*আজকের রাশিফল ৪ঠা ডিসেম্বর (সোমবার)*





মেষ রাশিফল (Monday, December 4, 2023)

কোন সাধুসন্তের কাছ থেকে কোন স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন , কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- চাল, দুধ, চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।




বৃষভ রাশিফল (Monday, December 4, 2023)

আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে।





মিথুন রাশিফল (Monday, December 4, 2023)

আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরো উন্নত করতে চান ,তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আপনার স্ত্রী কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে, কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন।

প্রতিকার :- ক্যারিয়ার এ উন্নতির জন্য বাড়ির মাঝ বরাবর একটি তুলসী গাছ স্থাপন করুন, তাকে বোরো করে তুলুন ও যত্ন নিন।




কর্কট রাশিফল (Monday, December 4, 2023)

নিজের মত জানাতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরো জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন।





সিংহ রাশিফল (Monday, December 4, 2023)

আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন, কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভাল স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না- তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।

প্রতিকার :- সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম, ধূপকাঠি, সুগন্ধি বা কর্পূর ওপরকে উপহার হিসেবে, দান হিসাবে দিন বা বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।





কন্যা রাশিফল (Monday, December 4, 2023)

আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায়, যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- ভাইদের সময়ে সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবার সুন্দরভাবে চলবে।





তুলা রাশিফল (Monday, December 4, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন- যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে।

প্রতিকার :- বৃদ্ধ ব্রাম্মনের সাথে নিজের খাবার ভাগ করে নিলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।




বৃশ্চিক রাশিফল (Monday, December 4, 2023)

এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে-যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন- বিনোদন এবং আমোদপ্রমোদ আপনাকে আয়েস করতে সাহায্য করবে। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- ওম ভ্রাম ভৃম ভ্রূম সাঃ রহবে নমঃ – এই মন্ত্র টি দিনে ১১ বার জপ করলে আপনার পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে।

ধনু রাশিফল (Monday, December 4, 2023)

আপনার স্বাস্হ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ।আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে।

প্রতিকার :- ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানুষিক সংঘাত থেকে বিরত থাকুন, এর ফলে আপনার জীবনে ভালো হবে।

মকর রাশিফল (Monday, December 4, 2023)

কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। মনোক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্খিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন। সঙ্কটের মুহুর্তে আত্মীয়রাও সাহায্য করবে। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরের ব্রোঞ্জ এর পাত্র দান করুন এবং এর ফল স্বরূপ ভালো স্বাস্থ্য উপভোগ করুন।

কুম্ভ রাশিফল (Monday, December 4, 2023)

খেলাধূলা এবং বহিরাঙ্গণ কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবনের জন্য বহমান জলে চার টুকরো লেড বা সীসা নিক্ষেপ করুন।

মীন রাশিফল (Monday, December 4, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দ আনবে। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন।

প্রতিকার :- অশ্বথ গাছের কাছে পাঁচটি হলুদ বর্ণের ফুল মাটির তলায় পুঁতে দিলে পরিবারের মধ্যে আন্তঃসম্পর্ক মজবুত হবে।

*জঙ্গলের রাস্তায় হাতি, বন্ধ থাকলো সাফারি, ক্ষোভ পর্যটকদের*

এসবি নিউজ ব্যুরো: শীত পড়তে শুরু করেছে ।স্বাভাবিকভাবেই ডুয়ার্সে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। আর অন্যান্য দিনের মতোই এদিনও বিকেলে গরুমারা গেট দিয়ে যাত্রাপ্রসাদের সাফারির জন্য বেরিয়ে ছিলেন পর্যটকরা। গরুমারা গেট দিয়ে যাত্রাপ্রসাদের প্রবেশের সময় ছিল বিকেল তিনটা। কিন্তু বিকেল তিনটা থেকে গরুমারা গেটে আটকে রাখা হয় সাফারিতে থাকা পর্যটকদের জন্য। গরুমারা গেটে থাকা বনকর্মীদের কাছে পর্যটকরা জানতে চান কি কারণে সাফারি দেরি হচ্ছে।

