*Arsene Wenger came to India*
Sports News
Photo Gallery
Arsene Wenger came to India
Pic Courtesy by:AIFF
*Arsene Wenger came to India*
Sports News
Photo Gallery
Arsene Wenger came to India
Pic Courtesy by:AIFF
*Arsene Wenger came to India*
Sports News
Khabar Kolkata: Arsene Wenger came to India as previously announced. Former coach and FIFA Global Football Development Committee head Arsene Wenger. The legendary Wenger arrived in India on this day. All India Football Association president Kalyan Chaubey welcomed him.
He discussed various issues with the top brass of Indian football at the All India Football Association headquarters in New Delhi. Legendary Arsene Wenger also calls Indian football a gold mine.All India Football Association has taken various initiatives for the development of football in the country. One of them is to build an academy in collaboration with FIFA. Arsene Wenger will inaugurate the FIFA-AIFF Academy in Bhubaneswar tomorrow.
Pic Courtesy by:AIFF
*ICC thanks BCCI for hosting biggest Cricket World Cup ever*
Sports News
SBNB : The International Cricket Council (ICC) has thanked the Board of Control for Cricket in India (BCCI) for the successful hosting of the ICC Men’s Cricket World Cup 2023, which has been the biggest Cricket World Cup ever.
Australia beat India to claim their sixth Men’s Cricket World Cup in front of a packed crowd at the Narendra Modi Stadium in Ahmedabad, the world’s biggest cricket stadium. The World Cup has been the most attended ICC event ever and records have also been broken across broadcast and digital.
The 2023 edition has showcased the very best of cricket in one day, combining the unique Indian passion for cricket with the national pride of all competing nations creating an unrivalled global sporting occasion which captured the imagination of fans from across the world.
The event was delivered from 5 October to 19 November across ten host cities Ahmedabad, Bengaluru, Chennai, Delhi, Dharamsala, Hyderabad, Kolkata, Lucknow, Mumbai, Pune, including the warm-up venues of Guwahati and Thiruvananthapuram.
ICC Chair Greg Barclay said, “We are delighted with the success of the ICC Men’s Cricket World Cup 2023, which has been the biggest Cricket World Cup ever. The event has been the most attended ICC World Cup ever with records shattered across broadcast and digital showcasing the support and interest for the one-day game.
“I’d like to thank the Board of Control for Cricket in India for delivering a World Cup that was a true celebration of the best all-round cricket experience that brought fans closer to the action than ever before. Thank you must also go to the Match Officials and to the ICC staff for delivering a world class global cricket event.
“Thank you to all ten teams for making this such a wonderful World Cup and to India and Australia for such a compelling final to conclude the event. Congratulations to Australia for winning a remarkable sixth ICC Men’s Cricket World Cup.”
Pic Courtesy by: ICC
*রাজ্যপালের বর্ষপূর্তি পালন রাজভবনে*
২০২২ সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্বে বসেছিলেন কেরলের বাসিন্দা সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসার পরই বাংলার সঙ্গে নিজের আত্মীয়তা গড়ে তুলতে বাংলা শেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সূত্রের খবর রাজ্যপাল হিসেবে বঙ্গে এক বছর পূর্তির অনুষ্ঠান করতে চলেছেন সিভি আনন্দ বোস।আগামী ২৩ নভেম্বর রাজভবনে ওই বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে রাজ্যের বিভিন্নস্তরের মানুষজনকে আমন্ত্রণ জানানো হবে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়।
*ODI ICC World Cup,2023*
Sports News
ODI ICC World Cup,2023
post-final shoot with Australia captain Pat Cummins.
