Eastmedinipur

Dec 08 2023, 17:27

*গনতান্ত্রিক অধিকার ফেরাতে হলদিয়া পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশনে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ*

হলদিয়াঃ এক বছর অতিক্রান্ত হলেও হলদিয়া পুরসভার নির্বাচন হচ্ছে না। সাধারণ মানুষ গনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। সাধারণ মানুষের উন্নয়ন, গনতান্ত্রিক অধিকার সহ ১৫ দফা দাবিদাওয়া নিয়ে শুক্রবার বিকেলে হলদিয়া পুরসভার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান প্রদেশ কংগ্রেস সহ সভাপতি লক্ষ্মণ শেঠ, কংগ্রেস নেতা প্রনব দাস,সুদর্শন মান্না, অশোক পট্টনায়ক সহ অন্যান্যরা।

এদিন পৌরসভার সামনে মঞ্চ বেঁধে দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতৃত্বরা। তার পর আটজনের একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে গেলে গেটে আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে কথা কাটাকুটির পর শেষমেশ আটজন প্রতিনিধি হলদিয়া পুরসভার এক্সকিউটিভ অফিসার জুলফিকার আলির কাছে ডেপুটেশন জমা করে।

এদিন প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ বলেন, এক বছর অতিক্রান্ত করলেও এখনো পর্যন্ত নির্বাচনের কোনো ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। সাধারণ মানুষ গনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এলাকায় সেইভাবে উন্নয়ন হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানাতে রাস্তা নেমেছি। ১৫ দফা দাবিদাওয়ার ডেপুটেশন জমা করেছি। প্রশাসন যদি কোনো ব্যবস্থা গ্রহন না করে তাহলে আগামীদিনে প্রতিনিয়ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি জারি থাকবে। আমরা চাই পৌরবাসি তাদের গনতান্ত্রিক অধিকার পাক তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।

Eastmedinipur

Dec 07 2023, 18:17

*শীতের দেখা নেই,গাছে আসছে না রস _ লোকসানের আশঙ্কায় পরিযায়ী খেজুর গুড়ের ব্যবসায়ীরা।*

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানা এলাকা থেকে পরিবার নিয়ে প্রতি বছর তমলুক এলাকায় চলে আসে এরা।

আসি থেকে একশটি খেজুর গাছে রস সংগ্রহ করতে পারলে তবেই দেখতে পাবে লাভের মুখ।

প্রতিদিন কুড়ি কেজির মতো খেজুর গুড় তৈরি করে বিক্রি করতে পারলে তবেই কিছুটা হলেও সংসারে একটু হলেও সুখের মুখ দেখতে পাবে।

কিন্তু এবছর শীত আসতে দেরি করছে,তার উপর নিম্নচাপের ফলে শীত উধাও। 80 টি গাছের মতো খেজুর গাছ রস সংগ্রহ করার জন্য হাঁড়ি পাতলেও,শীত না পড়ার ফলে খেজুর গাছে রস আসছে না। যার ফলে গুড় তৈরি করতে পারছে না খেজুর গুড়ের ব্যবসায়ীরা।

বর্তমানে পাঁচ থেকে ছয় কেজির মতো খেজুর গুড় তৈরি করতে পারলেও শীত না থাকায় খদ্দের পাওয়া যাচ্ছে না।

তবুও এখনও আসার আলো দেখছে খেজুর গুড়ের ব্যবসায়ীরা, কয়েকদিনের মধ্যে যদি শীত আসে তবেই খেজুর গাছে রস আসবে এবং নিশ্চিত পরিবারের সাথে তারা লাভের মুখ দেখতে পাবে।

Eastmedinipur

Dec 07 2023, 15:29

*দিনভোর বৃষ্টি, বৃষ্টি উপেক্ষা করে ইনসাফ যাত্রায় বামনেত্রী মীনাক্ষী মুখার্জি*

পাঁশকুড়া: শুরু হয়েছে বামেদের ইনসাফ যাত্রা। রাজ্যের বিভিন্ন জেলায় সেই ইনসাফ যাত্রা চলছে।বুধবার রাত থেকে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দিনভর চলছে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে বামেদের ইনসাফ যাত্রায় সামিল রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।

রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ বামেদের একাধিক নেতৃত্বরা। এদিন পশ্চিম মেদিনীপুর শেষ করে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করে ইনসাফ যাত্রা। পূর্ব মেদিনীপুরের রাতুলিয়া থেকে ইনসাফ যাত্রা শুরু হয়।শেষ হয় তমলুকে। আগামীকাল তমলুক থেকে আবার মিছিল শুরু হলে শেষ হবে মেচেদায়, মেচেদা থেকে কোলাঘাট পর্যন্ত যাবে ইনসাফ যাত্রা।

ইনসাফ যাত্রায় এসে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।

Eastmedinipur

Dec 07 2023, 13:40

*রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুমকির পরেই নড়েচড়ে বসল প্রশাসন,পঞ্চায়েত অফিস ভাঙচুরকারীদের গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ*

তমলুক: তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস এমন অভিযোগ বিজেপির, ঐ অঞ্চল অফিস দীর্ঘদিন তৃণমূলের দখলে ছিল, এইবারে বিজেপির দখলে যায়। মঙ্গলবার ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা টাকা সহ একাধিক দাবিতে তৃণমূল কংগ্রেস সভা করেছিল পঞ্চায়েত অফিসের পাশেই। সবার পরেই পঞ্চায়েত অফিস ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ করে বিজেপি। ভাঙচুরের পরেই গত বুধবার অঞ্চল অফিসের সামনে প্রতিবাদ সভায় পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তিন দিনের মধ্যে না গ্রেপ্তার করতে পারলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দেন। বুধবার রাতে উত্তর সোনামুই এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।সেক জাকির হোসেন( বিরোধী দলনেতা উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত),সেক আবুল কালাম,শুভ প্রসন্ন মান্না এবং জগদীশ জানা। বৃহস্পতিবার অভিযুক্তদের তমলুক আদালতে তোলা হয়েছে ।এদের বিরুদ্ধে IPC ৪৪৭,৪৪৮,৩৪১,৩২৩,৪২৭,৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Eastmedinipur

Dec 07 2023, 11:42

*আজ দিনভর চলবে বৃষ্টি, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।*

আজ দিনভর মেঘলা আকাশ, চলবে বৃষ্টিও, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গিয়েছে। বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কিও রাজ্যে বৃষ্টি হবে? তারইমধ্যে শুক্রবারের পর থেকে রাজ্যে কমবে পারদ। বাড়বে ঠান্ডা। কতটা ঠান্ডা বাড়বে?

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দিনভর আজ, বৃহস্পতিবার মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আগামিকাল, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। উইকেন্ডে ফিরবে শীতের আমেজ।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার ১১ ডিসেম্বর। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

কলকাতায় আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এক বা দু'পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বুধবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি ছিল (২২.৪ ডিগ্রি)। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি।

Eastmedinipur

Dec 06 2023, 19:40

*নিমতৌড়িতে অনুষ্ঠিত হল সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী অনুষ্ঠান সম্প্রীতির জয়গানে*

আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক সৌধ বাবরি মসজিদ ধ্বংসের কালাদিনে প্রোগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিসিএআই)-এর পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে নিমতৌড়ি হাইরোড মোড়ে 'সম্প্রীতির জয়গান' শীর্ষক একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যুদ্ধের বিরুদ্ধে এবং ধর্ম বর্ণ জাতপাতের বিরুদ্ধে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, অতুলপ্রসাদী সহ বিভিন্ন ধরনের গান আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন আধিকারিক তাপস কুমার মন্ডল।