পর্যটকদের দাবি বনকর্মীরা এর কোনো সদুত্তর দিতে পারেনি। যে কারণে বনকর্মীদের সঙ্গে এক প্রকার বচসা শুরু হয়ে যায় পর্যটকদের। বনকর্মীরা প্রায় এক ঘন্টা পর পর্যটকদের চাপড়ামারীতে সাফারির কথা বলেন পর্যটকদের। এদিকে ততক্ষণে অনেকটা দেরী হয়ে যাওয়ায় চাপড়ামারিতে সাফারি করতে চায়না পর্যটকরা। ঘটনায় আরো উত্তেজিত হয়ে পড়ে পর্যটকরা । টাকা দিয়ে টিকিট কেটে এবং সাফারিতে বেড়িয়েও সাফারি করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন পর্যটকরা। পরবর্তীতে গরুমারা গেটে দায়িত্বে থাকা বনকর্মীরা পর্যটকদের জানায়, জঙ্গলের রাস্তায় একটি হাতি মস্তিতে রয়েছে তাই এ সময়ে পর্যটকদের প্রবেশ বিপদজনক হতে পারে যেকারণে আজকে সাফারি হবে না । পরবর্তীতে ঘটনাস্থলে আসেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্ধিজপ্রতিম সেন। তিনি এসে পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পর্যটকদের বোঝান যে এ সময় কোনোভাবেই যাত্রাপ্রাসাদের সাফারি সম্ভব নয়। যেকোনো সময় মস্তিতে থাকা হাতিটি আক্রমণ করতে পারে।

তাছাড়া এরপাশেই গতকালও একজনকে হাতি মেরে ফেলেছে। তাই আপনাদের নিরাপত্তা স্বার্থেই আজকের সাফারি বন্ধ থাকবে। এরপর ডিএফও পর্যটকদের বলেন, যদি মস্তিতে থাকা হাতিটি সড়ে যায় তাহলে প্রয়োজনে আপনাদের কালকে এখানে সকালে জঙ্গলে সাফারি করানো হবে বা আপনারা যদি অনেকে টিকিটের দাম ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। এমনকি অন্য জায়গায় সাফারিতে যেতে চাইলেও ব্যবস্থা করা হবে।

*তিন বিধানসভা কেন্দ্রের এই জয় নজিরবিহীন: মোদী*


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়ী এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এগিয়ে থাকায় দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছেছেন। 

বিজেপি সদর দফতরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজকের জয় ঐতিহাসিক ও নজিরবিহীন। 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর আইডিয়া আজ জিতেছে। আজ আত্মনির্ভর ভারতের সংকল্পের জয় হয়েছে, বঞ্চিতদের অগ্রাধিকারের ধারণার জয় হয়েছে, দেশের উন্নয়নের জন্য রাজ্যগুলোর উন্নয়নের ধারণার জয় হয়েছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, "এই নির্বাচনে জাতপাতের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। আমি বলতে থাকি যে আমার কাছে চারটি জাত গুরুত্বপূর্ণ - নারী শক্তি, যুব শক্তি, কিসান এবং গরিব পরিবার।"

*দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা জনসমর্থন পেয়েছি: মোদী*


তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌছিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেখান থেকেই দুর্নীতি নিয়ে সরব হলেন তিনি। মোদী বলেন,"দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ে প্রচুর জনসমর্থন মিলছে। ভোটাররা জানিয়ে দিচ্ছেন, দুর্নীতিগ্রস্তদের পাশে তাঁরা নেই। কেন্দ্রীয় এজেন্সিদের যাঁরা দুর্নাম করেন, তাঁদের পাশে মানুষ নেই।"

পাশাপাশি উন্নয়ন প্রকল্প নিয়েও মুখ খুললেন মোদী। তিনি বলেন, "ভারতের কোনও নাগরিক আমাদের উন্নয়নযাত্রায় পিছিয়ে পড়বেন না। সবার জন্য সরকার। সবার জন্য উন্নয়ন। যেখানে বিশ্বাস খতম হয়, সেখানে মোদীর গ্যারান্টি শুরু হয়। " মোদী এও জানান, আজকের এই জয়ে আমাদের দায়িত্ব আরোও বেড়ে গেল। 

প্রসঙ্গত, যখন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বারংবার সরব হয়েছে বিরোধী শিবির। তাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী শিবিরকে দমাতে পারবে না গেরুয়া শিবির। তবে, এদিনের নির্বাচনে পদ্মের বিপুল জয়ে খানিকটা চাপে পড়ছে বিরোধী শিবিরের একাংশ।

জয়ের দোরগোড়ায় পৌছিয়েছে BJP: জে পি নাড্ডা

তিন বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। এবার তা নিয়েই ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদি 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর সবকা প্রয়াস' ধারণা এগিয়ে চলছে। এক নয়, একের পর এক ভোটে জয়ের দোরগোড়ায় বিজেপিকে পৌঁছে দিয়েছেন মোদী।"

কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেন, "ওবিসিকে গালি দেওয়া মানে প্রধানমন্ত্রীকেই গালি দেওয়া। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে অপমান করা।" তবে এদিনের বক্তব্যের শেষে ৩ বিধানসভা কেন্দ্রে জয়ের জন্য দলীয় আধিকারিকদের শুভেচ্ছা জানালেন নাড্ডা।

পরাজয়ের পর পদত্যাগপত্র জমা দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

নির্বাচনে পরাজয়ের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যপাল কালরাজ মিশ্রের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা গিয়েছে,বিজেপি ১০৪ টি আসন জিতেছে এবং বর্তমানে ১১ টি আসনে এগিয়ে রয়েছে।

কল্যাণীতে এক বিজেপি কর্মী কে নির্মম অত্যাচার করার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে শান্তিপুরে দক্ষিণ জেলা বিজেপি যুব মোর্চার রাস্তায় আগুন জ্বালিয়ে

নদীয়া:কল্যাণীতে গত দুদিন আগে স্থানীয় বিজেপি নেতৃত্ব মিহির বিশ্বাসের ওপর নির্মম আক্রমণ নেমে এসেছিলো। সে বিষয়ে স্থানীয় বিজেপির নেতৃত্ব জানান তৃণমূলের গুন্ডাবাহিনী নির্মমভাবে তাকে হত্যা করতে উদ্ধত হয় শুধুমাত্র বিরোধীদল করার জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব পরিবারের সাথে কথা বলে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বর সাথে কথা বলে।

সেই মোতাবেক একটি অভিযোগ পত্র দায়ের করা হয়। কিন্তু মূল দোষীদের আড়াল করছে পুলিশ প্রশাসন এমনই অভিযোগ তুলে গতকাল এবং আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে দফায় দফায় নদীয়ার বিভিন্ন এলাকায়, রাস্তায় জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভ মিছিল ধিক্কার সভা প্রতিবাদ মিছিল আয়োজন করে।

আজ নদিয়া জেলার শান্তিপুর ডাকঘর মোড়ে এমনই এক প্রতিবাদী বিক্ষোভ সভায় রাস্তায় আগুন জালিয়ে প্রতিবাদ করা হয় বেশ খানিকক্ষণ অবরুদ্ধ করে দেওয়া হয় শহরের মূল রাজপথ।

নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি সুকান্ত বিশ্বাস, এই বিক্ষোভ সভার নেতৃত্ব দেন, উপস্থিত ছিলেন পুরসভার 2 কাউন্সিলর মহানন্দ বিশ্বাস এবং বলরাম ঘোষ, শান্তিপুরের বিভিন্ন যুব মোর্চা নেতৃত্ব সহ ছাত্র শ্রমিক মহিলা সহ বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধ প্রায় আধঘন্টা চলার পর শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এসে তাদের সাথে কথা বলেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত বিশ্বাস বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনীরা পুলিশের সহযোগিতা নিয়ে বিভিন্ন দিকে সন্ত্রাস চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দল করার কারণে, আর তারই বার্তা হিসেবে আজ নদীয়ার শান্তিপুরে এই প্রতিবাদ।

এখানকার পুলিশ প্রশাসন কেউ জানিয়ে দেওয়া হয়েছে, কোন বিজেপি কর্মী সমর্থক কে হেনস্থা অথবা অপমানজনক মন্তব্য কিংবা মারধর করা হলে যুব মোর্চার হাজার হাজার সদস্যরা ছেড়ে কথা বলবেনা। অন্যদিকে কল্যাণীর ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবি করেছে শান্তিপুরের যুব মোর্চার সদস্যরা এই বার্তা যেন তারা ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে।

কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনার প্রতিবাদে মহামিছিল রামপুরহাটে

এসবি নিউজ ব্যুরো: ১০০ দিনের বকেয়া টাকা,আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারের বাংলাক দিচ্ছে না।এই বঞ্চনার প্রতিবাদে মহামিছিল অনুষ্ঠিত হল রামপুরহাট শহর দলীয় কার্যালয় থেকে রামপুরহাট জুড়ে একটি মহা মিছিল করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে পাঁচ মাথা মোড়ে শেষ হয় । রামপুরহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা নিজ নিজ ওয়ার্ডের থেকে এসে মিছিলে যোগদান করেন।

মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আশীষ ব্যানার্জি ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক দিবস পালন

এসবি নিউজ ব্যুরো: উত্তর দিনাজপুর জেলা সমাজ কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক দিবস পালন করা হল রবিবার। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় হোম ফর ডিফ অ্যান্ড ডাম্ফ এ আয়োজিত এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস কুমার মন্ডল, রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নাচ ,গান সহ বিভিন্ন সংস্কৃতি কার্যকলাপের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলির ভালো থাকা ও সুস্থতা কামনা করে প্রশাসনের তরফ থেকে তাদের পাশে থাকার বার্তা দিলেন অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মন্ডল।

4 State poll results trends

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 115, কংগ্রেস 70 , BSP 2 othe 12

ছত্তীসগঢ়....বিজেপি 56, কংগ্রেস 34

তেলেঙ্গানায়..... কংগ্রেস 69,বি আর এস 39 BJP 9 MIM 6, Other 1

মধ্য প্রদেশ.....বিজেপি 165, কংগ্রেস 64 other 1