Pic Courtesy by: ICC
*বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল শান্তিনিকেতন থানার পুলিশ*
সোমবার সকালে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল শান্তিনিকেতন থানার ওসি এবং তদন্তকারী অফিসাররা। একাধিকবার কুরুচিকর মন্তব্যের জেরে বিপাকে পড়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। জানা গিয়েছে, এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার পুলিশ আধিকারিক রয়েছেন বিশ্বভারতীর উপাচার্যের বাংলোতে। জানা গিয়েছে, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া ৫ মামলার বিরুদ্ধেই প্রশ্ন করা শুরু করেছে শান্তিনিকেতন পুলিশ। প্রসঙ্গত , উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার আগের দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার একটি চিঠি দিয়ে আক্রমণ করেছিলেন তিনি। সেই চিঠি নিয়েই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। শুধু তাই নয় গত পাঁচ বছরের উপাচার্যের কার্যকালে বহুবারই বিতর্কে জড়িয়েছিলেন বিদ্যুৎ। বারবার রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
উপাচার্য পদ ছাড়ার আগেও বিদ্যুৎ-এর বিরুদ্ধে আরও চারটি অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল ৪ টি মামলা । বিতর্কিত ফলক বসানোর জন্য আদালত রক্ষাকবচ দিলেও পুলিশ বিদ্যুৎকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানায়। মনে করা হচ্ছে সেই সকল বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে আজ তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি।
*ছট পুজোয় সাধারণ মানুষের সাথে খড়্গপুরে আনন্দে মাতলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ*
এসবি নিউজ ব্যুরো: ছট পুজোয় মেদিনীপুরের খড়্গপুরে আনন্দে মাতলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সকাল থেকেই তাকে দেখা গেলো পুণ্যার্থীদের চা-বিস্কুট বিতরণ করছেন স্বয়ং তিনি। এমনকি ঢোল বাজাতেও দেখা গেল দিলীপ বাবু কে। তিনি সাংবাদিকদের বলেন," মুখ্যমন্ত্রীর ছুটি দেন,ডিএ দেন না, বেতন দেন না। কেন্দ্র সরকার কাজ করে, ছুটি দেয় না। অন্যান্য দেশের থেকে আমাদের দেশের কর্ম দিবস কম।"
ছুটি নিয়ে কেন্দ্র রাজ্য তরজার মাঝে এমনই দাবি বিজেপি সংসদ দিলীপ ঘোষের। নওশাদ বিরোধী বিধায়ক। তাকে কেন ডিস্টার্ব করা হচ্ছে? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। একই সাথে তার দাবি, তদন্তের জন্য সিবিআই ইডি ডাকলেই প্রতিহিংসার কথা বলা হচ্ছে। চুরিও করবেন আবার চোখও রাঙাবেন।
*ছট পুজোর ঘাটে বিক্ষোভের মুখে জেলা তৃণমূল নেতা*
এসবি নিউজ ব্যুরো: আরো একবার বিতর্কে জড়ালেন ধুপগুড়ি পৌরসভার বিদায়ী উপ পৌরপ্রধান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজেশ কুমার সিং। ছট পূজা কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ধুপগুড়ির মধ্যবর্তী কমলাইন নদীর ছটঘাটে। বিশেষ সূত্র মারফত খবর পুজোর স্থান নিয়ে নদীর ঘাটে কিছু মানুষের মধ্যে প্রথমে বচসি শুরু হয়। সে সময় ঘাটে উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসক মন্ডলী সদস্য ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।
তিনি এবং তার অনুগামীরা একে অপরের পক্ষে সমর্থন করার কথা বলায় উত্তেজনা হয়।অভিযোগ ওঠে রাজেশ কুমার সিং আঙ্গুল তুলে হুমকি দেন এবং মারধরও করেন।উপস্থিত পুরুষ ও মহিলা উভয়ই ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশ কেউ হেনস্তার মুখে পড়তে হয়।
আর এই গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুধু ধুপগুড়িতে। একজন জেলার তৃণমূল নেতৃত্ব এভাবে প্রকাশ্যে মারপিটে জড়িয়ে যাওয়ায় সামাজিক মাধ্যমে কটুক্তির শিকার হন তিনি। যদিও এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য বিষয় খতিয়ে দেখা হবে। তবে রাজ্যের মূল বিরোধী দল বিজেপি, তীব্র কটাক্ষ করতে ছাড়েনি এদিনের ঘটনাকে।
*ছট পুজোর কারণে যানজটের আশঙ্কা, জানুন আজকের ট্রাফিক আপডেট*
আজ ২০শে নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।
যানচলাচল স্বাভাবিক আছে। তবে এদিন ছট পুজো থাকায় গঙ্গার আশেপাশে এলাকায় যানজটের আশঙ্কা করেছে ট্রাফিক কন্ট্রোল রুম। এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।
Nov 20 2023, 21:05