*শাহকে খোলা চিঠি লিখলেন সায়নী ঘোষ*

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা সম্মেলন। কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির এই মেগা সম্মেলন। এই মেগা সম্মেলন সর্বপরী অমিত শাহর বঙ্গে আসার আগেই শাহকে খোলা চিঠি লিখলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।

নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠির কপি প্রকাশ করলেন সায়নী। একই সাথে দিলেন ভিডিও বার্তাও। সেই বার্তায় সায়নী বলেন, “অমিত শাহজী আপনি বাংলায় আসছেন, ঘুরে চলে যাচ্ছেন। বাংলায় আসছেন আসুন, বাংলার প্রাপ্য টাকা তো নিয়ে আসুন। আপনি এলেন অথচ বাংলার মানুষের কোনও উপকার হল না; তাহলে কি হল আপনার এসে!”

শাহের সভার আগেই ‘মোটা ভাই , ভোট নাই’ পোস্টার টাঙালো তৃণমূল

কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই আগে শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং।এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এইভাবে শাহ-বিরোধী প্রচার চালানো হবে তৃণমূলের তরফে।

এই মেগা জনসভা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন,' ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।'পাশাপাশি তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ' ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১টে ৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স থেকে সড়কপথেই সভাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলে উপস্থিত থাকবেন।

শাহের সভার আগেই ‘মোটা ভাই , ভোট নাই’ পোস্টার টাঙালো তৃণমূল

কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই আগে শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং।এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এইভাবে শাহ-বিরোধী প্রচার চালানো হবে তৃণমূলের তরফে।

এই মেগা জনসভা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন,' ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।'পাশাপাশি তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ' ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১টে ৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স থেকে সড়কপথেই সভাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলে উপস্থিত থাকবেন।

অমিত শাহের উপস্থিতিতেই ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল

শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাকেই মোট ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ। এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির বিশেষ সভার সময়েই।

ধর্মতলায় ত্রিস্তরীয় মঞ্চে শাহর সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সেই সভায় আসবেন বিজেপি কর্মী-সমর্থকরা।এদিনই কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সেই চিঠির মাধ্যমে ১০০ দিনের শ্রমিকদের পারিশ্রমিক আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়েই অমিত শাহর উদ্দেশ্যে চিঠি দেবে ঘাসফুলের যুব নেতৃত্ব।

*কোথায় হবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২৯ শে নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত মিটিং আছে ভিক্টোরিয়া হাউজের সামনে। এই মিটিং এর জন্য যাতে সাধারণ মানুষ অসুবিধা মুখোমুখি না হয় সেই দিকেই নজর রেখেছে লালবাজার। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*আরোও কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


শহরে শীতের আমেজ। ঠান্ডা-ঠান্ডা অনুভূতি। সকালে শহর থেকে জেলা, সর্বত্রই কুয়াশার দাপট।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ইনিংস শুরু হয়েছে শীতের। শ্রীনিকেতন, বাঁকুড়া, পুরুলিয়ায় পারদ ১৫ ডিগ্রির আশেপাশে নেমেছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বেশ খানিকটা বেশি। ভোরের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা অনেকটাই কম।

আবহাওয়া বিভাগও অধিকর্তার নাম ডক্টর গণেশ কুমার দাস জানিয়েছেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া বর্তমানে শুষ্ক থাকবে। বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তাপমাত্রারও খুব একটা হেরফের হবেনা। আগামী তিন থেকে চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমবে। বর্তমানে রাজ্যের কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৯শে অক্টোবর (বুধবার)*


মেষ রাশিফল (Wednesday, November 29, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নিন। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোন কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন।

প্রতিকার :- শনি মন্দিরে সাতটি বাদাম ও সাতটি কালো ছোলার দানা দান করলে আপনার প্রেম জীবন সুদৃঢ় হবে।

বৃষভ রাশিফল (Wednesday, November 29, 2023)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না।আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন। আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন- আপনাদের মধ্যে কেউ কেউ দাবা-শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প-কবিতা লিখবেন বা ভবিষ্যত পরিকল্পনা করবেন। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো কম্বল দান করলে তা পানার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।

মিথুন রাশিফল (Wednesday, November 29, 2023)

ঘৃণার অনুভূতি ব্যয়সাপেক্ষ প্রমাণিত হতে পারে। এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্য্যশীলতার ক্ষমতাই নষ্ট করে না, বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযত হোন- আপনার দৃঢ়সঙ্কল্পতা এবং দক্ষতা লক্ষ্যণীয় হবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যে লাভ করার জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন।

কর্কট রাশিফল (Wednesday, November 29, 2023)

আপনার মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মত ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে-মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে। যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। আপনি যা কিছু করবেন তাতেই নিখুঁত হবেন- আপনি দক্ষতা দেখিয়ে আপনার চারপাশের মানুষের কাছে আপনার অস্তিত্য প্রমাণ করুন। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

প্রতিকার :- বিষ্ণু বা শিব মন্দিরে সূর্যের বস্তু গম, মুসুর ডাল, গুড়, ডালিয়া, লাল বস্ত্র এবং সিঁদুর দান করলে প্রেম জীবন সুন্দর হবে।

সিংহ রাশিফল (Wednesday, November 29, 2023)

অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না- এতে শরীরের ক্ষতি হয়। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

কন্যা রাশিফল (Wednesday, November 29, 2023)

আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন। আপনার গোঁড়া চিন্তা/পুরোনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে- উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে। আজ, আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে- কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- কাঁচা কয়লা সন্ধে বেলা জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

