জলপাইগুড়ির চা বাগানে জলসেচের কাজ করতে গিয়ে চিতা বাঘের হানায় জখম হল এক শ্রমিক
এসবি নিউজ ব্যুরো: চা বাগানে জলসেচের কাজ করতে গিয়ে চিতা বাঘের হানায় জখম হল এক শ্রমিক। জখম শ্রমিকের নাম সিন্ধু সিদ্ধা। জখম শ্রমিককে চিকিৎসার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা ফিকুধূরা এলাকার ঘটনা।শনিবার চা বাগানে চিতা বাঘের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর পেয়ে এলাকায় আসে, খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিশ। জানা যায় এদিন ওই শ্রমিক ছোট ওই চা বাগানে জলসেচের জন্য পাইপ বসানোর কাজ করছিল। ওই সময় একটি বড় চিতাবাঘ চা বাগান থেকে তার উপরে লাফিয়ে পড়ে। চিতাবাঘটি তাকে জখম করে ফের চা বাগানেই আশ্রয় নেয়। স্থানীয় জনগনই আহত শ্রমিককে প্রথমে কলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এদিকে চা বাগানে চিতা বাঘের আশ্রয় নেওয়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। স্থানীয় জনগণ চিতা বাঘটিকে ধরার দাবি জানায়। বর্তমানে খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা চিতা বাঘটিকে ধরার জন্য চা বাগানের চারপাশে জাল লাগিয়ে দিয়েছে। ঘুম পাড়ানি গুলি করার পরেই চিতা বাঘটিকে ধরা হবে বলে জানা যায়।
Feb 03 2024, 19:33