WestBengalBangla

Oct 11 2023, 21:18

*Bangladesh fined for slow over-rate in Men’s Cricket World Cup Match against England*

Sports News 

 World Cup,2023 

 

 KKNB : Bangladesh have been fined 5 per cent of their match fee for maintaining a slow over-rate against England in a league match of the ICC Men’s Cricket World Cup on Tuesday, 10 October 2023.

Javagal Srinath of the Emirates ICC Elite Panel of Match Referees imposed the sanction after Shakib Al Hasan’s side was ruled to be 1 over short of the target after time allowances were taken into consideration.

In accordance with Article 2.22 of the ICC Code of Conduct for Players and Player Support Personnel, which relates to minimum over-rate offences, players are fined 5 per cent of their match fees for every over their side fails to bowl in the allotted time.

Shakib Al Hasan pleaded guilty to the offence and accepted the proposed sanction, so there was no need for a formal hearing.

On-field umpires Ahsan Raza and Paul Wilson, third umpire Adrian Holdstock and fourth umpire Kumar Dharmasena leveled the charge.

Pic Courtesy by: ICC

WestBengalBangla

Oct 11 2023, 12:33

সিজিওতে পৌছালেন রুজিরা

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবারকেই তলব করেছিল ইডি। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সঙ্গে যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছিল অভিষেকের মা, বাবা ও স্ত্রীকেও। এর আগে ইডির তলবে সশরীরে হাজিরা দেননি লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়। তবে ইডির নির্দেশ মতো পাঠিয়েছিলেন নথি। প্রশ্ন উঠেছিল, কী করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়? তিনি কি হাজিরা দেবেন নাকি আইনজীবী পাঠাবেন।

যদিও এর আগে কয়লা পাচার মামলায় সশরীরেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক পত্নী। এবারেও তাই করলেন। ইডির তলবে বুধবার সকাল ১০ টা ৫৭-য় সল্টেলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছোলেন রুজিরা।

গোটা সিজিও চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে। রয়েছে পুলিশ মোতায়েনও। এদিকে ইডিও তৈরি প্রশ্নপত্র নিয়ে। জিজ্ঞাসাবাদ পর্ব থেকে তদন্তকারীরা নতুন কোন তথ্য পান সেটাই এখন দেখার। 

WestBengalBangla

Oct 11 2023, 10:28

জেলায় জেলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মমতা

এবার মাত্র একদিনেই পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি মাধ্যমে

জেলার ৮৩৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রতিটি জেলার জেলাশাসকদের সেকথা জানানো হয়েছে। প্রত্যেক বছর কলকাতার একাধিক মণ্ডপে ঘুরে ঘুরে দুর্গাপুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে এবার কলকাতার দুর্গাপুজোর উদ্বোধন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

এক নজরে দেখে নিন কোন জেলার কটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী-

উত্তর ২৪ পরগনা: ৫৭

দক্ষিণ ২৪ পরগনা: ৫০

হাওড়া: ৫১

নদিয়া: ৩৫

মুর্শিদাবাদ: ৩১

পূর্ব বর্ধমান: ৩৭

পশ্চিম বর্ধমান: ৩২

বীরভূম: ৩৩

হুগলি: ৩৭

পূর্ব মেদিনীপুর: ৩৯

ঝাড়গ্রাম: ৩৬

পশ্চিম মেদিনীপুর: ৪১

বাঁকুড়া: ৪১

পুরুলিয়া: ৪৭

মালদহ: ৪১

দক্ষিণ দিনাজপুর: ২৩

উত্তর দিনাজপুর: ৪০

দার্জিলিং: ৪০

কালিম্পং: ৮

জলপাইগুড়ি: ৬৩

আলিপুরদুয়ার: ১৯

কোচবিহার: ৩৫

WestBengalBangla

Oct 11 2023, 08:23

*বেলা ১১টা বাজলেই শুরু মিছিল,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১১ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা ৩০ নাগাদ রানি রাসমণি অ্যাভিনিউতে একটি মিছিল আছে। সেখানে ১০০-২০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার বেলা ২টো নাগাদ রামলীলা ময়দান থেকে হবস স্ট্রিট পর্যন্ত একটি মিছিল আছে। পাশাপাশি ২টো ৩০ নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Oct 11 2023, 08:15

* দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


পুজোর আর মাত্র কিছুদিন বাকি। আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত ঝলমলে থাকবে আবহাওয়া। পুজোর ঠিক আগে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া দফতর।

যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। যদিও ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। আবহওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে।

তবে বুধবার বৃষ্টির সম্ভাবনা না থাকায় আরো বাড়বে তাপমাত্রা তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে।আজ রাজ্য সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২. ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রী সেলসিয়াস।

WestBengalBangla

Oct 11 2023, 08:11

*আজকের রাশিফল ১১ই অক্টোবর (বুধবার)*


 

মেষ রাশিফল (Wednesday, October 11, 2023)

আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভাল ব্যবহার করুন। এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে, যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন। বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন। আজ বিশ্ব ধবংস হতে পারে, কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না।

