গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওএমআর শিটে কারচুপি করে নিয়োগে দুর্নীতির প্রমাণে তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আজ, শনিবারের মধ্যেই তাদের চাকরি বাতিল করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশ, শনিবার দুপুর ১২ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কমিশন সুপারিশপত্র বাতিল করবে। বিকাল ৩ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে তাদের নিয়োগপত্র বাতিল করবে মধ্য শিক্ষা পর্ষদ।
প্রথম পর্যায়ে ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনকে। বাকি ৫৭ জনকে কোন সুপারিশ পত্র দেওয়া হয়নি বলে জানায় কমিশন। এই ৫৭ এবং ৭৮৫ জন মিলে মোট ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, এরা আর কেউ স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোন জিনিসে এরা হাত দিতে পারবেন না।
পাশাপাশি, নিয়োগ বাতিল হওয়ায় ৮৪২ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদের বেতন ফেরতের বিষয়টি আদালত পরে সিদ্ধান্ত নেবে। এদিন থেকেই এই ৫৭ জনের চাকরি বাতিল বলে জানিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষন, কমিশনের মধ্যে থাকা ব্যক্তিদের কারণেই এই দুর্নীতি হয়েছে। দুর্নীতির কারণে চাকরি পাওয়া ব্যক্তিরাও তাদের দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিচারপতি। তিনি বলেন, এই দুর্নীতির জন্যই আজকে যোগ্য প্রার্থীরা যন্ত্রণা নিয়ে রাস্তায় বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন।
তিনি বলেন, এদের চাকরি চুরি করা হয়েছে। কমিশনের কর্তারা এবং শিক্ষা দপ্তরের কিছু কর্তার দুর্নীতির জন্যই চাকরি প্রার্থীদের এই দুরবস্থা। এই কর্তারা নিয়োগ দুর্নীতির ফল খেয়েছেন। বিচারপতি জানিয়েছেন, আগামী ১০ মার্চের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ২৫ শে মার্চের মধ্যে তাদের কাউন্সিলিং শেষ করতে হবে। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, তালিকা সহ অন্য কোন দুর্নীতির কারণে কেউ যদি ওয়েটিং লিস্টে থাকে, তাদের এই কাউন্সিলিং - এ ডাকা যাবে না।
![]()
Mar 10 2023, 18:50