আটকে যেতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়াও অসম্ভব নয়। তাই নিজেকে কথাবার্তায় সংযত রাখুন। নাহলে অপমানিত হতে পারেন। স্ব্যাস্থের দিকেও নজর দেওয়া দরকার।

বৃশ্চিক : চাকরির ক্ষেত্রে এবং স্ত্রীয়ের সাথে মতানৈক্য আজ বড় আকার ধারণ করতে পারে। তাই সাবধান থাকুন। ব্যবসায়িক অংশীদারের বিরোধিতার কারণে কাজ আটকে থাকতে পারে। অভদ্রতার জন্য অপদস্থ হতে পারেন।

ধনু : আজকের দিন আপনার পক্ষে থাকবে। কর্মক্ষেত্রে পদন্নোতি আশা করতে পারেন। শত্রুরা কোনওরকম ক্ষতি করতে পারবে না। আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। শরীর সুস্থ থাকবে। মনেও শান্তি থাকবে।

মকর : আজ জুয়া খেলা বা কোনও রকম বাজি বা লটারি থেকে নিজেকে বিরত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লোকসান ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের বিরোধের মুখে পড়বেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : আজ সম্পত্তিতে বিনিয়োগ না করাই ভালো। আপনার আত্মবিশ্বাসের অভাবে কিছু প্রকল্প আটকে থাকবে। পরিবারের সদস্যদের সাথে মত না মেলায় স্বাভাবিক শান্তির পরিবেশ ব্যাহত হবে।

মীন : আজ আপনার পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বন্ধুদের থেকেও সহায়তা পাবেন। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সম্মান বাড়বে। উচ্চ আধিকারিকদের সাথে আপনার সম্পর্ক নিবিড় হবে।

*করমন্ডল দুর্ঘটনায় আটক ৩ রেলকর্মী*


করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২ জুন । এই ঘটনার জেরে তদন্তে নামে সিবিআই । এই ভয়াবহ দুর্ঘটনার টানা ১০ দিন পর সোমবার সিবিআই তিনজন রেল কর্মীকে আটক করে । জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে সিবিআই । কোনও যান্ত্রিক, ত্রুটি, সিগন্যাল বিভ্রাট, অন্তর্ঘাত না কি রেলকর্মীর গাফিলতি? ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটে গিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন করা শুরু করেছে সিবিআই । 

উল্লেখ্য , এরআগে একাধিক বার রেল কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছে সিবিআই । অন্যদিকে তদন্তের খাতিরেই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পাইলটদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । অন্যদিকে সিবিআই দলগুলি। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা। ফলে এই তদন্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত বলে জানাচ্ছে রাজনৈতিক দলগুলি। 

গত ২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৮৮ জন এবং আহত হয়েছিলেন ১২০৮ জন । এই ঘটনার জেরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকেই বাহানাগা বাজার স্টেশনে উদ্ধারকাজের তদারকিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ।

*ঠাকুরনগরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি শান্তনু ঠাকুরের*


নবজোয়ার কর্মসূচিতে অভিষেক আসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ঠাকুরনগর। নষ্ট করা হয় সরকারি সম্পত্তি এবং চাঁদপাড়া স্বাস্থ্য কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা এই ঘটনায় পুলিশ আট জনকে গ্রেফতার করে , যার মধ্যে রয়েছে বিজেপির একাধিক কার্যকর্তা ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়,জ্যোতিপ্রিয় মল্লিক,ব্রাত্য বসু সুজিত বসুদের মদতে পুলিশ অনৈতিকভাবে মারধর করে এবং গ্রেফতার করেছে পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবী জানিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ।

রবিবার ঠাকুরনগরের যারা আহত হয় তাদেরকে ভর্তি করা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীসহ বিজেপির বেশ কিছু কর্মকর্তা গেলে পুলিশের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে সেই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জেরে সিবিআই তদন্তের দাবি করল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

*অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্রে জারি ১৪৪ ধারা নির্বাচন কমিশনের*


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে লাগাতার চলছে অশান্তি । তাই এবার অশান্তি রুখতে পথে নামলো নির্বাচন কমিশন । সোমবার থেকে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । সূত্রের খবর, মনোনয়ন কেন্দ্রের মধ্য়ে প্রার্থী সহ মাত্র ২জন ঢুকতে পারবেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনও হিংসা না ছড়ায় সেকারণে এই সিদ্ধান্ত। তাছাড়া মনোনয়নকে কেন্দ্র করে যাতে জমায়েত না হয় সেকারণে কড়়া নির্দেশ। মূলত হিংসা বিহীন ভোট করাটা এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য , জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এইবছর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই রক্ত ঝরেছে বাংলায় । মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। ডোমকলে অস্ত্র সহ ধরা পড়েছিল তৃণমূল নেতা হাসিম মোল্লা। একেবারে বিডিও অফিসের সামনে ধরা পড়েছিলেন। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। তবে গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে শাসকদল। এবার এটাই দেখার ১৪৪ ধারা জারি হওয়ার পর আদৌ কি শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা দিতে পারবে প্রার্থীরা । তবে এই ধারা জারি নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি ।

*পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপির অন্দরে কোন্দল*


পঞ্চায়েত নির্বাচনে এবার প্রার্থী নিয়ে কোন্দল বিজেপির অন্দরে। মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বিজেপির নেতা উকিল মন্ডল এবং বিজেপির বহিস্কৃত নেতা নিতাই মন্ডলের নেতৃত্বে ১২ জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য মনোনয়নের জন্য ডি সি আর কাটলেন নির্দল প্রার্থী হিসেবে। জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভ। আর সেই ক্ষোভ থেকেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত ১২ জন বিজেপি নেতারা।

অন্যদিকে, দলের অন্দরে ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি তাপস গুপ্ত। তাপস গুপ্ত বলেন,দলের অন্দরে ক্ষোভ আছে। বিজেপির মনোভাবাপন্ন কর্মীরা নির্দলে দাঁড়ালে দলের ক্ষতি হবে।তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

ইতিমধ্যেই বিজেপির অন্দরের কোন্দলকে কটাক্ষ করেছে তৃণমূল। পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সুশান্ত কুন্ডু বলেন, এই ঘটনা থেকে প্রমাণ হয় যে বিজেপির অন্দরে কোন্দল আছে। তার কেবলমাত্র তৃণমূলের বিরোধিতা করে চলছে।

*পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা! জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণ ভারতে বর্ষার আগমনবার্তা এসে পৌঁছলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। সোমবার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। স্বস্তির বৃষ্টির আশায় জেলাবাসী। কিন্তু বঙ্গে মৌসুমী বর্ষা কবে নামবে হাওয়া অফিস তার পূর্বাভাস এখনও দিতে পারেনি।

সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই কেরালায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারতেও ঢুকেছে বর্ষা। অসমে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার পশ্চিমবঙ্গের পালা। সোমবার থেকেই প্রবেশ করবে মৌসুমী বায়ু ফলে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস।