WestBengalBangla

Jan 23 2024, 19:01

বীরভূমে নয়া কমিটি গড়লেন মমতা

আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বীরভূম জেলা তৃণমূলের পদাধিকারী, বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেতাদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করার কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।

তিনি খানিকটা হুঁশিয়ারির সুরে বলেন, ‘দলের অন্দরে খেয়োখেয়ি বন্ধ করতে হবে। কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমের সামনে সাংগঠনিক বিষয় নিয়ে আলটপকা মন্তব্য করা যাবে না। সামাজিক মাধ্যমেও দল অস্বস্তিতে পড়ে এমন কোনও পোস্ট করা যাবে না। যদি কারও কোনও বক্তব্য থাকে, তাহলে দলের মধ্যেই তা নিয়ে কথা বলতে হবে। শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে।’

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই জেলায় সাংগঠনিক কাজকর্ম ভাগাভাগি করে দেখভালের জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বেও ছিল ওই কোর কমিটি। কিন্তু গত কয়েক মাস ধরেই কোর কমিটির সদস্যরা পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যেই মন্তব্য করতে শুরু করেছেন।

WestBengalBangla

Jan 23 2024, 16:18

উত্তর ২৪ পরগনা জেলা শ্রমিক মেলার উদ্বোধন

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মতো আজ দুপুরে সোদপুরের ঘোলার নেতাজী সঙ্ঘ ময়দান শুভ উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা শ্রমিক মেলার।দুইদিনব্যাপী এই শ্রমিক মেলার আনুষ্ঠানিক শুভসূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।" বাংলার মাটির ,বাংলার জল.. সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় মেলার উদ্বোধন।

WestBengalBangla

Jan 23 2024, 16:16

জাতীয় সড়কের ফ্লাইওভারে স্থায়ীভাবে উঠবে জাতীয় পতাকা, নেতাজির জন্ম দিবসে বিশেষ উদ্যোগ নদীয়ার ফুলিয়ায়

এসবি নিউজ ব্যুরো: জাতীয় সড়কের ওভার ব্রিজের মাথায় স্থায়ীভাবে উড়বে জাতীয় পতাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষর সাথে এ রকমই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠল জাতীয় পতাকা। নেতাজির জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এই পতাকা উত্তোলন করা হল।

নদীয়ার ফুলিয়ার জাতীয় সড়কে ফুলিয়ার স্টেশন পাড়া কালি বাড়ি বারোয়ারি সংঘের উদ্যোগে জাতীয় সড়কের ওভার ব্রিজের পাঁচিল ঘেঁষে এই পতাকা উত্তোলন হয়। প্রথমে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পথ পরিক্রমা করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক। এই পতাকা স্থায়ীভাবে রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

WestBengalBangla

Jan 23 2024, 15:30

২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা হিসেবে হোক: মমতা

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। আবার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ জানুয়ারি দিনটিকে 'দেশনায়ক দিবস' হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র তরফ থেকে দিনটিকে 'পরাক্রম দিবস' হিসাবে পালন করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন,"২০ বছর ধরে চেষ্টা করেও তিনি নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করাতে পারেননি। এই কারণে তিনি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।" ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পর্যন্ত লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন এবং থাকবেন"। এদিন রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন।তিনি বলেন, "বিজেপি সরকার বলেছিল নেতাজির মৃত্যুর রহস্য উদঘাটন হবে। কিন্তু তা হয়নি। "

WestBengalBangla

Jan 23 2024, 15:29

ফরাক্কা মহাসমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭ তম জন্মবার্ষিকী

এসবি নিউজ ব্যুরো: মহাসমারোহের সঙ্গে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭ তম জন্মবার্ষিকী। ফরাক্কা ব্যারেজের রিক্রীয়েশন সেন্টারের সামনে অবস্থিত নেতাজির মূর্তিতে মাল্য দানের মাধ্যমে ।এবছর নেতাজির মর্মর মূর্তিতে প্রথম মাল্যদান করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাহেব ।

এরপর ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের প্রতিনিধি হয়ে মাল্যদান করেন।পাশাপাশি, তৃণমূলের সহ সভাপতি নেতা মইনুল হক, ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী , সহ আরো অনেক বিশিষ্ট জন আজকের এই মাল্যদান পর্বে উপস্থিত ছিলেন ।

WestBengalBangla

Jan 23 2024, 15:28

*রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব*

এসবি নিউজ ব্যুরো : নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব। আর এই মঞ্চ থেকে ২৩ শে জানুয়ারি কে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না, তারা আবার ২২ তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এমনই দাবি তুলে সোচ্চার হলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

উল্লেখ্য, আজ মলদার ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল।যে মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলারা।তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে।শাসক দলের নেতা-নেত্রীদের সাথে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন তিনিও।পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "মালদা শহরের সমস্ত স্কুল ক্লাব রাজনৈতিক দলগুলি একসাথে মিলে নেতাজীর জন্মদিন পালন করছে খুব ভালো লাগছে।আমরা সবাই নেতাজির ভক্ত। এখানে রাজনৈতিক কোন ব্যাপার নেই। আমাকে ডেকেছে আমরা এসেছি। মাল্যদান কর্মসূচির পর এই অনুষ্ঠান মঞ্চ থেকে ২৩ শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার পক্ষে দাবি তোলেন তিনি "।

আমরা পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন আমরা তাকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে এটা আমাদের নাগরিক দায়িত্ব পাল্টা দাবি করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

WestBengalBangla

Jan 23 2024, 11:17

নেতাজির ১২৭তম জন্মদিনে সুভাষগ্রামের কোদালিয়ার এই বাসভবনকে দেখতে দর্শনার্থীর ভিড়

এসবি নিউজ ব্যুরো: সারা দেশ জুড়েই আজ পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নতুন ভাবে সেজে উঠছে নেতাজির পৈতৃক ভিটে। বসুবাড়ির হেরিটেজ অক্ষুণ্ণ রেখেই এ বার নেতাজির পৈতৃক বাসভবনকে সাজিয়ে তোলা হয়েছে।

নেতাজির ১২৭তম জন্মদিনেই দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ার এই বাসভবনকে দেখতে পাবেন দর্শনার্থীরা। নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালাও দেখতে পাবেন সাধারণ মানুষ। সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে দেশপ্রেমিক দিবস হিসাবে পালন করা হয়। তাছাড়াও দুপুর ১২টার সময় একত্রিত হয়ে মহিলারা শঙ্খ ধ্বনি দেয় প্রতিবছর।

WestBengalBangla

Jan 23 2024, 10:27

*নেতাজী জয়ন্তী উপলক্ষ্যে যুব সমাজকে অনুপ্রানিত করতে ৫ মাইল দৌড় প্রতিযোগীতা*

এসবি নিউজ ব্যুরো: দীর্ঘ ৪৭ বছরের ধারাবাহিকতা মেনে নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে ৪৮ তম ৫ মাইল দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হল বাঁকুড়ায়। মঙ্গলবার বাঁকুড়া শহরের 'প্রাণকেন্দ্র' হিসেবে পরিচিত মাচানতলার নেতাজী মূর্তির পাদদেশ থেকে এই প্রতিযোগীতা শুরু হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭৭ সাল থেকে নেতাজীর জন্মদিবসে এই দৌড় প্রতিযোগীতা হয়ে আসছে। চলতি বছরে এই দৌড় প্রতিযোগীতায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন। এঁদের মধ্যে শক্তিপদ বাউরী প্রথম, তাপস হাঁসদা দ্বিতীয় ও সুন্দর বাউরী তৃতীয় স্থান অধিকার করেন।

WestBengalBangla

Jan 23 2024, 10:26

রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে নেতাজী জন্মোৎসব পালন

এসবি নিউজ ব্যুরো: দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৭ তম জন্মদিন উদযাপন করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অফ চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, ওয়ার্ড কো-অর্ডিনেটরগণ, রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি, সহ অন্যান্য আধিকারিকরা।এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের অসংখ্য সু-নাগরিকবৃন্দ।

WestBengalBangla

Jan 23 2024, 08:09

*কোন কোন রাস্তা থাকবে বন্ধ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২৩শে জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ নেতাজীর জন্মদিন থাকায় ছোট ছোট পদযাত্রা বেড়াবে। তাঁর জন্য ট্রাফিকের কোন অসুবিধা হবে না।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।