*মালদহে মৃত ছাত্রীর বাড়িতে আসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার*
এসবি নিউজ ব্যুরো: মৃত পঞ্চম শ্রেণীর ছাত্রীর পরিবারের সাথে দেখা করতে রবিবার মালদায় আসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির আরো দুই বিধায়ক এবং জেলা ও রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য, গত ৩১ তারিখ মালদার ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকার বাসিন্দা ওই নাবালিকা ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল আম বাজারে এলাকা থেকে।
এরপর মালদহ জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা বিজেপি সভাপতি সুকাত মজুমদার বলেন,"এই নৃশংস হত্যাকান্ডের পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের অত্যন্ত দুঃখ-কষ্ট এবং রাগের উদ্বেগ হবে। যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার পরাকাস্টা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছেছি। কেন হল এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। উচ্চতর তদন্ত হওয়া উচিত। এই ছেলে কি এই কাজ করল, না এর সঙ্গে আরো কেউ যুক্ত ছিল।আমরা আবেদন করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত হোক।কারণ তদন্ত ঠিকভাবে হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। এখন পর্যন্ত মেয়েটির চশমা সে ওখানে পড়ে রয়েছে। এরকম আমাদের কাছে খবর আছে। পুলিশ করার পরেও সেখানে চশমা পড়েছিল। নিয়ম হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে সমস্ত জিনিস পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত। কাস্টডিতে দিতে চলে যাওয়া উচিত। বারবার মালদা জেলা প্রশাসনে ব্যর্থতা এর আগে সুস্থানি মোড়ে চলল গাজলে গুলি চলল চাচলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার।মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে নাবালিকা ছাত্রী খুন হল, এবং তাকে সুরক্ষা দিতে বডি উদ্ধার করতে কয়েকদিন কেটে গেল।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অপরাধীদের মধ্যে আর কি ভয় থাকবে।আগামী দিনে আরো ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে মালদায়।"
মালদায় চাঁচলের এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রামপঞ্চায়েতের প্রধানের সদস্যপথ খারিজ নিয়ে সুকান্ত মজুমদার জানান,এটাই নিয়ম, কোটে যেহুতু বিষয়টি রয়েছে এর থেকে আমি বেশি কিছু বলবো না।
সাংসদ তথা অভিনেতা দেবের তিনটি পদ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এর আগেও আমি বলেছিলাম দেবের সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা ব্যবহার করা হয়েছে। এই জন্য দেবকে কেন্দ্রীয় সংস্থা ডেকে পাঠিয়ে ছিল।অসৎ সঙ্গে নরক বাস সৎ সঙ্গে স্বর্গবাস। দেব ভালো ছেলে কথাবার্তা ভালো লোকসভাতে দেখা কলে কথাবার্তা হয়। এই মহুর্তে ফিল্মি ইন্ড্রাসটিতে সেরা বা হিরো যাই বলুন না কেন তাদের মধ্যে একজন। আমি তাকে শুধু এইটুকু বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত। নরক বাসের চান্স অন্তত থাকবে স্বর্গ পাবে কি না জানি না ।অনন্ত নরকবাসের গ্যারেন্টি টা থাকবে। সে তিনি তিনটি জায়গা থেকে রেজিগনেসন দিয়েছেন দেবের সাথে কথা বলে আমি বুঝেছি যে আগামী দিন ভোটে দাড়ানোর ইচ্ছে নেই।কোন দিনও ছিল ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল সেখানে ববি হাকিম বলছে দেবকে জোড় করে মুখ্যমন্ত্রী দাঁড় করিয়েছিল। এবারও প্রেসার দিচ্ছে দেবকে দাঁড় করানোর জন্য। তার ইচ্ছে নেই ভোটে দাঁড়ানোর।
১০০ দিনের টাকা ফেরত দিবেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গেও মুখ খুলেন সুকান্ত মজুমদার তিনি বলেন,এই টাকা তিনি দিতে পারবেন না। মিথ্যাকথা বলছেন। আইননত দিতে পারেন না। এমজিএনআরজিএ যে অ্যাক্ট আছে সেই আ্যাক্ট অনুসারে দিতে পারেন না। নিয়ম আছে তো কে টাকা দেবে।২১ শে ফেব্রুয়ারী মধ্যে ২১ লক্ষ যে টাকা দেবেন বলছেন তাদের বেশীর ভাগ তৃণমুলের ক্যাডার।তৃণমুলের ক্যাডারদের সরকারের টাকা দেওয়ার ব্যবস্থা করছেন। এই টাকা দিতে হলে একটাই ভরসা ডিয়ার লটারী অথবা পাউচ প্যাক।সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা অথবা কেন্দ্র সরকারের কোন ফান্ড থেকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন। কারন রাজ্য সরকারের কোন টাকা নেই ভিখারী তো ভারের ঘরে। চুরি খরে তো লাভ নেই।
এখনো পর্যন্ত কংগ্রেস তৃণমূলকে নরমে গরমে সমঝোতা করতে চাইছে।এ প্রসঙ্গ সুকান্ত মজুমদার বলেন,কংগ্রেসের অবস্থা এখন ডুবন্ত মানুষ যখন খরকুটো ধরে বাঁচতে চায়। কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই। কম্পিটিশন চলছে, অন্তত ২৪ এ ২৪টি আসন পাবে কিনা কংগ্রেস। আমরা চাই কংগ্রেস শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক। খরকুটো ধরে বাঁচা যায় না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। নিজে দাঁড়িয়ে যা ফল হবে হবে।
আমার মনে হয় না এই ধরনের জোট হবে। জোট কোনদিন হওয়ারই ছিল না। কংগ্রেস এক রকম কথা বলে তৃণমূল কংগ্রেস আরেক রকম কথা বলে তার সাথে আবার শিবসেনা এভাবে জগাখিচুড়ি হতে পারে না। হ য র লবো হচ্ছে। ধরে বাঁচার চেষ্টা করছে, দু একটি সিট যদি বেরিয়ে যায়।
Feb 04 2024, 14:09