*ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার ৪*
![]()
ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার কলকাতা দফতরের তিন অফিসার-সহ চার জন। ধৃতদের মধ্যে মণীশ গুপ্তা নামে একজন সিনিয়র স্টেনোগ্রাফারও আছে বলে জানা যায়। বাকিরা সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট।
দেশে ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র ধরতে এর আগে পশ্চিমবঙ্গ ও পড়শি রাজ্য সিকিমে একযোগে ৫০টি জায়গায় হানা দেয় সিবিআই।দুই রাজ্য মিলিয়ে মোট ৫০টি জায়গায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে কলকাতায় রুবি এলাকার পাসপোর্ট অফিস এবং ব্রাবোর্ন রোডের রিজিয়োনাল পাসপোর্ট অফিস ছিল।
মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সিবিআইয়ের সন্দেহ, এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জঙ্গী সংগঠনের যোগও থাকতে পারে। মোটা টাকার বিনিময়ে পাসপোর্ট হাতিয়ে নিতে পারে এই সংগঠনের সদস্যরা।





Oct 24 2023, 15:04
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.5k