সন্দেশখালি ঢোকার ৬ কিলোমিটার আগে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়কের বাস আটকে দিল পুলিশ
উত্তর ২৪ পরগনা: সুকান্তর পর শুভেন্দু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু'নম্বর ব্লকে সন্দেশখালি উত্তপ্ত হয়েছে। বিরোধীরা সন্দেশখালিকে সামনে রেখে ২০২৪ সালে লোকসভা ভোটের ফায়দা তুলতে যাচ্ছে। বাদ নেই সিপিএমও।আজ বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী ,শঙ্কর ঘোষ অর্চনা মজুমদার, চন্দনা বাউরী সহ একাধিক বিধায়ক ও বিজেপি নেতৃত্ব সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্য ছিল।
ধামাখালি সরবেড়িয়া লস্কর পাড়ায় তাদের গাড়ি আটকে দেয় পুলিশের এসডিপিও আমিনুল ইসলাম, বলেন ১৪৪ ধারা জারি আছে। ওখানে গেলে নতুন করে অশান্তি তৈরি হতে পারে। গন্ডগোল হতে পারে যেতে দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী বলেন,"আমরা গেলে সমস্যা কোথায়। তখন তিনি বলেন ১৪৪ ধারা জারি রয়েছে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী হুমকি দেন রাজ্য মমতা পুলিশের বিরুদ্ধে আগামীকাল আদালতে যাব আপনার নাম পরিচয় জেনে নিলাম। রীতিমতো পুলিশকে হুমকি দেন। তারপরে বিধায়কদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন প্রায় দু'ঘণ্টা অতিক্রম হয়ে গিয়েছে এখনও বসে আছেন শুভেন্দু অধিকারী ।
চারিদিকে বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা ।তাকে ঘিরে রেখেছে বাস থেকে নেমে স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি রাস্তার উপর বসে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। রাস্তার উপর বসে পড়ায় ধামাখালি সরবেড়িয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সংযোগস্থলে এই গুরুত্বপূর্ণ রাস্তায় পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে ।যার ফলে সাধারণ নিত্যযাত্রী থেকে গ্রামবাসীরা ধানের জমি মাঠের মধ্য দিয়ে প্রায় চার কিলোমিটার ঘুরে আবার বাস ও ছোট গাড়ি ধরার জন্য রওনা দেন।
সন্দেশখালি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্থায়ী কর্মদক্ষ দীপা পোদ্দার বলেন," সন্দেশখালি শান্তির জায়গা। উনি আগুনে ঘি দিতে আসছেন ।নতুন করে উত্তেজনা তৈরি হবে। আজ কিছু মহিলাদের পিছন থেকে উস্কে দিয়ে বিরোধীরা রাজনৈতিকভাবে সন্দেশখালিকে কালিমালিপ্ত করতে চাইছেন। তাদের উদ্দেশ্য সফল হবে না"।
Feb 15 2024, 18:22