/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz দেশের 'সেরা পর্যটন গ্রাম' এর স্বীকৃতি পেল বাংলার বরানগর গ্রাম West Bengal Bangla
দেশের 'সেরা পর্যটন গ্রাম' এর স্বীকৃতি পেল বাংলার বরানগর গ্রাম

ডেস্ক: সারা দেশের মধ্যে 'সেরা পর্যটন গ্রাম' এর স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বরানগর গ্রাম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একথা জানানো হয়েছে। এরপরই এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুপুরে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি এটা জানাতে পেরে আনন্দিত যে মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত করেছে।' ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরস্কার দেবে কেন্দ্র। প্রতি বছরই দেশের একটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেয় কেন্দ্র। মূলত

পরিবেশ, শিক্ষা-পর্যটন-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে এই পুরস্কার দেওয়া হয়। গত বছরও এই স্বীকৃতি এসেছিল বাংলার ঝুলিতে। ২০২৩ সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্র। এবার সেই স্বীকৃতি পেল বরানগর গ্রাম।

নিয়ম মেনে বাড়িতে তুলসী গাছ লাগান
হিন্দু পুরান মতে তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ বাস করেন। তাই হিন্দুদের কাছে তুলসী খুবই পবিত্র গাছ। প্রায় সমস্ত পুজোতে তুলসী পাতা লাগে। ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে কিছু নিয়ম মেনে বাড়িতে তুলসী লাগালে পরিবারের শান্তি অটুট থাকে। আবার তুলসী লাগানোর ক্ষেত্রে কিছু ভুল করলে পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে। অমরা এখন জেনে নি যে তুলসী লাগানো সম্পর্কে ভারতীয় বাস্তুশাস্ত্র কী বলছে –

১) তুলসি গাছে বা গাছের সঙ্গে লাগিয়ে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরানিক কাহিনী অনুযায়ী,পূর্বজন্মে তুলসির নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব । তাই তুলসি এবং শিবকে একসঙ্গে রাখা হয় না।
২) তুলসীর পাশে কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস বা গোলাপ গাছ রাখতে নেই।
৩) তুলসি গাছের পাশে কখনওই জুতো রাখা উচিত নয়, কারণ তিনি দেবী লক্ষ্মীর রূপ। তাই এই গাছের পাশে জুতো রাখতে লক্ষ্মী অপমানিত হন।
৪) তুলসি গাছের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই।
৫) সংখ্যা অনুযায়ী তুলসি গাছ লাগাতে হবে, একটি অথবা তিনটি অথবা পাঁচটি তুলসি গাছ লাগালে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
৬) মূল দরজার আশেপাশে কখনওই তুলসি গাছ লাগানো উচিত নয়।
WestBengalBangla
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের কাছে আটকে গেল মোহনবাগান, রেজাল্ট গোলশূন্য।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের কাছে আটকে গেল মোহনবাগান, রেজাল্ট গোলশূন্য।
*আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিশ্বের সর্ব বৃহৎ মানব বন্ধন হতে চলেছে*

মধ্যবিত্ত মানুষ সাধারণত ঘুমিয়েই থাকে। কিন্তু একবার যদি তাদের আন্দোলিত করা যায়, তাহলে তাদের আন্দোলন হয়ে ওঠে ভয়ঙ্কর। আর জি কর কান্ড এমনই এক বিশাল আন্দোলনে রূপ নিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্বের ৩০টি দেশে হতে চলেছে মানব বন্ধন। ১৬০টি শহরে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি।আন্দোলনকারীদের দাবি, ওই দিন বৃহত্তম মানববন্ধনের সাক্ষী হবে পৃথিবী। এবারের বিক্ষোভের থিম, “পিতৃপক্ষে ন্যায় হলেই দেবীপক্ষের সূচনা হবে।” সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে প্রতিবাদ।

আমরা জানি, গত ৮ সেপ্টেম্বরে পোল্যান্ড, ডেনমার্ক, সুইজ্যারল্যান্ড, চেক রিপাবলিক. নেদারল্যান্ড ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ ১২০টি শহরে ছড়িয়েছিল আন্দোলন। এবার আরও ৪০ শহরে দেখবে ‘জনজাগরণের উৎসব’। ১৫ সেপ্টেম্বর, রবিবার কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ইউটিউব-সহ বিভিন্ন সমাজমাধ্যমে। কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সে কথা মাথায় রেখে ২৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে “অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার উৎসব” বলছেন বিক্ষোভকারীরা। এমন বিদ্রোহ আগে কখনো পৃথিবী দেখে নি।

ছবি সৌজন্যে:machinnamasta.in
বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত টার্নিং উইকেট ভারতকে বিপদে ফেলতে পারে, বললেন সঞ্জয় মাঞ্জেরেকার
*খেলা*


*ডেস্ক* : ভারতের বিপক্ষেও বাংলাদেশের ফাস্ট বোলিং কার্যকর ভূমিকা রাখবে বলে মত অনেকের। তবে ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারের ভাবনাটা ভিন্ন। পেস–আক্রমণ শক্তিশালী হওয়ার পরও বাংলাদেশের স্পিন–আক্রমণ নিয়েই বেশি দুশ্চিন্তা রয়েছে বলে মত প্রকাশ করেছেন তিনি।
স্পিননির্ভর উইকেট বানালে সেটা ভারতকে ভোগান্তির কারণ হতে পারে। কারণ, বাংলাদেশের কার্যকর স্পিনার যেমন আছে, তেমনি স্পিন খেলতে পারার মতো ব্যাটসম্যানও আছে। স্পিন সামলানোয় বাংলাদেশ যে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো, সেটিও মনে করিয়ে দিয়েছেন মাঞ্জেরেকার।
সম্প্রতি একটি বিদেশী বেসরকারি চ্যানেলের সঙ্গে বাংলাদেশ,ভারত ম্যাচ নিয়ে আলোচনায় মাঞ্জেরেকার টার্নিং উইকেটের সুবিধা–অসুবিধা নিয়ে কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন কেন স্পিননির্ভর উইকেট ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।তিনি বলেছেন, ‘ভারতের বাংলাদেশের কাছ থেকে বাঁচতে হবে, এ জন্য না যে তারা পাকিস্তানকে হারিয়েছে। যদি র‍্যাঙ্ক টার্নার (অতিরিক্ত টার্নিং উইকেট) উইকেট বানানো হয়, যা আমাদের এখানে রণনীতিও হয়ে থাকে,তবে মনে রাখতে হবে বাংলাদেশের তিনজন ভালো স্পিনার আছে। একজন মেহেদী হাসান মিরাজ এবং দুজন বাঁহাতি স্পিনার। যাদের মধ্যে একজন আবার সাকিব।’

ছবি সৌজন্যে:প্রথম আলো
ট্রাম্প,আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন
*বিশ্ব সংবাদ*

ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গতকাল মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প একথা বলেন। এ সময় ভারত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেন তিনি।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের ফ্লিন্টে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি মোদির সঙ্গে দেখা করার বিষয়টি সামনে আনেন। তবে তাঁরা কোথায় দেখা করবেন, তা জানানো হয়নি।ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সমালোচনা করলেও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল। ২০২০ সালে ভারত সফরে গিয়েছিলেন ট্রাম্প। তাঁর জন্য বিশাল এক সমাবেশের আয়োজন করেছিলেন মোদি। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিও উদ্বোধন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্পকে স্বাগত জানাতে ‘নমস্তে ট্রাম্প’ লেখা টুপি পরেছিলেন।

ছবি সৌজন্যে:এএফপি
কামারহাটি সাগরদত্ত হাসপাতালে  পুলিশ আউট পোস্টের উদ্বোধন করলেন নগরপাল অলোক রাজোরিয়া
Khabar kolkata: চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে উদ্ভোধন করা হল পুলিশ আউট পোস্টের। বুধবার বিকেলে এই পুলিশ আউট পোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। পুলিশ আউট পোস্টের উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, "আগে এখানে একটা ছোট ক্যাম্প ছিল। সেটাকে আউট পোস্টে পরিণত করা হল। কামারহাটি থানার ওসির নির্দেশ মতো এই আউট পোস্ট কাজ করবে। এই আউট পোস্টে ৪ জন অফিসার, ১৬ জন কনস্টেবল এবং ৮ জন সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে। চিকিৎসক কিংবা নার্সরা কোনও সমস্যায় পড়লে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে।"
*লেখা ও ছবি:প্রবীর রায়।*
কবিতা

*"বানভাসি**"

*গোপাল মাঝি*

উত্তরবঙ্গ জলের তলায়
        দক্ষিণবঙ্গ প্লাবিত,
হত দরিদ্রদের কাঁচা বাড়ী
        ভূমিতে শায়িত ।
আবাস যোজনার অনুদান
      আর আসেনা বঙ্গে,
নেতারা সব তর্জা করে
       কেউ নেই সঙ্গে!
পেলে টাকা ঘর বাঁধবো
       ছিল মনে সাধ,
প্রশ্ন করি সবার কাছে
-----"কেন পড়লাম বাদ"?
রাজ্য বলে কেন্দ্রের দোষ
       কেন্দ্র বলে রাজ্য,
ভোটের সময় জানতে চাইলে
         সবাই কেমন জব্দ!
আইল্যা গেল, আম্ফান গেল
         হলাম সর্ব-হারা,
ত্রাণ নিয়ে লুঠ করলো
         দেশের নেতা যারা!
জাস্টিস চাইছে অভয়ার আজ
           সারা বিশ্ব-বাসী,
সব হারিয়ে জাস্টিস চাইছি
          আমরা বান - ভাসি ।
আজকের রাশিফল (Thursday, September 19, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Thursday, September 19, 2024)

আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। আজ, কোনও পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপীর কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে, যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে।

প্রতিকার :- নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক।

বৃষভ রাশিফল (Thursday, September 19, 2024)

কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। যদি পুরো পরিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে বিনোদন মজার হয়ে উঠবে। আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে।

প্রতিকার :- পরিবারে সুখ বজায় রাখতে আপনার পুজা ঘরে তামার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন পুজা করুন।

মিথুন রাশিফল (Thursday, September 19, 2024)

আধ্যাত্মিক চেতনার উত্থান কোন সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোন ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে ভালবাসা করার প্রচুর সময় পাবেন, কিন্তু শরীর খারাপ হতে পারে।

প্রতিকার :- আপনি নিজের বোন কে সন্মান করলে ও ভালোবাসলে আপনার প্রেম জীবনের ওপর তার ভালো প্রভাব পরবে।

কর্কট রাশিফল (Thursday, September 19, 2024)

আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন।

প্রতিকার :- অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।

সিংহ রাশিফল (Thursday, September 19, 2024)

আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগালে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

কন্যা রাশিফল (Thursday, September 19, 2024)

আপনার জন্য কোনটি শ্রেষ্ট তা কেবল আপনিই জানেন- কাজেই শক্ত হোন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরী হোন। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে। ভালোবাসার জন্য উৎসাহময় দিন- সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। বিতর্ক বা অফিস রাজনীতি; আজ আপনি সবকিছুতেই শাসন করবেন। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যাক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।

প্রতিকার :- বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরদিন সকালে কাছাকাছি গাছের শিকড়ে জল ঢেলে আসুন স্বাস্থ্য উত্তম থাকবে।

তুলা রাশিফল (Thursday, September 19, 2024)

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এরফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না। কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে ও অফিস রেখে দিন।

বৃশ্চিক রাশিফল (Thursday, September 19, 2024)

আজ আপনি পিছনের সারিতে বসে আরাম করুন- এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। যুক্তিসম্মত হতে চেষ্টা করুন বিশেষত যাঁরা আপনাকে ভালোবাসে এবং পরোয়া করে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে। নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- কর্মজীবনে সাফল্য পেতে হলে লাল চন্দনের গুড়ো মিশিয়ে স্নান করুন।

ধনু রাশিফল (Thursday, September 19, 2024)

আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনঃসংযোগ করতে অসুবিধা হচ্ছে- কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। কোন বন্ধুর কাছ থেকে মূল্যবান সমর্থন আপনাকে পেশাদার বিষয়ে সাহায্য করবে। যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন। বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে।

প্রতিকার :- দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনার শরীরে তার ভালো প্রভাব পরবে।

মকর রাশিফল (Thursday, September 19, 2024)

অন্যদের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত কারণ এগুলি জীবনব্যয়ী হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। কোন ব্যবসায়িক/আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।

প্রতিকার :- ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে।

কুম্ভ রাশিফল (Thursday, September 19, 2024)

কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- সমৃদ্ধশালী কর্মজীবনের জন্য বা ব্যবসায় সাফল্য পেতে আপনি আপনার মা কে বা বাড়ির অন্যান্য মহিলা সদস্যদের রুপোর তৈরি গয়না উপহার দিন।

মীন রাশিফল (Thursday, September 19, 2024)

ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান। সবথেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে- আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন। বিতর্ক বা অফিস রাজনীতি; আজ আপনি সবকিছুতেই শাসন করবেন। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাঁধা হতে পারে, কিন্তু কোনভাবে আপনি সবকিছু সাম্লে নিতে সমর্থ হবেন।

প্রতিকার :- ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

(Courtesy-AstroSage)
কাঁচরপাড়া ৪ নং ওয়ার্ডে গুলি চলল
*প্রবীর রায়* : গতকাল রাত ১১ নাগাদ গুলি চলল কাঁচরপাড়ায়। ২ টো ফ্লাস আর একটা রাউন্ড গুলি চলে কাঁচরপাড়া ৪ নং ওয়ার্ডে। আহত ১। বর্তমানে সে কল্যাণী জেনেএম হসপিটালে ভর্তি। তার অবস্থা সঙ্কটজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তবে আহত ব্যক্তি দুষ্কৃতীদের টার্গেট ছিলেনা । টার্গেট ছিলেন রামা শঙ্কর গিরি।কাঁচরাপাড়া কুলিয়া রোডের ২২ নম্বর বাসস্ট্যান্ডের কাছের টোটো স্ট্যান্ডে নেপাল দাস নামে এক ব্যক্তিকে এক অপরিচিত ব্যক্তি আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন নেপাল দাসকে কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যায়। বীজপুর থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিকে চিহ্নিত করে রাতেই ইব্রাহিম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলিও উদ্ধার‌ হয়েছে।পুলিশ তদন্ত করছে,কেন গুলি চালনা হল ।