/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে প্রশাসনের মাধ্যম দিয়ে চেক বিতরণ West Bengal Bangla
মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে প্রশাসনের মাধ্যম দিয়ে চেক বিতরণ

এসবি নিউজ ব্যুরো:রাজ্যের দুর্গাপূজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যে সব পুজোর উদ্বোধন করেছেন তাদের প্রশাসনের মাধ্যম দিয়ে চেক বিতরণ করা হয়েছে। বিভিন্ন জেলার পাশাপাশি আজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ৬৯টি পুজো কমিটিকে ৭০হাজার টাকার চেক ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা কার্ড তুলে দেওয়া হয় পুজো কমিটির কার্যকর্তাদের হাতে।

পাশাপাশি, জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গুর প্রভাব রয়েছে তাই সকল কে সচেতন করতে প্রতিটি মণ্ডপে ডেঙ্গুর সচেতনতা পোস্টার তুলে দেওয়া হয় পূজো কমিটির উদ্যোক্তাদের হাতে। ফারাক্কা বিডিও অফিসের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে পুজো কমিটির কার্যকর্তাদের হাতে চেক তুলে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে।

এদিনের এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম,ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী,তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হক,ফারাক্কা ব্লক তৃণমূলের সভাপতি অরুনময় দাস সহ অন্যান্য কার্যকর্তারা।

১০০ দিনের টাকার দাবিতে শীতলকুচির বিজেপির বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ

এসবি নিউজ ব্যুরো:কোচবিহারের শীতলকুচি বিধানসভার ছোট শালবাড়ির ছোটগদাইখোঁড়া এলাকায় শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন যখন বস্ত্রদান কর্মসূচি করছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে বিক্ষোভ দেখান ১০০ দিনের টাকার দাবিতে। বচসা শুরু হয় বিধায়কের সাথে। পরবর্তীতে তারা বিধায়কের গাড়ির সামনে বসে পড়েন।

যদিও শেষ পর্যন্ত কোনক্রমে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা তার গাড়ি বের করে নিয়ে আসতে সমর্থ হন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শীতলকুচি থানার পুলিশ। রক্তদান কর্মসূচি মাঝখানে বন্ধ করেই চলে আসতে হয় শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে। ‌

যদিও বিধায়কের বক্তব্য যদি সঠিক হিসাব দিয়ে থাকে তাহলে কেন্দ্র নিশ্চয়ই টাকা পাঠাবে, আমরা এ বিষয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো।

*পুজো আসতেই কমবে বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া*


এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে, তাতে একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে এবারের পুজোয় ওয়েদার মোটের উপর ভালোই কাটবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। আগামী ৪৮ ঘণ্টা তিলোত্তমা থাকবে শুষ্ক। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘমুক্ত থাকবে বলেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।

*আজকের রাশিফল ১৫ই অক্টোবর (রবিবার)*


মেষ রাশিফল (Sunday, October 15, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। যে কোনও জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না। আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এতো ব্যাস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গীনির মধ্যে ব্যবধান তৈরী করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন। এমন একটি দিন যা আপনার দীর্ঘদিনের সাথে দেখা হয়নি এমন আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করার। তবে আপনি যদি দেখা করতে চান তবে আপনার বন্ধুকে আগেই জানিয়ে দিন, বা অনেক সময় নষ্ট হতে পারে।

প্রতিকার :- আপনার রিং ফিঙ্গার এ সোনা পরিধান করলে পরিস্থিতির আর্থিক উন্নতি হবে।

বৃষভ রাশিফল (Sunday, October 15, 2023)

আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যার্থ করতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এরমধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন।

প্রতিকার :- মহাদেবকে বা কোনো অশথ গাছের সামনে ২/৩ তে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

মিথুন রাশিফল (Sunday, October 15, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আজ জমি বা যে কোনও সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে। যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যিই বিস্ময়কর কিছু হবে, এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে। নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন, কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভাল সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ।

প্রতিকার :- হনুমান জির মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখেদিলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

কর্কট রাশিফল (Sunday, October 15, 2023)

আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন।

প্রতিকার :- মদ্যপান ও ধূম্রপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে।

সিংহ রাশিফল (Sunday, October 15, 2023)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে। আজ গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ অন্য কোনও ব্যক্তির অবহেলা আপনাকে বর্ধন করতে পারে।

প্রতিকার :- খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে।

কন্যা রাশিফল (Sunday, October 15, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। অনেক গড়পড়তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন। আপনার করা আজকের কাজটি আপনার সিনিয়রদের দ্বারা প্রশংসা হবে, যা আপনার মুখে একটি হাসি ফোটাবে।

প্রতিকার :- গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতা সম ব্যাক্তিদের খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে।

তুলা রাশিফল (Sunday, October 15, 2023)

স্বাস্হ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, কিন্তু সারা দিন ধরে এটি আপনার সাথে ঘটবে। নদীর তীর বা কোনও ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে।

প্রতিকার :- স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন।

বৃশ্চিক রাশিফল (Sunday, October 15, 2023)

সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। আপনার অস্থাবর সম্পত্তি যে কোনও আজই চুরি করতে পারে। অতএব, আপনি তাদের যত্ন নিতে হবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এরফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে।আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিৎ।

প্রতিকার :- দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

ধনু রাশিফল (Sunday, October 15, 2023)

অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল হারাবার আছে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে। প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। এটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে; আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্য পাবার জন্য খাটের চার পায়াতে তামার পেরেক লাগান।

মকর রাশিফল (Sunday, October 15, 2023)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গীনির মধ্যে ব্যবধান তৈরী করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন। কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে।

