বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে শ্রমিকদের কর্মবিরতি পালন ঘিরে উত্তেজনা শ্যামনগর গৌরীশঙ্কর জুটমিলে
উত্তর ২৪ পরগনা: বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে শ্রমিকদের কর্মবিরতি পালন ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ালো গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের গৌরীশঙ্কর জুটমিলে। জানা গিয়েছে, চলতি বছরের তিন মার্চ ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক মজুরি বৃদ্ধির কথা ছিল । কিন্তু মিল কর্তৃপক্ষ আজ নোটিশ দিয়ে জানায় বর্ধিত মজুরি দিতে পারবে না। এতেই ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন।
.
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস ও নোয়াপাড়া থানার পুলিশ । স্থানীয় কাউন্সিলর জানান, মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি বর্ধিত মজুরি-সহ বেতন প্রদানের নোটিশ দেবে মিল কর্তৃপক্ষ। যদি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কর্তৃপক্ষ বর্ধিত মজুরি না দেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
Feb 24 2024, 10:10