*কবিতা*
"ভাষা দিবস "
গোপাল মাঝি
জন্মেছি যখন আমি বাংলায়
মাতৃ - গর্ভ হতে,
প্রথম ডাক ডেকেছিলেম আমি
'মা' -'মা' বলে |
সোনার বাংলায় জন্ম আমার
বাংলা আমার মা,
পেয়েছি তো অনেক কিছু
দিয়েছি গো যা'|
এমন মধুর ভাষা তুমি
কোথাও পাবে নাতো,
সবার মাঝে সেরা বলি
আছে ভাষা যতো |
কবির তর্জমায় বাংলা ভাষা
জাগায় মনে ভালোবাসা,
আমার গর্ব, আমার আশা
প্রকাশ করি মাতৃ -ভাষা |
বিশ্ব কবি মোদের রবি
নোবেল পায় গীতাঞ্জলী,
সকল দেশের মতো আমরা
বৈশাখেতে তাঁকেই স্মরী |
বঙ্কিম, শরৎ, রবি - মাইকেল
ঈশ্বর বিদ্যাসাগর,
জীবনানন্দ, সুকান্ত, অতুল - নজরুল
যাঁদের সৃষ্টিতেই কদর |
এই ভাষাতেই কথা বলি
শিল্পীরা গায় গান,
ভাটিয়ালী,বাউল, গান তর্জায়
ফিরে পাই প্রাণ |
ভাষা দিবসে মনের আনন্দে
গাইতে থাকি গান,
আগামী প্রজন্ম রক্ষা করবে
বাংলা ভাষার মান |
Feb 21 2024, 12:09