প্রতিকার :- গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এটি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে।

কুম্ভ রাশিফল (Sunday, October 15, 2023)

উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না। এটা স্বাস্থ্যের জন্যও যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমন জরুরী। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনা বিষয় হতে পারে। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন। আরও নিখরচায় সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আজ আরও বেশি ঝামেলা করতে পারে। ইতিবাচক বই পড়ুন, কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন।

প্রতিকার :- দিনে বিরক্ত হওয়ার পরিবর্তে অলসতা দূর করতে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন।

মীন রাশিফল (Sunday, October 15, 2023)

অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন। আপনার ভালবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককেও মশলা করতে পারে।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে

ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের পাঁচকাহানিয়া ফরেস্টে মৃত্যু হল অসুস্থ দাঁতাল হাতির

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম নয়াগ্রাম ব্লকের পাঁচকাহানিয়া বনদফতর এলাকায় মৃত্যু হল একটি অসুস্থ দাঁতাল হাতির। সূত্রের খবর শুক্রবার বিকেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রাঙ্গিয়ামে থেকে অসুস্থ হাতিটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল পাঁচকাহানিয়া বনদফতরে । প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে একটি স্ত্রী হাতি নয়াগ্রাম ব্লকের রাঙ্গিয়াম এলাকায় অসুস্থ হয়ে পড়ে থাকে।

গ্রামবাসীরা বিষয়টি বনদফতরে জানান ।তবে হাতিটির চিকিৎসা প্রথমে করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।পরে গ্রামবাসীদের চাপে বনদফতরের বিশেষ মেডিকেল টিম চিকিৎসা শুরু করে। হাতিটি কিছুটা সুস্থ হতেই ।আরো ভালো চিকিৎসা র জন্য নয়াগ্রামের পাঁচকাহানিয়া বনদফতরে নিয়ে য়াওয়া হলে শনিবার সেখানে মৃত্যু হয় দাঁতাল হাতিটির।

*The performance was 'not a match', a one-sided win for India*

Sports News 

 World Cup,2023 

  

KKNB: As hospitality is not sparing, there is no sparing in field fighting. After 2016, Pakistan cricket team came back to India. However, except for one or two members of this team, none have visited India in the past. Before the World Cup, Pakistan has been serious about many things.

The board of that country has also warned not to come to India to play the World Cup. Pakistani cricketers are excited to come to India. Hyderabadi Biryani, the Babras are impressed with the hospitality.India's aim was to maintain the 'momentum' of the World Cup. Pakistan has the same goal. However, Team India did not let the statistics of the World Cup change. The scoreline is 8-0 for India after this match in the ODI World Cup.

 Pic Courtesy by: ICC

*Karunaratne approved as replacement for Shanaka in Sri Lanka squad*

Sports News 

 World Cup,2023 

 

 

 

KKNB: The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 has approved Chamika Karunaratne as a replacement for Dasun Shanaka in the Sri Lankan squad.

Karunaratne who has played 23 ODIs, was named as a replacement after Shanaka was ruled out due to a right thigh muscle injury sustained during Sri Lanka’s match against Pakistan on 10 October. The injury needs three weeks to recover.

The replacement of a player requires the approval of the Event Technical Committee before the replacement player can be officially added to the squad.

The Event Technical committee of the (name the ICC event) consists of Wasim Khan (ICC General Manager – Cricket & ETC Chair), Chris Tetley (ICC Head of Events), Hemang Amin (Acting CEO - BCCI), Gaurav Saxena (General Manager – Operations, BCCI), Russel Arnold (Independent Representative), Simon Doull (Independent Representative).

Pic Courtesy by: ICC

*India won by 7 wickets with 117 balls to spare*

Sports News 

 World Cup,2023 

 India won by 7 wickets with 117 balls to spare

*দুর্গাপুজো উদ্বোধন নিয়ে নাম না করে অমিত শাহকে কটাক্ষ অভিষেকের*


আগামী সোমবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জানা গিয়েছে, তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করতে বাংলায় আসছেন। যদিও এই নিয়ে এবার নাম না করে অমিত শাহকে একপ্রকার আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এদিন তিনি বলেন, ‘যারা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই পুজোর উদ্বোধন করতে আসছেন।‘ এদিন বাংলার ঐতিহ্য বজায় রাখার আহ্বান অভিষেক। আজ একের পর এক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি।

*দলীয় শারদসংখ্যা উদ্বোধনে "ঐক্যের" বার্তা দিলেন মমতা*


পায়ের সমস্যার কারণে শনিবার কালীঘাটে নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন দলীয় মুখপত্র "জাগো বাংলার" শারদসংখ্যার। এই শারদসংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতার সংকলন ‘কবিতা’ প্রকাশিত হয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা গানের সিডিও প্রকাশিত হয়। নাম ‘আলো দাও’। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেবী হল আমাদের মা। দেবী দুর্গাকে আবাহন করুন। ধর্ম আপনার আপনার, উত্‍সব সবার। কোনও বিদ্বেশ নয়, সবাই আমরা এক।'

শেষে মমতা জানান, "আজকে মহালয়া। আমি ফিজিক্যাল যেতাম। আমার সংক্রমণ অনেক কমেছে। আমাকে এই ১৫ দিন অনেক সংগ্রাম করতে হয়েছে। জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে লড়াই করেছি। আমার অপরেশনের পরে সংক্রমণ হয়। পায়ের সমস্যা কয়েকদিনে সেরে যাবে।" প্রসঙ্গত প্রতি বছর নজরুল মঞ্চে উপস্থিত থেকে জাগো বাংলার পুজোসংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে পায়ের সমস্যার কারণে শনিবার কালীঘাটে নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন "জাগো বাংলার " শারদসংখ্যা।