/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। বিশেষ করে জানুয়ারির ১০ তারিখের পর থেকে রাজ্যে কমবে তাপমাত্রা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। 

ডিসেম্বরে হারিয়ে যাওয়া শীত ফিরতে পারে চলতি সপ্তাহে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আকাশে মেঘ থাকবে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরের জেলা গুলিতে দিনের বেলাতেও কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।

*Mohun Bagan started the Kalinga Super Cup with a win*

Sports News

Khabar kolkata News bureau: Mohun Bagan started the Kalinga Super Cup with a win. They beat I League club Srinidhi Deccan by 2-1. Srinidhi is third in the I-League points table. They also have good quality foreigners in their team. Srinidhi Deccan continued to try desperately to stop Mohun Bagan.

Not only that, in the 17th minute, Mohun Bagan was under pressure from Romabia's long-range shot. There was no danger in the Green Maroon camp on that journey. Tulunga hit a strong shot from midfield in the 21st minute.Mohun Bagan goalkeeper Arsh Anwar could have been in danger if the shot was on goal. 10-man Mohun Bagan left the field with three points in the end.

Pic Courtesy by: X

*East Bengal's Kalinga Super Cup begins with 'Swasti' victory against Hyderabad's*

Sports News

Khabar kolkata News bureau: Clayton Silva had an even bigger surprise in store for the second half. This was seen earlier in ISL this time. In the Super Cup too. To win, you have to score. The captain has to take additional responsibility, what's new! East Bengal gets a free-kick in the 53rd minute of the match. Captain Clayton Silva takes the free-kick. Clayton gave the team a 2-1 lead with a direct right-footed free-kick. Captain's double goal.

The beginning of the Super Cup is superb. Exciting for football lovers but nerve wracking for East Bengal fans. Three times ahead and finally victory. Even if he scored, he could not keep it. Finally the goal came, but it was in the Super Cup. Three goals came. The moment of pressure did not pass. A surprising performance of Hyderabad FC with a team made up of Indian players. In the end, East Bengal won by a margin of 3-2.

Pic Courtesy by: X

*सम्राट उस्ताद राशिद खान, 55 साल की उम्र में ली अंतिम सांस *

दिग्गज संगीत सम्राट उस्ताद राशिद खान का मंगलवार को निधन हो गया। उन्होंने 55 साल की उम्र में अंतिम सांस ली। उस्ताद राशिद खान ने दोपहर करीब 3.45 बजे कोलकाता के पीयरलेस अस्पताल में अंतिम सांस ली। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने उनके निधन की घोषणा करते हुए दुख व्यक्त किया। ममता ने कहा, 'उस्ताद राशिद की मौत से मैं दुखी हूं। उन्होंने कहा, यह पूरे देश और पूरे संगीत जगत के लिए बहुत बड़ी क्षति है। मुझे अभी भी विश्वास नहीं हो रहा है कि राशिद खान अब नहीं रहे।

उस्ताद राशिद खान के पार्थिव शरीर को बुधवार सुबह 9 बजे रवीन्द्र सदन ले जाया जाएगा। जहां उन्हों दोपहर 1 बजे गीत सलामी दी जाएगी। उस्ताद राशिद खान पिछले कुछ दिनों से गंभीर रूप से बीमार थे और अस्पताल में भर्ती थे। वह पिछले कुछ वर्षों से प्रोस्टेट कैंसर से पीड़ित थे उन पर इलाज का असर हो रहा था लेकिन इसी बीच संगीतकार को अचानक दिल का दौरा पड़ गया।

दिसंबर से उनकी सेहत बिगड़ने लगी थी। 23 दिसंबर को खबरें आई थीं कि उन्हें अस्पताल में भर्ती करवाया गया है। पिछले कुछ दिनों से वे आईसीयू में भर्ती थे और वेंटिलेटर पर थे। शुरुआत में उनका इलाज मुंबई के टाटा मेमोरियल कैंसर अस्पताल में चला, लेकिन बाद में वे कोलकाता लौट आए थे।

संगीतकार के लोकप्रिया गानों की बात करें तो वे इंडस्ट्री में 'तोरे बिना मोहे चैन' नहीं जैसा सुपरहिट गाना गाया था। वहीं, वे इंडस्ट्री के किंग यानी शाहरुख खान की फिल्म 'माई नेम इज' खान में भी गाना गा चुके हैं। यही नहीं, उस्ताद राशिद खान 'राज 3', 'कादंबरी', 'शादी में जरूर आना', 'मंटो' से लेकर 'मीटिन मास' जैसी फिल्मों में भी अपनी आवाज का जादू बिखेर चुके हैं।

शास्त्रीय संगीत में टूटता सितारा, उस्ताद राशिद खान का निधन

शास्त्रीय संगीतकार उस्ताद राशिद खान का दोपहर करीब 3.45 बजे पीयरलेस अस्पताल में निधन हो गया। मृत्यु के समय उनकी आयु 55 वर्ष थी। मुख्यमंत्री ममता बनर्जी ने आज उनके निधन की घोषणा की.