প্রতিকার :- পেশাদারী জীবনের সাফল্যের জন্য বাড়ি থেকে বেরনোর আগে গুড় দিয়ে জল খান।

বৃষভ রাশিফল (Wednesday, October 11, 2023)

আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। সবচেয়ে ভাল হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয়। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। আজকের দিনে ‘পাগল হওয়ার’ দিন! আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন।

প্রতিকার :- রুপোর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন, এর ফলে আর্থিক উন্নতি হবে।

মিথুন রাশিফল (Wednesday, October 11, 2023)

চাপ উপেক্ষা করা প্রয়োজন। এটি খুব দ্রুতগতিতে তামাক এবং মদের মত মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন, তাই উভয় উভয়ের প্রতি কোমল হন।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।

কর্কট রাশিফল (Wednesday, October 11, 2023)

স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আপনার সন্তানসন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন।যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন, যাতে সেগুলি আপনি পূরণ/সম্পাদন করতে পারেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আরো ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতঃকালে সূর্য প্রণাম করুন।

সিংহ রাশিফল (Wednesday, October 11, 2023)

আপনার স্বাস্হ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হোন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনও খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত, কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- আপনার রিং ফিঙ্গার এ সোনা পরিধান করলে পরিস্থিতির আর্থিক উন্নতি হবে।

কন্যা রাশিফল (Wednesday, October 11, 2023)

শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্হ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন। এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভাল চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভাল। আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন প্রস্তাবনা এনে দিতে পারে বলে মনে হচ্ছে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- ‘ওম ভৌমায় নমঃ’ মন্ত্রটি ১১ বার জপ করলে প্রেম জীবনে পরিপূর্ণতা আসবে।

তুলা রাশিফল (Wednesday, October 11, 2023)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আপনার ভবিষ্যতকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাঁধা হতে পারে, কিন্তু কোনভাবে আপনি সবকিছু সাম্লে নিতে সমর্থ হবেন।

প্রতিকার :- রুপার চুড়ি বা কড়া পরলে আপনার প্রেম জীবন স্মরণীয় হয়ে থাকবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, October 11, 2023)

অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। যে কারও কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান, যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনও শব্দ উচ্চারন করবেন না ।

প্রতিকার :- আপনি নিজের বোন কে সন্মান করলে ও ভালোবাসলে আপনার প্রেম জীবনের ওপর তার ভালো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Wednesday, October 11, 2023)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। যে কারও কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। সবচেয়ে ভাল হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন। আরো কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।

প্রতিকার :- ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

মকর রাশিফল (Wednesday, October 11, 2023)

কিছু পরিবারের কিছু সদস্য তাঁদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারানোর প্রয়োজন নেই অন্যথায় পরিস্থিত হাতের বাইরে চলে যেতে পারে। মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয়। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে- আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায়-আপনার এমন কোন কাজ করা উচিত নয়- যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে- যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত। আজ, আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না। এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। অনেক গড়পড়তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন।

প্রতিকার :- তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

কুম্ভ রাশিফল (Wednesday, October 11, 2023)

আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- ওম শ্রাম শ্রীম শ্রম সাঃ কেতাবে নমঃ – এই মন্ত্রটি রোজ ১১ বার জপ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

মীন রাশিফল (Wednesday, October 11, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনাদের ভাগ করে নেওয়া ভালো মূহুর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময়। অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন , কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- ফল ও রুটি রাখার জন্য বাঁশের বা বেঁতের বা খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন। এই প্রতিকার ব্যবহার করলে আপনার পারিবারিক জীবনে বাধা বিঘ্ন কমতে থাকবে।

WestBengalBangla

Oct 10 2023, 12:04

অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের

মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবারই রাজ্যের বকেয়া দাবি শুনে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, মূলত একশো দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের নির্যাস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রের কাছ থেকে ‘বকেয়া’ আদায়ের দাবি নিয়ে সোমবার বিকাল ৪টে নাগাদ রাজভবনে অভিষেকের নেতৃত্বে ৩০ জন প্রতিনিধির একটি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল।

উল্লেখ্য, একশো দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না অভিযোগে প্রথমে দিল্লি ও তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না-অবস্থানে বসে রাজ্য সরকার। অবশেষে সোমবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

WestBengalBangla

Oct 10 2023, 08:16

*বেলা বাড়তেই রাজপথে মিছিল,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১০ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১ টা নাগাদ আর এস এম এন স্কোয়ার থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২-৩ হাজার মানুষ জমায়েত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বেলা ১ টা নাগাদ ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী স্টাচু পর্যন্ত একটি মিছিল আছে। যেখান৩০০-৪০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Oct 10 2023, 08:14

*আবার ঘূর্ণাবর্ত! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস,জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আবহাওয়া অফিস সূত্রে খবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। যদিও ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়।আবহওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে।

এরজেরে আজ থেকেই রাজ্যে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ ক্ষীণ বৃষ্টি হলেও হতে পারে। কলকাতা এবং শহরতলিতে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির জেরে রাজ্যে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রী সেলসিয়াস।