বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, "তৃণমূলের ইস্তেহার পুকুরে ইলিশ মাছ চাষের মতো"
এসবি নিউজ ব্যুরো:
তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গে বলেন
ওটা পড়িনি। পুকুরে ইলিশ মাছ চাষের মতো। আঞ্চলিক দল। তার আবার ইশতেহার।
পুলিশ বনাম অগ্নিমিত্রা
এবারের নির্বাচনে,পুরো লড়াই পুলিশের সঙ্গে জনতার। জনতার পক্ষে বিজেপি। আর পুলিশ মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছে। মমতা ব্যানার্জি কাল কার্যত দাঙ্গা লাগালেন। শক্তিপুরে পারমিশন পাওয়া মিছিলের ওপর যেভাবে ইট বর্ষণ হয়েছে। পুলিশের ওপরেও হয়েছে। প্রায় ২০ জনের বেশি আহত। মাইনর সহ। কাল রাতে পূর্ব মেদিনীপুরের এগরাতেও মিছিলের ওপর হামলা করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি কাল রাতেই রাজ্যপাল কে ইমেইল করেছি। বলেছি, আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এন আই এ তদন্তের জন্য সরকার কে অ্যাডভাইস করুন। গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজনে জনস্বার্থ মামলা করতে বাধ্য হব। গতবার করেছিলাম বলে এবার রিষড়া, ডালখোলা এবং শিবপুরে পুলিশ দাঁড় করিয়ে প্রসেসন পাস করিয়েছে। এখানে কোনো সম্প্রদায়ের মানুষ যুক্ত সেটা আমি বলছি না। তৃণমূলের গুণ্ডা এবং ক্রিমিনালরা যুক্ত।
অধীর চৌধুরী ঝামেলায় জড়ালেন
করবেই তো। হিন্দুরা অত্যাচারিত। কাল দেড়শো দোকান লুঠ হয়েছে। অধীর চৌধুরী হিন্দুদের ভোটে এম পি হতেন এতদিন। উনি তো প্রটেকশন দিতে পারছেন না। সংবিধান সংখ্যালঘুদের প্রটেকশন দেওয়ার ব্যবস্থা গোটা দেশে থাকে। মুর্শিদাবাদে সংখ্যালঘু কারা? হিন্দুরা। তারা আক্রান্ত হচ্ছে। তাদের ভোটে উনি জিতেছেন। যাদের ভোটে জিতলেন তাদের পাশে না দাঁড়িয়ে ভোট রাজনীতি করার জন্য গুণ্ডা ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন।
শিলিগুড়িতে রাজ্যপাল
ঠিকই করেছেন। গতকাল রাজভবনের সঙ্গে আমারও কথা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি এলাকার বাইরে শিলিগুড়িতে থাকার দরকার আছে। কাল যদি উদয়ন গুহর মতো গুণ্ডারা ভোট লুঠ করতে যায় সেই বিষয়ে দেখতে রাজ্যপাল তো সন্ধ্যে ৬ টের পর মুভ করতে পারেন। রাজ্যপাল সহ আমরা যারা নিরাপত্তা পাই, তারা সন্ধ্যে ৬ টের পর মুভ করতে পারি। জেড বা জেড প্লাস। সন্ধ্যে ৬ টের পর মুভ করে গুন্ডামি হওয়ার পর আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। তাই ওনার কাছাকাছি থাকার দরকার। উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে কমিশনের নির্দেশ মান্যতা দিয়েছেন। অন্যদিকে, উত্তরবঙ্গে নিজে থেকে গণতন্ত্র এবং মানুষকে বাঁচানোর একটা চেষ্টা করবেন। তিনি সেটা করার চেষ্টা করবেন এটা আমরা আশা করি।
Apr 20 2024, 09:21