খালিস্থানী পলিটিক্যাল ইস্যু করতে চাইছে তৃণমূল-সুকান্ত
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকদিন ধরে মিছিল আন্দোলন নিয়ে হিংসা প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি, সিপিএম নেতা সহ মোট ১২জন জেল বন্দী। তাদের দেখতে আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বসিরহাট উপ সংশোধনাগারে আসেন।সেখানে বিজেপি নেতা বিকাশ সিং সহ ১১ জনের সঙ্গে সংশোধনের বাইরে থেকে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, সন্দেশখালি বিধায়ক এতদিন কোথায় ছিলেন। তাকে দেখলে তো ক্ষোভ বিক্ষোভ তৈরি হবেই। শেখ শাহজাহান ,প্রসঙ্গে বলেন ,রাজ্য পুলিশের সঙ্গে প্ল্যানিং চলছে যেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ শাহজাহানকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। সেখানে কি করে গ্রেফতার হবে? এটা পুরোটাই প্ল্যানিং। সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন। তিনি বলেন শুনলাম। এবার সেখানেও পিঠে বানানোর জন্য ডাকা হবে। পাশাপাশি, খালিস্থানী প্রসঙ্গে তিনি বলেন এটা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে বিরোধীরা।
Feb 22 2024, 16:21