/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বিহারে সরকারি একটি মাছের প্রদর্শনী থেকে সব মাছ লুঠ হয়ে গেলো West Bengal Bangla
বিহারে সরকারি একটি মাছের প্রদর্শনী থেকে সব মাছ লুঠ হয়ে গেলো

ডেস্ক:একেই কি বলা যায় – সেই পুরোনো বিহার! তা না হলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বোধন করার পরেই এমন ঘটনা কেউ আশা করেন? শুক্রবার ঘটনাটি ঘটে বিহারের সাহারসায়। মৎস্য দপ্তরের তরফে আয়োজন কা হয়েছিল একটি ফিশ এগজিবিশনের। অনুষ্ঠানের উদ্বোধনে আসেন নীতীশ কুমার। তিনি ফিতে কাটার পর ঘুরে দেখেন গোটা প্রদর্শনী। জনগণের দেখার জন্য একটি বায়োফ্লক ট্যাঙ্কে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল। কিন্তু নীতীশ কুমার বেরিয়ে যেতেই গোটা প্রদর্শনী অন্য রূপ নেয়। বায়োফ্লক ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়েন সকলে। মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু হয় রীতিমত। একেবারে মৎস্য লুন্ঠন বলতে যা বোঝায়! পুলিশ শুধুই নীরব দর্শক।

নীতিশ কুমার ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করে চলে যান। আসল গোল বাঁধে তার পরই। মুহূর্তের মধ্যে মৎস্য প্রদর্শনী বদলে যায় সার্কাসে! কৃত্রিম জলাশয়ে থাকা মাছগুলোর উপর হামলে পড়েন সেখানে থাকা লোকজন। যে যত পারেন মাছ লুঠ করে নিয়ে পালিয়ে যান। আর শুধু নিরব দর্শকের মতো তাকিয়ে দেখেন মৎস্য দপ্তরের আধিকারিকরা।
মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু হয় রীতিমত। দেখলে মনে হবে যেন নীতীশ কুমার যাওয়ারই অপেক্ষা করছিলেন সকলে। গোটা ঘটনায় ক্ষুব্ধ মৎস্য দপ্তর। এক আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীর জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। ক্ষতিই হয়ে গেল বিস্তর। মাছ তো লুঠ হয়েছে। শুধু তাই নয় বায়ো ট্যাঙ্কটিও ভেঙে গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভিডিও থেকে একজন মন্তব্য করেন, ‘সরকারি মাছ তাই নীতীশ কুমার যেতেই সবাই লুঠ করছে।’ নাগরিক মহল বলছেন, আসলে লালু প্রসাদের বিহারের সঙ্গে নীতীশের বিহারের খুব একটা পার্থক্য নেই।
যুক্তরাষ্ট্রে ইউনিসের সঙ্গে কথা বলার সময় বের করতে পারলেন না নরেন্দ্র মোদী
*দেশ*


*ডেস্ক* : তিন দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায়। আমেরিকায় তাঁর ঠাসা প্রোগ্রাম। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখবেন তিনি। রাষ্ট্রপুঞ্জের এই সভায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান মহম্মদ ইউনূসও । বাংলাদেশের তরফে আর্জি জানানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হল। কারণ প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি আছে।

এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন সমীকরণ তৈরী হতে চলেছে। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহম্মদ ইউনূসের দেখা করার আবেদন জানানো হয়েছিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের তরফে। দুই দেশের মধ্যে সম্পর্কের নয়া সমীকরণ গড়তে আগ্রূহ দেখিয়েছিল বাংলাদেশ। আশাকরা যায়, আগামী দিনে এই দুই রাষ্ট্রপ্রধান নিশ্চই আলোচনায় বসবেন।
আজকের রাশিফল (Monday, September 23, 2024)


জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, September 23, 2024)

গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় –এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন। আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেট এ বা ওয়ালেট এ কোনো হলুদ কাপড়ের টুকরো রাখুন। হলুদ কাপড়ের টুকরো মন ভালো করার কাজ করবে।

বৃষভ রাশিফল (Monday, September 23, 2024)

স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে- কোন পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচী ধকলসাধ্য হয়ে উঠবে। আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার।মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

প্রতিকার :- মদ, মাংসের মতো তামসিক বস্তু এড়িয়ে চলুন এবং পরিবারের খুশি বাড়িয়ে তুলুন।

মিথুন রাশিফল (Monday, September 23, 2024)

মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে। নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। আজ যদি আপনি বিনম্র এবং সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে, দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

কর্কট রাশিফল (Monday, September 23, 2024)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। দিনের পরেরভাগে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। আপনার পদ্ধতিতে উদার হোন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আজ, আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে।

প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ, মিশ্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থলে দান করুন।

সিংহ রাশিফল (Monday, September 23, 2024)

আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে। প্রেমে অপ্রত্যাশিত মোড়। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার।যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যাক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য এবং সাংসারিক জীবনের জন্য সোনার হার পরুন যেটি আপনার পেট স্পর্শ করবে।

কন্যা রাশিফল (Monday, September 23, 2024)

কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। মনোক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্খিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন। সঙ্কটের মুহুর্তে আত্মীয়রাও সাহায্য করবে। এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মণি যুক্ত হওয়ায় আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে। নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- কাঁচা হলুদ,কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এই সব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে।

তুলা রাশিফল (Monday, September 23, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে।

প্রতিকার :- জলে কোনো ছিদ্র যুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে তার ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

বৃশ্চিক রাশিফল (Monday, September 23, 2024)

ঘুমন্ত আবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।

প্রতিকার :- ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামী রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান।

ধনু রাশিফল (Monday, September 23, 2024)

প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। ফাটকায় লাভ আনবে। পরিবার-বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। ভালবাসা এবং ভাল খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয়; এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন।

প্রতিকার :- প্রতিদিন শুদ্ধ মধু ব্যবহার করলে ভালো সাংসারিক জীবন উপভোগ করবেন।

মকর রাশিফল (Monday, September 23, 2024)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আজ আপনার পক্ষে অর্থ-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব, তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। আজ, আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে। এটি সত্যিই ভাল মনে হবে। আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভি তে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন। আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গীনী আতার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

কুম্ভ রাশিফল (Monday, September 23, 2024)

ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনোদিন হবে না। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। এই রাশির জাতক আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

প্রতিকার :- মহাদেব কে জল পূর্ণ নারকোল অর্পণ করলে তা আপনার ক্যারিয়ার এর ও ব্যবসার জন্য লাভ দায়ক হবে।

মীন রাশিফল (Monday, September 23, 2024)

আজ আপনার স্বাস্হ্য নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই।আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।

প্রতিকার :- তামার বা সোনার চুড়ি পরলে প্রেমের সম্পর্ক ভালো হবে।

(Courtesy-AstroSage)
*খেলা* *ফটো ফিচার* আইএসএলে জয় অধরা মহমেডানের,গোয়া এফসির সঙ্গে ড্র। ছবি:সঞ্জয় হাজরা(khabar kolkata) ।
হাতে কলমে দূর্গাপুজোর প্রশিক্ষণ শিবির শ্যামনগরে

Khabar kolkata: টানা ২৪ বছর ধরে হাতে-কলমে দূর্গা পুজোর প্রশিক্ষণ শিবির চলছে শ্যামননগর রাহুতা পোড়াকালিতলায়। সেখানকার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক টোলেই পূরোহিতদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার থেকে চালু হল সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শিবির। যদিও নতুন প্রজন্ম হাতে-কলমে শিক্ষা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ঘরে বসেই সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব ঘেঁটে মন্ত্রপাঠ রপ্ত করে নিচ্ছেন। ফলে ক্রমশ ভিড় কমছে টোলগুলোতে। উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থানের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী বলেন, "নিয়ম বিধি ও সঠিক মন্ত্র উচ্চারনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়া দরকার। ফেসবুক কিংবা ইউটিউব থেকে মন্ত্র শুনে কখনই পূজা পাঠ করা সম্ভব নয়। নতুন প্রজন্মের ব্রাহ্মণ সমাজকে প্রশিক্ষণ নিয়েই তিনি পূজার্চনা করার পরামর্শ দিলেন"।

ছবি: প্রবীর রায়।

কলকাতার অদূরেই আছে ‘গুপ্ত বৃন্দাবন’ -বৈষ্ণবদের বড় আদর্শের জায়গা

বিশেষ নিবন্ধ

‘বৃন্দাবন’ নয় কিন্তু ‘গুপ্ত বৃন্দাবন’! এই স্থাননামের মধ্যেই লুকিয়ে আছে এই জায়গার মহাত্ম। কলকাতার অদূরে বীরভূম জেলায় আছে একাধিক সতীপীঠ। আর সেই জেলাতেই আছে হিন্দু বৈষ্ণবদের আরেক পবিত্র ধর্মস্থান – গুপ্ত বৃন্দাবন। বীরভূমে জন্মেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান অনুরাগী নিত্যানন্দ মহাপ্রভু জন্মেছিলেন বীরভূমের বীরচন্দ্র ধামে। যাকে একচাকা ধামও বলা হয়। কথিত আছে, মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যে চাকা ছুড়েছিলেন সেটি নাকি পড়েছিল এই বীরচন্দ্রপুরে। তাই একে এক চাকা ধাম বলে।সেকারণেই সেই সময় থেকে বীরচন্দ্রপুর নিয়ে ভক্তদের আনাগোনা ছিল। এখানে ইস্কনের একটি মন্দিরও রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য নিত্যানন্দ মহাপ্রভুর নাকি জন্ম হয়েছিল এই বীরচন্দ্রপুরে। সেকারণে এই জায়গাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়ে থাকে। তারাপীঠের কাছাকাছি এমন একটি বৈষব ধর্মস্থান রয়েছে অনেকেই জানেন না সেকথা। মহাভারতের সেই কাহিনী বর্ণিত রয়েছে ইস্কনের মন্দিরে। বৈষ্ণবদের বিভিন্ন উৎসবে এখানে প্রচুর ভক্তের ভিড় হয়।

ইস্কনের সেই মন্দিরের সদর দরজাতেই রয়েছে শ্রীকৃষ্ণের সেই রথের চাকার একটি স্থাপত্য। যে রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে মারতে উদ্যত হয়েছিলেন। মন্দিরের ভেতরে সেই দৃশ্যের চিত্রও রয়েছে। কাছেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। ইস্কনের মন্দির থেকে টোটো করে যাওয়া যায়। নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ির আগেই রয়েছে একটি কুণ্ড। সেই কুণ্ডেই নিত্যানন্দ মহাপ্রভু তাঁর মা বাবাকে গঙ্গাসাগর দর্শন করিয়েছিলেন। মন্দিরের মাঝে একটি মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়। এই পুকুরের জল নাকি কোনও দিন কমে না। ভক্তপ্রাণ মানুষেরা এখানে সকালে হয়ে বিকেলে তারাপীঠ দেখে নিতে পারেন।

মুকেশ আম্বানী সফট ড্রিঙ্কের ব্যবসায় বড়সড় পরিবর্তন আনলেন

অফবিট

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানী সফট ড্রিঙ্কের ব্যবসায় বড়সড় পরিবর্তন আনলেন।

৫০ বছরের পুরনো ক্যাম্পা কোলাকে বাজারে আনা হয়েছে ইতিমধ্যেই। আর তা বিক্রির ক্ষেত্রেই নেওয়া হয়েছে নয়া কৌশল।মুকেশ অম্বানীর ব্যবসার ধরন অন্যদের থেকে অনেকটাই আলাদা। যেখানেই তারা ব্যবসায় হাত দেয়, সেখানেই কার্যত একটা মূল্য যুদ্ধ শুরু হয়ে যায়। এমনকী টেলিকম সংস্থা Jio লঞ্চ করার সময়ও আমরা দেখেছি যে রিলায়েন্সের জন্য অন্যান্য সংস্থাগুলিকে তাদের দাম কমাতে হয়েছিল। ক্যাম্পা কোলাও এখন একই দিকে ইঙ্গিত করছে।

অনেকেই বলছেন, ৭০-৮০-র দশকে আমেরিকায় যে ‘কোলা যুদ্ধ’ শুরু হয়েছিল তা এখন ভারতেও ঘটছে। এবার শুধু মাঠই আলাদা নয়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও আলাদা। সেই খেলায় আছেন মুকেশ আম্বানী। রিলায়েন্স কর্তার নতুন কার্বনেটেড সফট ড্রিঙ্ক ব্র্যান্ড ক্যাম্পার সঙ্গে কোকা-কোলা এবং পেপসিকোর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই দামের যুদ্ধে ক্যাম্পা কোলাকে মাঠে নামিয়েছে রিলায়েন্স।ইকনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবের মরসুম শুরুর আগে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস নতুন ক্যাম্পা রেঞ্জ লঞ্চ করেছে। শুধু তাই নয়, পেপসি এবং কোকা-কোলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মুকেশ অম্বানী তার সফট ড্রিঙ্ক ব্র্যান্ডের মূল্য প্রতিযোগী সংস্থার তুলনায় কমিয়ে প্রায় অর্ধেক করে দিয়েছেন।

এই সফট ড্রিঙ্কের বাজারে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে কোকা কোলার। পেপসি রয়েছে দ্বিতীয় স্থানে। এই বাজারে ক্যাম্পা কোলার প্রবেশকে কেন্দ্র করে বাকিরা কিছুটা উদ্বিগ্ন। মনে করা হচ্ছে, সফট ড্রিঙ্কের বাজারে, পেপসি এবং কোকা কোলার মতো বড় সংস্থাগুলি এখন ক্যাম্পা কোলার চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে।

একই কৌশল আগেও নিয়েছেন আম্বানী। ২০১৬ সালে রিলায়েন্স যখন জিও চালু করেছিল, তখন টেলিকম সেক্টরের বড় খেলোয়াড়দের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। একত্রীকরণ করে কিছু সংস্থা নিজেদের বাঁচাতে সক্ষম হয়। জিও বাজারে আসার পর এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, ইউনিনর, বিএসএনএল-এর মতো সংস্থায় বিপাকে পড়ে গিয়েছিল বলেই দাবি করেন বিশেষজ্ঞরা। এই সংস্থাগুলিকে তাদের রিচার্জ প্ল্যানের দাম কমাতে হয়েছিল। আকর্ষণীয় অফারও আনতে হয়েছিল। বিনামূল্যে ডেটা এবং ফ্রি কলিংয়ের মতো Jio-র অফারের কারণে অন্য সংস্থাগুলি পিছিয়েই পড়েছিল খানিকটা।

मुकेश अंबानी सॉफ्ट ड्रिंक कारोबार में बड़ी रणनीति लेकर आए

रिलायंस इंडस्ट्रीज के चेयरमैन और एशिया के सबसे अमीर शख्स मुकेश अंबानी ने सॉफ्ट ड्रिंक कारोबार में बड़ा कदम उठाया है।

50 साल पुराना कैंपा कोला पहले से ही बाजार में है। और इसे बेचने में नई-नई रणनीतियां अपनाई गई हैं मुकेश अंबानी का बिजनेस स्टाइल दूसरों से काफी अलग है। वे जहां भी उद्यम करते हैं, वस्तुत: मूल्य युद्ध छिड़ जाता है। यहां तक ​​कि जब टेलीकॉम कंपनी जियो लॉन्च हुई तो हमने देखा कि रिलायंस के लिए दूसरी कंपनियों को अपनी कीमतों में कटौती करनी पड़ी। कैम्पा कोला अब उसी ओर इशारा कर रहा है।

कई लोग कहते हैं कि 70 और 80 के दशक में अमेरिका में शुरू हुआ 'कोला वॉर' अब भारत में भी हो रहा है। इस बार मैदान तो अलग है ही, विरोधी टीम के खिलाड़ी भी अलग हैं. मुकेश अंबानी उस खेल में हैं. रिलायंस कर्ता के नए कार्बोनेटेड शीतल पेय ब्रांड कैंपर के साथ, कोका-कोला और पेप्सिको के बीच प्रतिद्वंद्विता शुरू हो गई है। इकोनॉमिक टाइम्स की रिपोर्ट के अनुसार, त्योहारी सीजन से पहले प्राइस वॉर में रिलायंस ने कैंपा कोला लॉन्च किया है। रिलायंस कंज्यूमर प्रोडक्ट्स ने त्योहारी सीजन से पहले नई कैंपा रेंज लॉन्च की है। इतना ही नहीं, पेप्सी और कोका-कोला से मुकाबला करने के लिए मुकेश अंबानी ने अपने शीतल पेय ब्रांडों की कीमतों में प्रतिस्पर्धी कंपनियों की तुलना में लगभग आधी कटौती की है।

इस शीतल पेय बाजार में कोका कोला की सबसे बड़ी हिस्सेदारी है। पेप्सी दूसरे स्थान पर है. अन्य लोग कैम्पा कोला के इस बाज़ार में प्रवेश को लेकर कुछ हद तक चिंतित हैं। माना जा रहा है कि सॉफ्ट ड्रिंक बाजार में पेप्सी और कोका कोला जैसी बड़ी कंपनियों को अब कैंपा कोला से चुनौती मिलने वाली है.

अंबानी पहले भी यही रणनीति अपना चुके हैं. जब रिलायंस ने 2016 में Jio लॉन्च किया, तो टेलीकॉम सेक्टर के बड़े खिलाड़ी मुश्किल में थे। कुछ कंपनियां विलय करके खुद को बचाने में सक्षम हैं। विशेषज्ञों का दावा है कि जियो के बाजार में आने के बाद एयरटेल, वोडाफोन, आइडिया, यूनिनॉर, बीएसएनएल जैसी कंपनियां मुश्किल में पड़ गईं। इन कंपनियों को अपने रिचार्ज प्लान की कीमतें कम करनी पड़ीं। साथ ही आकर्षक ऑफर भी लाने थे. जियो की फ्री डेटा और फ्री कॉलिंग जैसी पेशकशों ने बाकी कंपनियों को थोड़ा पीछे छोड़ दिया।

ঘাটালে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠালেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ

Khabar kolkata: প্রবল বৃষ্টি জেরে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ একাধিক এলাকা। মূলত এটা "ম্যান মেড বন্যা" বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।ডিভিসি থেকে জল ছাড়ার ফলেই এই বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এর ফলে পুজোর আগে বন্যা পরিস্থিতি দেখতে ঘাটাল সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। আজ রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ঘাটালের বন্যা কবলিত এলাকা গুলির জন্য ১৮ গাড়ি ত্রাণ পাঠালেন। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, "ঘাটালের পুলিশ সুপারের কাছে ত্রাণ পাঠানো হল। সেখান থেকে ঘাটালের বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে যাবে।"পাশাপাশি বঙ্গের বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে পার্থ ভৌমিক বলেন, "মমতা ব্যানার্জি ২৪ ঘন্টা বন্যার্ত মানুষের পাশে দৌঁড়ে বেড়াচ্ছেন। তবে শুধুমাত্র বক্তৃতা দিয়ে নেতা হওয়া যায় না। তাঁর দাবি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল মানুষের পাশে আছে এবং থাকবে"। এদিনর এই অনুষ্ঠানে পার্থ ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে, সহ বহু তৃণমূল কর্মীরা।

লেখা ও ছবি:প্রবীর রায়।

অশ্বিনের ঘূর্ণিতে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস

খেলা

#Sports News

চেন্নাই টেষ্ট

Khabar kolkata News Desk: গতকাল তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ যে হারছে সেটা বোঝা গিয়েছিল। তবে হারের ব্যবধান কত হবে সেটা নিয়ে চলছিল আলোচনা। চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টায় সাকিব আল হাসান আর নাজমুল হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, কিছুটা হলেও লড়াই করবে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য ২৮০ রানের বড় ব্যবধানেই হারতে হল বাংলাদেশকে। এদিন প্রথম ঘণ্টায় উইকেট না হারানো বাংলাদেশ জল পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি বেশীক্ষণ। দ্রুত ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।১২৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন নাজমুল। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট, বুমরা ১টি।