ममता ने कहा, ''राशिद की मौत से मैं दुखी हूं. उनका पार्थिव शरीर शाम 6 बजे तक पीयरलेस हॉस्पिटल में रहेगा. सुबह 9 बजे रवीन्द्र सदन ले जाया जाएगा.'' दोपहर 1 बजे गीत सलामी

उस्ताद राशिद खान पिछले कुछ दिनों से गंभीर रूप से बीमार थे और अस्पताल में भर्ती थे। वह पिछले कुछ वर्षों से प्रोस्टेट कैंसर से पीड़ित थे उन पर इलाज का असर हो रहा था लेकिन इसी बीच संगीतकार को अचानक दिल का दौरा पड़ गया उनके निधन पर संगीत जगत ने शोक जताया है.

শাস্ত্রীয় সংগীতে নক্ষত্র পতন, প্রয়াত উস্তাদ রশিদ খান

প্রয়াত হলেন উস্তাদ রশিদ খান। দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ পিয়ারলেস হাসপাতালে জীবনাবসান হল এই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন।

মমতা জানিয়েছেন, রশিদের মৃত্যুতে আমি শোকাহত।তাঁর দেহ সন্ধ্যা ৬ পর্যন্ত পিয়ারলেস হাসপাতালে থাকবে।সকাল ৯ রবীন্দ্রসদন নিয়ে যাওয়া হবে। বেলা ১টায় গান স্যালুট।

বিগত বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রশিদ খান। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু তারই মধ্যে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত।

ইডি গেলেই জন বিস্ফোরণ হবে: শোভনদেব

‘ইডি গেলেই জন বিস্ফোরণ হবে’, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। একেবারে আক্রমণাত্মক সুরে শোভনদেবের হুঙ্কার, ‘ইডি, সিবিআই থাকলে তাঁদেরও আছে দলের ছাত্র-যুব সংগঠন। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলাজুড়ে হবে’, এমনই হুঁশিয়ারি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী।

সন্দেশখালি, বনগাঁ দু’জায়গাতেই জন রোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। এর মধ্যে ইডি আধিকারিকরা আক্রান্ত হন সন্দেশখালিতে। যে ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। কীভাবে ডিউটিরত অফিসারদের ওপর হামলা চালানো যায়, তাই প্রশ্ন তোলেন বিরোধীরা। ওই দিন শুধু ইডি আধিকারিকরা আক্রান্ত হননি, আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও।

সেদিনের ওই নজিরবিহীন ঘটনা নিয়ে যখন রাজ্য-রাজনীতি সরগরম, তখনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের প্রবীণ নেতা। শোভনদেব বিজেপিকে আক্রমণ করে বলেন, “ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়” মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর এই মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হল এই সন্দেশখালির ঘটনা নিয়ে।

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার

মঙ্গলবার প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্বাসকষ্ট সমস্যায় শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার। তবে কিডনি আর শ্বাসকষ্ট সমস্যা বাড়ায় তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা।

নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। এই মামলার জন্য গঠিত বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। সোমবারই চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে সিবিআইয়ের বিশেষ আদালতে। সিবিআই জানিয়েছে, গ্রুপ - সি, গ্রুপ - ডি, নবম - দশম এবং একাদশ - দ্বাদশের দুর্নীতির তদন্ত শেষ হয়েছে। রিপোর্টে এই মামলা গুলির ক্ষেত্রে যে চার্জশিট গুলি পেশ করা হয়েছে তার উল্লেখ রয়েছে। যদিও এসএসসির রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছে বিতর্কিত চাকরিপ্রাপকরা।

তাদের মতে, এসএসসি ঢেউয়ের গতিপ্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে। আইনজীবী কল্যান ব্যানার্জী অভিযোগ করেন, তারা সবার সঙ্গেই খেলছে। এসএসসি আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট করছে না। তাদের ভূমিকা সন্দেহজন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের শুনানি।

তৃণমূল বিধায়কের হাত ধরে পঞ্চায়েত মেম্বার সহ শতাধিক বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

এসবি নিউজ ব্যুরো: বিজেপির পঞ্চায়েত সদস্যের সহ ১০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের ,বিজেপি মেম্বার তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এদিন তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পঞ্চায়েত সদস্য তারা বাবু রায় । তিনি জানান তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ। তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয় । কিন্তু কালের নিয়মে বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি মেম্বার ।

তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোনরকম কথা বলার প্রয়োজন মনে করেননি সাংসদ। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য তারা বাবুরায় । তিনি জানান, তিনি সাধারণ মানুষের জন্য, কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ । সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতিকল্পে কাজ করার জন্য ভোট দিয়ে ভোটে জিতিয়েছেন। কিন্তু সাংসদ জগন্নাথ সরকার কোন রকম কাজ তাকে করতে দিচ্ছিলো না।

এমনকি পঞ্চায়েতে গিয়েও তিনি কোন কাজ করতে পারছিলেন না।এলাকার উন্নতিকল্পে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে ,আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, বিগত দিনে তিনি বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করেই ,সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । শুধু তাই নয় সাংসদ জগন্নাথ সরকার তাদেরকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনরকম কোন কাজ হয়নি তাই এই যোগদান।

ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হবে ,তার জন্য যা যা প্রশাসনিক কাজকর্ম রয়েছে তা পর্যায়ক্রমে শুরু করা হবে। যেহেতু প্রধান সিটটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন ,তাই তৃণমূলের সেই আসনে কোন প্রার্থী দেওয়া হয়েছিল না। বর্তমানে তারাবাবু রায় যোগদান করায় তৃণমূল প্রধান পদপ্রার্থী পেয়ে গিয়েছে।ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা।