ক্রিকেটকে বিদায় জানানোর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রানের জন্য মনোজ তিওয়ারিকে সম্মানিত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল
খবর কলকাতা : মনোজ তিওয়ারি ক্রিকেটকে বিদায় জানানোর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রানের জন্য তাঁকে সোনার ব্যাট দিয়ে সম্মানিত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।
গতকাল সন্ধ্যায় বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজারের বেশি রান এবং ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণ করার জন্য তাঁকে ঘিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল সিএবি । সিএবি প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী তাঁর হাতে একটি সোনার ব্যাট এবং বলের স্মারক উপহার হিসেবে তুলে দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা, সহ খেলোয়াড় অনুস্টুপ মজুমদার সকলেই তাঁর অবসর জীবনের জন্যে শুভ কামনা এবং বাংলার ক্রিকেটের জন্যে তার অবদানের কথা তুলে ধরেন।
মনোজ নিজে তাঁর ভাষণের সময়ে বেশ আবেগঘন হয়ে পড়েন। তাঁর স্বর্গীয় পিতার অভাবের কথা এই বিশেষ দিনে স্বীকার করেন। এছাড়া সিএবি তে প্রতিটি সদস্যের কাছে তাঁর ক্রিকেট জীবনে বেড়ে ওঠা এবং সাফল্যের জন্যে কৃতজ্ঞতা স্বীকার করেন।
ছবি: সৌজন্যে সিএবি ।
Feb 19 2024, 12:23