/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *খেলা* West Bengal Bangla
*খেলা*

কে কে আর এর প্রাকটিস

ছবি: সঞ্জয় হাজরা (khabar kolkata).

*ব্যারাকপুরে উদ্বোধন হল অর্জুন চক*

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে ব্যারাকপুর মিডিল রোডে শম্ভুনাথ মন্দির সংলগ্ন রোডে নবরূপে উদ্বোধন হলো অর্জুন চক।উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যোতি কাপুর। বিশেষ অতিথি ছিলেন সুচিতা কাপূর,

ব্যারাকপুর শম্ভুনাথ মন্দির পরিচালন কমিটির সভাপতি বিবেক সিং, সমাজসেবী রতনলাল ঘোষ সহ বিশিষ্টজনেরা। মানুষের কাছে ব্যারাকপুরের ইতিহাসকে তুলে ধরার উদ্দেশ্যেই নতুন রূপে বিভিন্ন জায়গায় সাজিয়ে তোলা হচ্ছে। সংবাদ মাধ্যমের মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যোতি কাপুর একথা জানালেন।

*ভাটপাড়া থানা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তুললো বিজেপি*

প্রবীর রায় : ভাটপাড়া থানা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তুললো বিজেপি। হোলির দিনের ঘটনা। ওই যুবক বছর ৪২ এর টিঙ্কু সাউ। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের স্থির পাড়া মনসতলার বাসিন্দা। পরিবারের লোকেরা পরদিন ভোরে খবর পেয়ে কল্যানীর জে এখন এমনি হাসপাতালে পৌঁছে দেহ সনাক্ত করে। মৃত যুবকের দাদা কমল কুমার সাউ বলেন, "ভাই আলাদা একাই থাকে। কিভাবে মৃত্যু ঘটল তাদের জানা নেই।" এই মৃত্যু নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের দাবি, "ওই এলাকার তৃণমূল আশ্রিত গুন্ডারা ওকে পিটিয়ে মেরে দিয়েছে। ঘটনাটা ভয় দেখিয়ে পুলিশ চেপে দিয়েছে।"যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলার তাপস রায় জানিয়েছেন, "টিঙ্কু সাউয়ের মৃত্যু স্বাভাবিক না, অস্বাভাবিক পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।"

নতুন ভোটার তালিকা নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজিত হল সর্বদলীয় বৈঠক

নিজস্ব সংবাদদাতা : নতুন ভোটার তালিকার কাজ নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজিত হল সর্বদলীয় বৈঠক। ব্যারাকপুর মহকুমার তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন এই দিনের বৈঠকে। মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় ।তৃণমূল কংগ্রেস নেতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস ও বিজেপি ব্যারাকপুর বিজেপি সংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য্য এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ব্যারাকপুরের তিনটি রেল গেটে আন্ডার পাসের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি ব্যারাকপুর ২নং ওয়ার্ডের পৌর পিতার

Khabar kolkata News Desk: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১৭ নম্বর রেলগেট, ব্যারাকপুর লালকুঠি ফ্লাইওভার ও ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেট পারাপার করেন প্রতিদিন কয়েকশো মানুষ। প্রায়শই দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকে। যার ফলে মানুষ রেল গেটের নীচে দিয়ে পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন। ট্রেনের ধাক্কায় মৃত্যুও হয়েছে অনেকের।তাই এই সমস্ত বিষয়গুলোর প্রতিকার ও আন্ডার পাসের দাবি জানিয়েই রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন ব্যারাকপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ডঃ সম্রাট তাপাদার।এই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীকেও।

৭৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো কেন্দ্রীয় অন্তর দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের

প্রবীর রায় : সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হল কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের ৭৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী শিব পুরানন্দজি মহারাজ, সিএসআই আর কলকাতার নির্দেশক অধ্যাপিকা বিভা টন্ডন, কেন্দ্রীয় অন্ত:দেশীয় পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ড: গৌরাঙ্গ কর, আটারি কলকাতার নির্দেশক ড: প্রদীপ দে, কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র কোচি -র প্রাক্তন নির্দেশক ড: এ গোপালা কৃষ্ণান, কুলতলী মিলন তীর্থ সোসাইটির সেক্রেটারি লোকমান মোল্লা, কেন্দ্রীয় অন্ত: দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুর এর নির্দেশক ড: বসন্ত কুমার দাস সহ বিশিষ্টজনেরা।এই দিন গঙ্গায় মাছ ছাড়া দিয়ে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি সূচনা করা হয়। এরপর কেক কেটে এবং শান্তির প্রতীক আকাশে উড়িয়ে এই কর্মসূচি পালন করা হয় ।

উল্লেখ্য,৭৯ বছর প্রাচীন এই সংস্থার থেকে তিনজন বিজ্ঞানী পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস জানান, "আজকের দিনটি এভাবে পালন করতে পেরে আমরা খুশি।"

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, March 17, 2025)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে- কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন। আপনার ছোট্ট ইঙ্গিত তাঁদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন। আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি প্রভাব তৈরি করবে। এরফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তা পেতে সক্ষম হবেন। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- হনুমান জির মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখেদিলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

বৃষভ রাশিফল (Monday, March 17, 2025)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির কাজ আপনাকে প্রায়সময়েই ব্যস্ত রাখবে। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- গরম মশলা, শুকনো ফল, মধু, গুড় খাবারে দিলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

মিথুন রাশিফল (Monday, March 17, 2025)

কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশিই বয়স্ক- কিন্তু একদমই সত্যি নয়-আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। এই রাশির জাতক আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- সাদা কালো দাগের কোনো গরুকে খাবার এবং জাবর দিলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়ক হবে।

কর্কট রাশিফল (Monday, March 17, 2025)

আত্ম-বিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে- আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। ফাটকায় লাভ আনবে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন।

সিংহ রাশিফল (Monday, March 17, 2025)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। আপনি যদি কোনও ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন, এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। প্রেমের দেবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান- তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টাল এর ছোট পুঁতি উপহার দিলে সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে ও নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।

কন্যা রাশিফল (Monday, March 17, 2025)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। পরিবারের সদস্যরা অত্যন্ত দাবীদার হবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আজ, আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন।

প্রতিকার :- ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের বিছানার চাদর ও আচ্ছাদন ব্যবহার করলে পরিবারের সদস্যদের মধ্যে সুন্দর ভাবে বাদানুবাদ সংঘটিত হবে।

তুলা রাশিফল (Monday, March 17, 2025)

খাওয়া এবং পান করার সময়ে সাবধান হোন। অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর উনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয়নি।

প্রতিকার :- লাল কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য উপকারী।

বৃশ্চিক রাশিফল (Monday, March 17, 2025)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। আজ কোনও নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভাল করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তূ খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যাস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনা দুর্বল হয়ে পরে। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয়নি।

প্রতিকার :- বট গাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভেজা মাটির তিলক কোপারে পড়লে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

ধনু রাশিফল (Monday, March 17, 2025)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। উর্ধ্বতন কারোর কাছে সবদিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন।

প্রতিকার :- পরিবারের মধ্যে বন্ধন কে দৃঢ় করতে সদস্যদের যোগ এবং ধ্যান করার জন্য অনুপ্রাণিত করুন।

মকর রাশিফল (Monday, March 17, 2025)

হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময়। পরবর্তী যে কোন ব্যবহার আপনার হার্টে অহেতুক (অপ্রয়োজনীয়) চাপ সৃষ্টি করবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়।

প্রতিকার :- নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে।

কুম্ভ রাশিফল (Monday, March 17, 2025)

পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে।

মীন রাশিফল (Monday, March 17, 2025)

আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না-কিন্তু হয়তো আপনাকে বলবেও না-যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয়-তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে। আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন, আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনও ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে।

প্রতিকার :- লাল গরু বা লাল কুকুরকে ভোজন করালে পারিবারিক জীবনে খুশি বাড়বে।

(Courtesy-AstroSage)

বসিরহাটের বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণা হতেই পড়লো পোস্টার

নিজস্ব সংবাদদাতা: জেলা সভাপতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বসিরহাটের বাদুড়িয়া ব্লকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ২০২১ এর বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী তথা নব ঘোষিত জেলা সভাপতি সুকল্যান বৈদ্যর নামে । উক্ত পোষ্টারে তাকে " মিথ্যাবাদী ডাকাত বলে এবং অকল্যাণ অভিহিত এবং ক্রমিক সংখ্যা অনুসারে একজন সাধারণ গৃহ শিক্ষক থেকে দুতলা বাড়ির মালিক কিভাবে হয়েছে?বাড়ি কিভাবে পাথর বসিয়েছেন ? বাড়িতে সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণের অর্থ কোথা থেকে পাচ্ছেন এই সমস্ত প্রশ্ন করা হয়েছে। তিনি কি আদৌও আদি বিজেপি ? যদি হন তাহলে নিজের বুথে ১০০ র কম ভোট কিভাবে পেলেন ?পোস্টারের শেষে লেখা ইতি বসিরহাট বিজেপি কর্ম বিন্দ বলে দাবি করা হয় ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকল্যাণ বৈদ্য বলেন," কর্মীদের থেকে আমি সাংঘাতিক সমর্থন পেয়েছি।আমার মতে একজন মানসিক প্রতিবন্ধী মানুষ ও তার দু-একজন চেলা চামুন্ডা রাতের অন্ধকারে এসব করছে"। তৃণমূলের তরফে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল লিটন," মজা করে এদিন বলেন বাদুড়িয়াতে বিজেপির পার্টি অফিসে পোস্টার পড়েছে এটা নতুন কোন ঘটনা না। একটা করে পদ বার হয় আর ওরা পোস্টের মারতে শুরু করে। আর এটা শুধু বাদুড়িয়ার ঘটনা না এটা গোটা পশ্চিমবঙ্গের ঘটনা। ছাব্বিশে বোধহয় এই ভাবেই বিজেপি ক্ষমতায় আসবে ! আগে ওরা নিজেদের মধ্যে পার্টি অফিস গুলো পোস্টার না মেরে খোলার ব্যবস্থা করুন। বড় বড় বুলি না মেরে।"

*বিলকান্দা-২ পঞ্চায়েতের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ দ্বারোৎঘাটন হল*

প্রবীর রায় : উত্তর ২৪ পরগনার বিলকান্দা-২ পঞ্চায়েতের অন্তর্গত ডি ব্লকের কবর খোলা মাঠে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ দ্বারোৎঘাটন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়,ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, কর্মাধ্যক্ষ সজল দাস,বিলকান্দা-২ পঞ্চায়েতের প্রধান দীপা পাইক,পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস,সোমা মালিক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফেলে দেওয়া বর্জ্য থেকে কি ভাবে জৈব সার উৎপাদনের মাধ্যমে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা তা করা হবে।এছাড়াও এলাকাকে আবর্জনা মুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিলকান্দা-২ পঞ্চায়েত এহেন উদ্যোগের ভুয়সী প্রশংসা করলেন কৃষ ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

*দক্ষিণেশ্বরের মা ভবতারিনী মন্দিরে পুজো দিলেন কলকাতা উত্তর শহরতলির বিজেপির নব নির্বাচিত সভাপতি*

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বরে মা ভবতারিনী মন্দিরে পুজো দিলেন কলকাতা উত্তর শহরতলির বিজেপির নব নির্বাচিত সভাপতি চন্ডীচরন রায়। রবিবার দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে বাইক রেলি করে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যান। সেখানে মা ভবতারিনীর কাছে পুজো দেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত উত্তর শহরতলির বিজেপি সভাপতি চন্ডীচরন রায় বলেন," মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলার মানুষকে যে পরিস্থিতিতে রেখেছে এই সরকার, তার থেকে মানুষকে যেন মুক্তি দিতে পারি। দিকে দিকে যে অশান্তির ছবি তা থেকে তৃণমূলের ধ্বংস নিশ্চিত, দাবি করে তিনি কর্মীদের পাশে থেকে লড়াইয়ের বার্তা দিলেন"।