Nadia

Feb 28 2023, 12:59

কৃষ্ণগঞ্জে মহিলা কনস্টেবল ধর্ষণ কাণ্ডে অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ কৃষ্ণনগর আদালতের বিচারকের


নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের  মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে বিএসএফের ইন্সপেক্টর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই ঘটনায় আজ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

উল্লেখ্য,নদীয়ার কৃষ্ণগঞ্জে ১৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের টুঙ্গী বিএসএফ ক্যাম্পে ধর্ষণ হয় মহিলা কনস্টেবল । মহিলা কনস্টেবল ২১ তারিখে ভবানীপুর থানায় অভিযোগ জানান ।মহিলা কনস্টেবল কে ধর্ষণের অভিযোগে ২৩ তারিখে গ্রেফতার  হয় বিএসএফের ইন্সপেক্টর কেতাব শিং।

অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে চার দিনের পুলিশ হেফাজতে নেয় । আজ  চার দিনের পুলিশ হেফাজত শেষ হতেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর আদালতে নিয়ে যায় অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে । বিচারক অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে ১৪দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

Nadia

Feb 28 2023, 12:56

নদিয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক আগ্নেয় অস্ত্র সহ কার্তুজ উদ্ধার


নদীয়া: দু'রাউন্ড গুলি ও একটি দেশী পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিস। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সৌরভ দত্ত। বাড়ি চাপড়ার বড় আন্দুলিয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তার বাড়ি থেকে পুলিশ গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। কি কারণে আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য ,গত রবিবার দুই আগ্নেয়াস্ত্র কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাদের কাছে থেকেও এক রাউন্ড গুলি সহ একটি পাইপগান উদ্ধার হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Nadia

Feb 27 2023, 17:09

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 27.02.2022


AITC leader Tapas Mandal interacts with the officials of a school in Sarati gram panchayat, Kalyani Block at Nadia.

PIC: I PAC

Nadia

Feb 27 2023, 17:07

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 27.02.2022


AITC leader Pramatha Ranjan Bose interacts with the officials of Gajna gram panchayat, Hanskhali Block at Nadia.

PIC: I PAC

Nadia

Feb 27 2023, 15:38

ফের মানবিক মুখ পুলিশের, হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিল পরিবারের হাতে পুলিশ প্রশাসন


নদীয়া: তাহেরপুর থানার অন্তর্গত বীরনগর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ অফিসার নাইট ডিউটি করার সময় বেরা কামগাছি এলাকার পথের ধারে শুয়ে থাকতে দেখে এক অজ্ঞাত পরিচয় একটি ছেলেকে। এরপরেই জিজ্ঞেস করতেই জানতে পারেন ছেলেটির বাড়ি বিহারে। এরপরই বিহারের লেহেরী থানায় যোগাযোগ করেন তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ছেলেটি গত ২৪ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান।

এরপর বিহারের লেহেরি থানায় পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয়। পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ। জানা যায় ছেলেটির নাম বিবেক কুমার সিনহা, বয়স আনুমানিক ২২ বছর। খবর পেয়ে বিহার থেকে ছুটে আসে পরিবারের লোকজন। তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তাদের ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার। পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে কুর্নিশ জানিয়েছেন।

Nadia

Feb 27 2023, 15:35

শুভ উদ্যোগ,মেয়ের অন্নপ্রাশনের ব্যয় সংকোচ করে, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বইয়ের জন্য স্থানীয় গ্রন্থাগারের ১০ হাজার টাকা দান করল পরিবার


নদীয়া: মেয়ের অন্নপ্রাশনের ব্যয় সংকোচ করে, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য ১০ হাজার টাকার মূল্যের পুস্তক স্থানীয় একটি গ্রন্থাগারের হাতে তুলে দিলেন সেনাবাহিনীতে কর্মরত পিতা।

আর দশটা সাধারণ শিশুর মতন নৈনিকার অন্নপ্রাশনটা যেন একটু অন্যরকম। নৈনিকার শুভ অন্নপ্রাশনে আমন্ত্রিতরা এলেন রকমারি খাদ্য খাওয়াতে ভুরিভোজ ও হলো। কিন্তু এই অন্নপ্রাশন টাকেই আর ১০টা দুঃস্থ বাচ্চার জন্য তার বাবা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তিনি চান কিছু করে যেতে।

তাই অন্নপ্রাশনের সমস্ত খরচ থেকে কিছুটা সঞ্চয় করে নগদ ১০ হাজার টাকা তুলে দিলেন স্থানীয় একটি গ্রন্থাগারে। নদীয়ার পলাশীপাড়া থানা এলাকার অভয় নগরের সাহেবনগর এলাকার বিশ্বনাথ বাবুর এহানো চিন্তা ভাবনাকে ধাদুবাদ জানিয়েছে আমন্ত্রিতর ব্যক্তিরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ।

ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত একজন মানুষের বিবেক চেতনা যে দেশপ্রেমে মন প্রাণ নিয়োজিত থাকবে সে কথাই আরেকবার প্রমাণ করল নৈনিকের শুভ অন্নপ্রাশন। সাক্ষী থাকল গোটা গ্রাম ।কারণ চেটেপুটে ভুরি ভোজের পাশেও এলাকার দুঃস্থ শিশুদের জন্য পুস্তক বিতরণ করে স্বভাবতই আলাদা মাত্রা এনে দিল নৈনিকের অন্নপ্রাশন।

Nadia

Feb 26 2023, 19:36

বিজেপি বিক্ষোভ এ সামিল বিজেপির বিধায়ক


নদীয়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ বিকেলে কল্যাণী থানা ঘেরাও করল বিজেপি। উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থকরা।

Nadia

Feb 26 2023, 19:34

রানাঘাট থানাতেও বিক্ষোভ দেখাল বিজেপি


নদীয়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর হামলার প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে আজ রানাঘাট থানাতেও বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি। নিশীথ প্রামাণিকের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করে বিজেপি নেতৃত্ব।

রানাঘাট থানার গেটের সামনে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি নেতাকর্মীরা।এদিন রানাঘাট থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ সমাবেশ করে বিজেপি।

Nadia

Feb 26 2023, 17:35

দত্তফুলিয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির


নদীয়া: স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ির ওপরে বোমা মারা হয়েছে। এই অভিযোগে নদীয়ার ধানতলা থানা এলাকার আড়ংঘাটা দত্তফুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপি নেতা কর্মী সমর্থকরা।

Nadia

Feb 26 2023, 16:28

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 26.02.2023


AITC leader Braja Kishor Goswami interacts with the workers of a healthcare centre in Belgoria-I gram panchayat, Santipur A Block at Nadia

PIC: I PAC