বক্তব্য রাখেন দিকচিহ্ন পত্রিকার অন্যতম সদস্য অসীম গিরি গোস্বামী মহাশয়। সঞ্চালনা করেন তরুণ ঘোড়াই। পিসিএআই এর পূর্ব মেদিনীপুর জেলা শাখার আহ্বায়ক মঞ্জুশ্রী মাইতি বলেন - আজকে ভারতবর্ষের বুকে যেভাবে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে, দাঙ্গা লাগছে, মনিপুরের মতো বীভৎস ঘটনা ঘটছে, প্যালেস্টাইনের ওপর ইজরাইলি হানায় যেভাবে হাজার হাজার শিশু নারী প্রাণ দিচ্ছে তার বিরুদ্ধে সংস্কৃতিমনস্ক মানুষ চুপ থাকতে পারে না। আমরা সাংস্কৃতিক কর্মী হিসাবে এর প্রতিবাদ আমাদের গান কবিতার মধ্য দিয়ে ধ্বনিত করছি। সর্বস্তরের মানুষকে এই আবেদনের সাড়া দেওয়ার আহ্বান রাখছি।

Eastmedinipur

Dec 06 2023, 16:48

*চোরের দল, চুরি করতে না পেরে ভাঙচুর শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ শুভেন্দুর*

তমলুক: গতকাল( মঙ্গলবার রাতে) যারা গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করেছে তারা হেরে গিয়ে চুরি করতে না পেরেই ভাঙচুর করেছে তমলুকের সোনামুই গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে সেই এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে মান রেখার টাকা চুরি করে যারা , আবাস যোজনার টাকা যারা চুরি করতো তারা ভেঙেছে, এটা কাট মানি খাওয়ার অফিস বানিয়ে রেখেছিল।

এখানে একজন ডাকাত আছে তিন মাস জেল খেটেছিল পঞ্চায়েত ভোটের সময় সোমনাথ বেড়া চাকরি দেওয়ার নাম করে কুড়ি কোটি টাকা তুলেছে, পাইপ চুরি থেকে এহেনো চুরিতে বাদ নেই সব চুরিতে আছে। এটা চোর সামনে চোর পিছনের চর উপরে চোর একদম মমতা যোগ্য শরিক। সোমনাথ এবং জাকির এটা করেছে। আমি পরিদর্শন করলাম এবং পুলিশকে বললাম যাতে যথাযজ্ঞ ব্যবস্থা নেয় যেদিন আর নেয় থানাতে বিক্ষোভ হবে সব জায়গায় বিক্ষোভ হবে। এবং প্রধান উপপ্রধান কে বলেছি গোটা অঞ্চল অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করতে।

Eastmedinipur

Dec 05 2023, 15:51

*বড়দিনের আগে দিঘায় জমজমাটি ক্রীড়া আসর*

দিঘাঃ বড়দিনের আগে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জমজমাটি ক্রীড়া আসর।" দূষণ নয়, সবুজের জন্য দৌড়ান" থিমকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর রোড রেস এসোসিয়েশনের উদ্যোগে পূর্ব জেলা পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় আগামী ২৪ শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে " দিঘা বীচ ম্যারাথন"।

এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে " দিঘা বীচ ম্যারাথন" প্রতিযোগিতা। ২১ কিমি, ১০ কিমি ও ৬ কিমি পুরুষ ও মহিলা বিভাগ রয়েছে। তিনটি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহনের সুযোগ পাবে। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পাবে। বিভিন্ন বিভাগে প্রাইজ মানি আলাদ রয়েছে। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন ফি ২১ কিমির জন্য ১০০০ টাকা, ১০ কিমির জন্য ৮০০ টাকা এবং ৫ কিমির জন্য ৬০০ টাকা। তবে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগি ও জেলা পুলিশের প্রতিযোগিরা ৫০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে।

পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এসোসিয়েশনের সম্পাদক বসন্তকুমার জানা ও সহ সভাপতি অনুপকুমার মাইতি জানান, দূষণ মুক্ত দিঘা, সবুজ দিঘা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে " দিঘা বীচ ম্যারাথন" এর আয়োজন করা। ডিসেম্বর মাস থেকে দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ে। সামনেই বড়দিন। তার আগে দিঘায় সবুজের বার্তা তুলে ধরতে আমাদের এই প্রয়াস।

যে সমস্ত প্রতিযোগি অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা www.dighabeachmarathon.in ওয়েব সাইডের পাশা ৯৭৩২৫৫২৩০/৯৪৩৪৫৬৯৯৯৬ নম্বরেও যোগাযোগ করতে পারবে।

Eastmedinipur

Dec 04 2023, 13:54

*বাংলায় ব্যাতিক্রমী দল হিসাবে গড়ে তুলতে সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুভেন্দুর*

তমলুক: বর্তমান বাংলার সরকার চোরের সরকার মনে করছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। ছোট বড় সভাতে চোর চোর শ্লোগান হাতিয়ার করছে বিজেপি। আর সেই বিজেপি বাংলায় ব্যাতিক্রমী রাজনৈতিক দল হিসাবে গড়ে তোলার জন্য রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে তমলুকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়ও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, রাজ্য ও জেলার বিভিন্ন নেতৃত্ব। এদিনের প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও তার পরিষেবা গুলি প্রদর্শনী হিসাবে তুলে ধরা হয়।

পঞ্চায়েত নির্বাচনের রাজ্যে বিজেপি অনেকটাই ভালো ফল করেছে। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরে আগামী পাঁচ বছর সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করতে তা প্রশিক্ষণে তুলে ধরা হয়।

সামনেই লোকসভা নির্বাচন তার আগেই দলের নেতা কর্মীদের মতো পঞ্চায়েত সমিতির জয়ী পার্থীদের কর্ম পদ্ধতি তুলে ধরা হয়।

এদিন প্রশিক্ষণ শিবিরের দলের জয়ী প্রার্থীদের কাজ করা রণকৌশল জানালে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে কলকাতা রওয়ানা দেন।

তবে জেলা সভাপতি বিধায়িকা তাপসী মন্ডল বলেন, আমরা একটি ব্যক্তিকর্মী দল গড়ে তুলতে চাই। তাই দলের জয়ী প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ করার প্রশিক্ষণ দেওয়া। যাতে চোর সরকারের কাজের প্রতিবাদ করে সাধারন মানুষ যাতে তাদের প্রাপ্য অধিকার পায় তার ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস।

তিন রাজ্যে বিজেপির জয়ের পর বাড়তি অক্সিজেন পেলো বিজেপি নেতা কর্মীরা। তাই দলকে আরও শক্তিশালী করতে এখন থেকেই ২৪ জন্য লড়াই শুরু বিজেপির।

Eastmedinipur

Dec 02 2023, 16:20

*জাতীয় হ্যান্ডবল টিমে সুযোগ কোলাঘাটের মেয়ে হেনার*


কোলাঘাট : আফসানারা খাতুন ওরফে হেনা এখন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের গর্ব।শুধুমাত্র কোলাঘাট এখন নয় এখন এককথায় দেশের গর্বও বটে।দীর্ঘ ১১ বছর হ্যান্ড বল খেলার সাথে যুক্ত ছিলো।রাজ্যের হয়ে ৬ বছর ধরে হ্যান্ডবল টিমে যোগদান করে।তবে রাজ্য দলের ক্যাপটেন ছিলেন প্রথম থেকে।দেশের বিভিন্ন রাজ্যে বাংলার হয়ে খেলেছেন।তবে ২৫ থেকে ২৭ তারিখ নেপালের পোখরায় ইন্দো নেপাল আন্তর্হাতিক স্পোর্টস গেম খেলতে যান আফসানারা খাতুন ( হেনা)।তারপরই খুশির খবর পান হেনা।

তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবার।অর্থাৎ জাতীয় দলে সুযোগ পেলেন ওূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়িশা গ্রামের আফসানারা খাতুন।আজ শনিবার নেপাল থেকে বাড়ি ফেরেন হেনা।তার এই খুশির খবরে উচ্ছোশিত পরিবার থেকে প্রতিবেশিরা।

আগামীদিন হেনার লক্ষ্য দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়া।দেশকে জিতিয়ে আানাই হেনার একমাত্র লক্ষ্য।জানুয়ারীতে রয়েছে রাজ্যস্তরীয় ও দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা।লক্ষ্য এখন দেশকে জিতিয়ে আনা।তবে হেনার এই সাফল্যে রীতিমতো খুশি কোলাঘাটবাসী।