তুলা রাশিফল (Wednesday, November 29, 2023)

আপনার স্ত্রীর স্বাস্হ্য চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন, অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যিই অবিশ্বাস্য।

প্রতিকার :- সাদা কালো দাগের কোনো গরুকে খাবার এবং জাবর দিলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়ক হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, November 29, 2023)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। কোন দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। মনের কথা বলতে ভয় পাবেন না। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন, এর ফলে ভালো স্বাস্থ্য বজায় থাকবে।

ধনু রাশিফল (Wednesday, November 29, 2023)

বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হোন। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না। কর্মক্ষেত্রে জিনিষগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে। আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন- আপনাদের মধ্যে কেউ কেউ দাবা-শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প-কবিতা লিখবেন বা ভবিষ্যত পরিকল্পনা করবেন। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক দৃঢ় হবে এদের মধ্যে।

মকর রাশিফল (Wednesday, November 29, 2023)

দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন।

প্রতিকার :- ক্যারিয়ার এ অভাবনীয় অগ্রগতির জন্য দরিদ্র ও অভাবী লোকজনকে বাঁশের ঝুড়িতে খাবার, তোশক, মিষ্টি ও আয়না দান করুন।

কুম্ভ রাশিফল (Wednesday, November 29, 2023)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে- কোন পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে

প্রতিকার :- পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না। কারন সূর্য সাত্ত্বিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন।

মীন রাশিফল (Wednesday, November 29, 2023)

আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীর থেকে মনযোগের অভাব অনুভব করতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন যে সে/তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন।

প্রতিকার :- পরিবারে গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিলে পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় থাকবে।

*মঙ্গলেই হল মঙ্গল,১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ জন শ্রমিক*


১৭ দিন পর এলো সাফল্য। একের পর এক ৪১ জন শ্রমিককে সুরক্ষিতভাবে বের করা হলো উত্তরকাশীর সুড়ঙ্গের ভেতর থেকে। মঙ্গলেই হল মঙ্গল। হাত দিয়ে ধ্বংসস্তূপ কেটে উদ্ধারকারীদের হার না মানা লড়াইকে কুর্নিশ জানাচ্ছে দেশ।

জানা গিয়েছে, ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া সমস্ত শ্রমিককে সফলভাবে উদ্ধার করার পরে অ্যাম্বুলেন্সগুলো সিল্কিয়ারা টানেল সাইট থেকে ছেড়ে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির তত্ত্বাবধানে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে মুক্তি পেল বাংলার ৩ শ্রমিক। খুশির হাওয়া তাদের পরিবারে। ১৭ দিন টানেলে জীবন-মৃত্যুর লড়াই শেষে তারা গাইল জীবনের জয়গান। এ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। 

উত্তরকাশী টানেল উদ্ধার অভিযানের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি বলেছেন, "আমি অত্যন্ত খুশি যে সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। পিএমও'র নেতৃত্বে সব এজেন্সি দিনরাত কাজ করেছে। উদ্ধার হওয়া শ্রমিকদের আমি আমার শুভেচ্ছা জানাতে চাই। আমি সেই কর্মীদেরও ধন্যবাদ জানাতে চাই যারা উদ্ধার অভিযানে সহায়তা করেছেন। সুড়ঙ্গের নিরাপত্তা অডিটও এখন করা হবে।" 

*সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টোটো বন্ধের ডাক তমলুক শহর টোটো চালক ইউনিয়নের।*

রাজ্য

দিনে দিনে বাড়ছে টোটোর সংখ্যা৷ ফলে রাজ্য সড়ক হোক কিংবা জাতীয় সড়কে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা কমাতে উচ্চ আদালত ও পরিবহন দপ্তরের আদেশ অনুসারে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল অবৈধ ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই শহরে রয়েছে মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ও বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, সহ একাধিক নার্সিংহোম এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস। তমলুক শহরে যদি রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ হয় তাহলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষেরা তেমনি অপরদিকে ক্ষতির সম্মুখীন হবে টোটো চালকেরা। তমলুক শহরে এই মুহূর্তে প্রায় ৭০০ থেকে ৮০০ টোটো চলাচল করে, সেই সমস্ত টোটো চালকেরা আজ তমলুক শহর জুড়ে মিছিল করে।

সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন মানবিক দৃষ্টিতে বিবেচনা করে তমলুক শহরে যাতে টোটো চালানো যায় সেই দাবি রেখে গতকাল সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত টোটো বন্ধের ডাক দিয়েছে টোটো ইউনিয়ন, এমনটাই জানান তমলুক শহর টোটো ইউনিয়নের সভাপতি চঞ্চল খাঁড়া।

রুটে বাস চলাচল নিয়েপ্রশাসনের হস্তক্ষেপ অবশেষে মিটলো সমস্যা

রাজ্য

উত্তর ২৪ পরগনা: বারাসাত জোকা রুটের সরকারি বাস C8 বারাসাতের তিতুমীর বাস স্ট্যান্ড থেকে চলতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বাসটি চালানো হলেও সিন্ডিকেটের কারণে পরিষেবায় খামতি তৈরি হচ্ছিল।

গোটা বিষয়টি নিয়ে যাতে নাগরিক পরিষেবা কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই জেলা শাসকের দপ্তরের একটি বৈঠক ডাকা হয়েছিল বেসরকারি বাস সিন্ডিকেট ও সরকারি আধিকারিকদের নিয়ে। দ্বিপাক্ষিক আলোচনার পর এদিন সমস্যার সমাধান হয়েছে বলে জানা গিয়েছে।