বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম চকরাম প্রসাদ গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল
এসবি নিউজ ব্যুরো: বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম চকরাম প্রসাদ। সেই গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। ওই গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তা তৈরির জন্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজস্ব সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা জেলাশাসকের কাছে প্রদান করেন। ২০২৩ সালের মে মাসে ওই অর্থ বরাদ্দ করলেও এখনও সেই বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়নি জেলাপরিষদ। ফলে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। তাই সোমবার ওই গ্রামের বাসিন্দারা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন।যা নিয়েই এবার তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। সুকান্ত মজুমদার সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছে। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই ওই রাস্তাটির কাজ করতে দিচ্ছে না তৃণমূল নেতারা। গ্রামেরও একাংশ বাসিন্দাদের একই অভিমত। তাদের অভিযোগ, সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম বলেই রাস্তার কাজ করছে না জেলা পরিষদ। যদিও বা জেলা পরিষদের দাবি, ওই রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে। তবে সুকান্ত মজুমদার এ নিয়ে অযথা রাজনীতি করছে বলেই তৃণমূলের অভিযোগ।
বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের মধ্যেই সীমান্তবর্তী চকরাম প্রসাদ গ্রাম। সেই গ্রামের যুবক চুড়কা মুর্মুকে নিয়ে রয়েছে ৭১-এর যুদ্ধের নানা ইতিহাস। ২০১৯ সালে লোকসভা ভোটে জয়ের পরে চুড়কা মুর্মুর চকরাম প্রসাদ গ্রামকে দত্তক নিয়েছিলেন সুকান্ত মজুমদার। ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচনেও ওই ভাটপাড়া গ্রামপঞ্চায়েত বিজেপি দখল করে। চকরাম প্রসাদ গ্রামের সংসদও বিজেপি জেতে।
এমনকি ওই এলাকায় পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থীও জয়ী হয়। কিন্তু রাস্তার কাজ করতে পারছে না পঞ্চায়েত। ওই রাস্তাটি জেলাপরিষদের হাতে। তাই এলাকাবাসীরারা মনে করছে, সুকান্ত মজুমদারের গ্রাম বলেই কাজ করছে না তৃণমূল তথা জেলা পরিষদ।
Feb 06 2024, 17:56