বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডিএম অফিসের এক কর্মীর বাড়িতে সিবিআই হানা
উত্তর ২৪ পরগনা: বসিরহাট থানার অন্তর্গত বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি এলাকার ডিএম অফিসের কর্মী রজত মন্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি করার জন্য আগাম লিখিতভাবে নোটিশ দিয়ে গেলেন বসিরহাট থানায়। জানা যায় নিয়োগ দুর্নীতি মামলায় এসি ওবিসি সার্টিফিকেট সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এই রজত মন্ডলের বিরুদ্ধে। আজ সাত সকালে তার বাড়িতে ৪ সদস্যদের এক সিবিআই দল তল্লাশি শুরু করল প্রথমে বাড়ির কলিংবেলে বাজিয়ে বাড়ির লোকেদের ডাকে তারপর ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও বসিরহাট থানার পুলিশ।
এলাকায় সীমান্ত থেকে ৭টি পঞ্চায়েত একটি ব্লক রয়েছে। যেকোনো সময় কেন্দ্রীয় বাহিনীর জ ওয়ানদের নিয়ে তল্লাশি চালাতে পারে, তার আগাম রাজ্য পুলিশকে জানিয়ে দিলেন সিবিআই আধিকারিকরা। আজ সকাল দশটা নাগাদ বসিরহাট থানায় কর্মরত ডিউটি অফিসারদের কাছে তাদের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। সেখানে জানানো হয় খুব তাড়াতাড়ি বসিরহাট থানা এলাকায় তল্লাশি করবে।
প্রসঙ্গত,উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরের sc, st ,ওবিসি সেলের ইন্সপেক্টর ছিলেন রজত কান্তি মন্ডল। গত চার মাস আগে তিনি সাসপেন্ড হয়ে ছিলেন।
Feb 03 2024, 14:34